সমাজের সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে খাদ্যশস্য পেতে পারেন, তার জন্য সরকারি তরফে চালু করা হয়েছে রেশন ব্যবস্থা (Ration System)। প্রতিটি রাজ্যের মতো বাংলাতেও চালু রয়েছে এই রেশন সিস্টেম (Ration System)। বাংলার সাধারণ মানুষ, আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ সরকারি সাহায্যে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পেয়ে থাকেন (Ration System)। রেশন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে সমাজের সাধারণ মানুষের যে কতটা উপকার হয়েছে সেটা আলাদা করে বলার নয় (Ration System)।
তাছাড়া, প্রতিমাসে বাজার মূল্যের চাইতে তুলনামূলক কম মূল্যে তাঁরা যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ সাধারণ মানুষ। শুধু কি তাই? রেশন ব্যবস্থার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বহু যুবক-যুবতীর (Ration System)। তবে রেশন ব্যবস্থায় দুর্নীতির কথাও সবার জানা। তাই এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার রাতারাতি কড়া অ্যাকশন নিয়েছে। নতুন করে সরকার কি ব্যবস্থা চালু করল, সংশ্লিষ্ট বিষয় বিস্তারিত জানা যাক।
Ration System In Bengal 2024
পশ্চিমবঙ্গের সমাজের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি অনুসারে বর্তমানে বিভিন্ন ধরনের রেশন কার্ড চালু রয়েছে। সেই কার্ডে উল্লেখিত সুযোগ-সুবিধা পান সাধারণ মানুষ (Ration System)। তবে রেশন ব্যবস্থা নিয়ে যে হারে দুর্নীতি দিনকে দিন বাড়ছে, যে দুর্নীতির তথ্য সামনে আসছে, তা সকলকে চিন্তায় ফেলছে। দরিদ্র সাধারণ মানুষকে ঠকিয়ে অত্যাধিক হারে লাভ করা হচ্ছে (Ration System)।
যার কারণে এবার কড়া পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার। এতদিন পরে অবশেষে পদক্ষেপ নিয়েই ফেলল সরকার। এর দ্বারা কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ? রাজ্য সরকার নতুন করে কী পদক্ষেপ নিল? আসুন সংশ্লিষ্ট বিষয় জানা যাক। বাংলার রেশন ব্যবস্থায় এই নতুন সিস্টেম নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গত বছরের শেষ থেকেই পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন এই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও অন্যান্যরা। যে দুর্নীতির হদিশ চলছে এখনো। আতসকাঁচে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরই মাঝে দুর্নীতি রুখতে তৎপর রাজ্য সরকার। রেশন (Ration System) ব্যবস্থায় ওজনে কারচুপির অভিযোগ আজকে নতুন নয়। হামেশাই উঠে আসে এই সংক্রান্ত তথ্য। তাই এবার তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকার।
বাংলার রেশন ব্যবস্থায় নতুন পদক্ষেপ সরকারের
পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কালো ছায়া বর্তমান। গত বছর তথা ২০২৩ সাল থেকে দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হয়েই চলছে। গ্রেফতারি চলছে হেভিওয়েট ব্যক্তিত্বদের। সম্প্রতি নড়েচড়ে বসেছে প্রশাসন। চলতি বছরের শুরু থেকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গৃহীত হচ্ছে পদক্ষেপ। ইতোমধ্যে নানান ধরনের ব্যবস্থা চালু করেছে রাজ্য খাদ্য দফতর। তবে বর্তমানে রেশন ব্যবস্থার সমস্ত ক্ষেত্রেই অনলাইন নির্ভরতার উপর অধিক গুরুত্ব আরোপ হচ্ছে। অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন ও অন্যান্য।
রাজ্যে রেশন কারচুপি রুখতে তড়িঘড়ি পদক্ষেপ!
পশ্চিমবঙ্গের রেশন বণ্টন ব্যবস্থায় ওজনের ক্ষেত্রে কারচুপি রুখতে ও লাগাম টানতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু হয়েছে। যন্ত্রের চালু করেছে রাজ্যের খাদ্য দপ্তর। যদিও এই ব্যবস্থাটি পাইলট প্রকল্প হিসাবেই চালু করা হয়েছে বর্তমানে। পরে যদিও এই ব্যবস্থাটিকে পরবর্তী পদক্ষেপের পথে তথা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা সাজানো চলছে।
সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, “কারচুপি রুখতে এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।” ধারণা করা যাচ্ছে, যদি সত্যি এই পদ্ধতি ব্যবহার শুরু হয়, তাহলে কারচুপি অনেকটাই কমতে পারে। আর সাধারণ মানুষ ঠকবেন না। তাঁরা ন্যায্য মূল্যে ন্যায্য খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন।