Ration Card 2024: রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত! পুজোর আগেই উপকৃত হবেন লাখ লাখ উপভোক্তা

ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে রেশন কার্ড (Ration Card) অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই রেশন কার্ড(Ration Card) যেমন বাজার দামের তুলনায় সস্তায় দ্রব্যসামগ্রী দিয়ে থাকে, ঠিক তেমন ভাবেই বিভিন্ন চাকরির পরীক্ষা, প্রকল্পের আবেদন সর্বত্র প্রয়োজন হয় রেশন কার্ডের(Ration Card). বিগত অনেকদিন ধরে রেশন কার্ডের KYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের তরফে জোর দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ডের ই-কেওয়াইসি।ভুয়ো রেশন কার্ড(Ration Card) গুলিকে চিহ্নিত করতে, খাদ্যশস্যের বন্টন অব্যাহত রাখতে ভারত সরকার কর্তৃক রেশন কার্ডের জন্য ই-কেওয়াইসি যত দ্রুত সম্ভব করে নেওয়ার জন্য জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়িতে ফ্রিজ থাকলে আর করা যাবে না রেশন কার্ড! নতুন নিয়মে বেজায় সমস্যায় জনসাধারণ

Ration Card KYC 2024

সম্প্রতি রেশন কার্ড(Ration Card) কেওয়াইসির সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একজন ভারতীয় যদি চান বিনামূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে রেশন সরবরাহে যদি কোন বাধা না আসতে দিতে, তাহলে শীগ্রই সম্পন্ন করতে হবে রেশন কার্ড(Ration Card) ই-কেওয়াইসি প্রক্রিয়া।সাম্প্রতিক খবর থেকে জানা যাচ্ছে, রেশন কার্ড ই-কেওয়াইসির সময়সীমা বাড়ানো হল চলতি বছরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। একজন রেশন উপভোক্তার যদি আধার কার্ড লিঙ্ক করা মোবাইল নম্বর থাকে, তবে তিনি অনলাইনে রেশন কার্ড(Ration Card) কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।

ই-কেওয়াইসি এমন একটি পরিষেবা যা সম্পন্ন করে নিলে একজন উপভোক্তার রেশন কার্ডের দ্বারা দ্রব্য সামগ্রী পেতে কোন অসুবিধা হবে না।পাশাপাশি, তিনি রেশন সরবরাহ ব্যবস্থায় প্রতারণা মূলক কার্যকলাপ প্রতিরোধ করতে পারবেন। তবে আপনি যদি বাড়িতে বসে অনলাইনে কেওয়াইসি করে নিতে চান তাহলে আপনার বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন, আপনার আধার কার্ড থাকা বাধ্যতামূলক, আধার কার্ডের সাথে সংযুক্ত যোগাযোগ নম্বর থাকতে হবে। এছাড়াও পরিবারের সকল সদস্যের আধার কার্ড, তাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর থাকা প্রয়োজন।

রেশন কার্ডের নতুন নিয়ম জানেন? এই কাজটি না করলে বিপদে পড়বেন! বাতিল হতে পারে আপনার কার্ডটিও

Ration Card E-KYC Process 2024

  • অনলাইনে রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে
  • এরপর ওয়েবসাইট থেকে ‘ই-কেওয়াইসি’ বিকল্পে ক্লিক করতে হবে।
  • এবার সেখানে উল্লেখ করুন আপনার রেশন কার্ড নম্বর ও আপনার ১২ সংখ্যার আধার নম্বর।
  • এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে চলে আসবে একটি ওটিপি (OTP)।
  • সবশেষে আপনার পরিচয় যাচাই করার জন্য সেখানে সেই ওটিপি-টি (OTP) লিখতে হবে। আর এভাবেই আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।