একটি জনপ্রিয় বিনিয়োগ স্কিম হল Recurring Deposit . এটি একটি নিয়মিত বিনিয়োগ স্কিম এখানে মাসে মাসে আপনি টাকা রাখতে পারবেন এবং তার ওপরই আপনাকে সুদ দেওয়া হবে। এটি একটি ছোটো খাটো বিনিয়োগ প্ল্যান যা সকলেই করতে পারেন। এক এক আর্থিক প্রতিষ্ঠানে রেকারিং ডিপোসিটের জন্য এক এক ধরনের সুদ প্রদান করা হয়। দেশের সর্ব বৃহৎ ব্যাংক সেই সরকারি ব্যাংকের তরফ থেকে রেকারিং ডিপোসিটে সুদের হার ভালো মানের করা হল।
SBI Recurring Deposit Interest Rates
Recurring Deposit এ সুদের দেওয়া হয় A = P(1+r/n)^nt সুত্র অনুযায়ী। যেখানে p হল মূল পরিমাণ, r হল সুদের হার, n হল চক্রবৃদ্ধি সুদের সময়, t হল মেয়াদকাল। এই স্কিমের মাধ্যমে আপনি সর্বচ্চ 7 শতাংশ সুদ পেয়ে যাবেন। 7 থেকে 10 বছরের জন্য বিনিয়োগকারীরা এই Recurring Deposit স্কিম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে আপনাকে ব্যাংকে প্রতি মাসে 100 টাকা অন্তত জমা রাখতেই হবে।
এবার রবিবারেও খোলা থাকছে ব্যাংক! পরিবর্তে কোন দিন বন্ধ থাকছে জেনে নিন।
কারা Recurring Deposit অ্যাকাউন্ট খুলতে পারবেন
১) দেশের সর্বত্রই SBI এর শাখা প্রশাখা বর্তমান। তবে আপনি বিদেশের ব্যাক্তি হলে বা ভারতের রেসিডেন্ট না হলে এর সুবিধা পাবেন না। RD ডিপোসিটের জন্য আপনাকে অবশ্যই রেসিডেন্ট হতে হবে।
২) তবে বিদেশের জন্য সুবিধা আছে বিদেশের যেকোনো ব্যক্তি স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট একাউন্ট খুলতে পারবে সেক্ষেত্রে তাদের Non-Resident External (NRE) বা Non-Resident Ordinary (NRO) account এ আবেদন করতে হবে।
৩) যেকোনো প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি RD স্কিম করতে পারে। প্রাপ্ত বয়স্ক বলতে আমরা সবাই জানি 18 বছর বয়স এর কম বয়সি যারা আছেন যারা সুবিধা পেতে পারেন তবে এক্ষেত্রে তাদের অভিভাবক দ্বারা অ্যাকাউন্ট পরিচালিত হবে।
Recurring Deposit এ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি – আপনি অনলাইন বা অফলাইন দুভাবেই এর অ্যাকাউন্ট খুলতে পারবেন। অফলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী কোনো SBI ব্যাংকে যেতে হবে। SBI এর অনলাইন অ্যাপে লগিন করতে হবে। তারপর ইউজার আই-ডি ও পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন যদি অ্যাকাউন্ট না থাকে ।
অ্যাকাউন্ট খুলতে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি লাগছে সেইগুলি হল একটি চেক সহ ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ইলেক্ট্রিসিটি বিল বা টেলিফোন বিল, পোস্ট অফিস থেকে পাওয়া আই-ডি লাগবে। এছাড়া এখানে সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে 0.50% অতিরিক্ত সুদের হার দেওয়া হয়। RD মেয়াদের উপর নির্ভর করে প্রতি মাসে প্রতি 100 টাকার জন্য 1.50 থেকে 2 টাকা জরিমানা ধার্য করা হবে। তবে আয়কর নিয়মের অধীন এবং প্রযোজ্য হার অনুযায়ী TDS কাটা হবে।
হঠাৎ টাকার প্রয়োজন? মাত্র 5 মিনিটে টাকা পাবেন, সাহায্য করছে এই ব্যাংক
এছাড়া বছরে সুদের হারের পরিমাণ 1 বছর থেকে 1 বছরের মধ্যে সাধারণ ব্যক্তিরা পাবেন 6.80% সুদ যা সিনিয়র সিটিজেনদের জন্য 7.30%. 2 বছর থেকে 2 বছর অব্দি 7.00 শতাংশ যা সিনিয়র সিটিজেনদের 7.50 শতাংশ। 3 বছর থেকে 4 বছর রাখলে 6.50% যা সিনিয়র সিটিজেনদের 7.00%. 5 বছর থেকে 10 বছরের কম রাখলে 6.50% যা সিনিয়র সিটিজেনদের 7.00%.