এই বিশেষ মসলার ব্যবহারেই ত্বকের কালো দাগ ছোপ থেকে মুক্তি মিলবে।

মানুষ সুন্দরের পূজারী, আর তাই সে প্রতিটি মুহূর্তে নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চায়। তবে অধিকাংশ মানুষই নানারকম রাসায়নিক মিশ্রিত রূপচর্চার প্রোডাক্টের মাধ্যমে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান। এই সমস্ত রাসায়নিক মিশ্রিত প্রোডাক্ট ত্বককে সাময়িকভাবে সুন্দর করে তুললেও এই সমস্ত প্রোডাক্টে থাকা রাসায়নিক পদার্থগুলি ত্বকের যথেষ্ট ক্ষতি করে। যার জেরে বর্তমান নারী থেকে পুরুষ প্রত্যেকই বিভিন্ন ভেষজ উপাদানের মাধ্যমে নিজের ত্বকের আরও সুন্দর করে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। আর তাই আজকের এই পোস্টে আমরা রূপচর্চার এমন একটি বিশেষ ভেষজ উপাদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যা আপনাকে ব্রণর সমস্যা থেকে শুরু করে ত্বকে থাকা কালো ছোপ সহ ত্বকের অন্যান্য সমস্যা থেকে মুক্তি দেবে।

সুন্দর ত্বক পাওয়ার জন্য ব্যবহৃত ভেষজ উপাদানটি কি?

ত্বক থেকে কালো ছোপ, ব্রণ ও বয়সের ছাপ দূর করতে এবং আপনার ত্বককে দাগহীন ও সুন্দর করে তুলতে লবঙ্গর জুড়ি মেলা। লবঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে, যা আপনার ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তুলবে।

উজ্জল ও মসৃণ ত্বক পাওয়ার জন্য কিভাবে লবঙ্গ ব্যবহার করা সম্ভব?

চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মধ্যে লবঙ্গ বেটে ত্বকে লাগানোর তুলনায় লবঙ্গের তেল তৈরি করে নিয়ে তা ব্যবহার করা অধিক সুবিধাজনক। লবঙ্গের তেল তৈরি করার পদ্ধতি যথেষ্ট সহজ, আপনি চাইলে নিজের বাড়িতেই লবঙ্গ তেল তৈরি করে নিতে পারবেন। লবঙ্গ তেল তৈরি করার জন্য আপনাকে প্রথমেই বেশ কিছু লবঙ্গ গুঁড়ো করে নিতে হবে। এরপর লবঙ্গের গুঁড়ো একটি কাঁচের বোতলে রাখতে হবে এবং এই গুঁড়োতে ক্যারিয়ার তেল মিশিয়ে এক সপ্তাহ রেখে দিতে হবে। এই সময় তেলের বোতলটিকে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এক সপ্তাহ পর সুতির কাপড়ে ছেঁকে নিলেই আপনি আপনার ত্বকের জন্য এই তেলটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন:- সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ শিবির কার্যকর করতে চলেছে রাজ্য সরকার।

লবঙ্গ তেল থেকে কি কি উপকার পাওয়া যায়?

১. ব্রণ সমস্যার সমাধান:-

ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে জায়গাটিতে ব্রণ হয়েছে তাতে নিয়মিত এক ফোঁটা করে লবঙ্গের তেল লাগান। এছাড়া লবঙ্গ তেলের সঙ্গে হলুদ মিশিয়ে যেখানে ব্রণ হয়েছে সেই জায়গাটিতে লাগালেও ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে আপনি যদি ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো প্রকার ক্রিম ব্যবহার করে থাকেন তবে ওই ক্রিমের সঙ্গে লবঙ্গের তেল মিশিয়ে লাগালেও ব্রণর সমস্যা থেকে মুক্তি মিলবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, যাদের সেনসিটিভ স্কিন তারা সরাসরি এই তেলটি ত্বকে ব্যবহার করবেন না।

২. ত্বকে বয়সের প্রভাব রোধ করতে সহায়তা করে:-

একটা বয়সের পর প্রত্যেক মানুষের ত্বকেই বয়সের ছাপ পড়তে শুরু করে। তবে আপনিও যদি বয়স ধরে রাখতে চান তবে আজ থেকেই নিজের ত্বকে লবঙ্গ তেল ব্যবহার শুরু করুন। দিনে বা রাতে কোনো এক সময় নিজের মুখ ভালো করে ধুয়ে নিয়ে একটি তুলোর মাধ্যমে নিজের মুখে লবঙ্গ তেল লাগাতে পারেন। তবে রাতে শুতে যাওয়ার সময় মুখে লবঙ্গ তেল লাগালে সবথেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে নিজের ফেস সিরামের সঙ্গে লবঙ্গ তেল মিশিয়ে মুখে লাগাতে পারেন।

৩. ত্বকের কালো ছোপ দূর করে:-

প্রত্যেকটা মানুষই পরিষ্কার, মসৃণ, উজ্জ্বল ত্বক কামনা করে থাকেন। আর আপনি যদি উজ্জ্বল দাগ-ছোপহীন ত্বক পেতে চান তবে রাতে শুতে যাওয়ার আগে বাদাম তেল কিংবা নারকেল তেলের সঙ্গে লবঙ্গ তেল মিশিয়ে সার্কুলার মোসানে মুখে এবং ঘাড়ে মালিশ করুন, এরপর সারারাত তেলটিকে মুখে রেখে দিয়ে সকালে ধুয়ে নিন। এভাবেই কয়েকদিন ত্বকে লবঙ্গ তেল ব্যবহার করলেই আপনার ত্বক থেকে কালো দাগ, ছোপ সমস্ত দূর হয়ে যাবে।