Retirement Plan – সুনিশ্চিত করুন নিজের ভবিষ্যৎ! জেনে নিন দুর্দান্ত SBI প্ল্যান সম্পর্কে।

আমরা সকলেই এখন ভবিষ্যৎ নিয়ে ভাবি এবং সেই মতো ব্যবস্থাও নি (Retirement Plan)। তরুন বয়সে মানুষের মধ্যে যে কাজ করার শক্তি থাকে তা বয়স বাড়ার সাথে সাথে লোপ পায় বলে আমরা পরে আর তেমন কাজ করতে পারিনা। সুতরাং যুবককালে যে পরিমাণ টাকা আমরা আয় করতে পারি ভবিষ্যতে তা আমাদের পক্ষে করা সম্ভব না। বার্ধক্যকালে আমরা যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি তার জন্য থেকেই রিটায়ারমেন্ট প্ল্যান করা উচিত। কিন্তু অনেক মানুষই আছেন যারা রিটায়ারমেন্ট প্ল্যান বা Retirement Plan করেন না।

SBI Retirement Plan for Civilized Persons

তারা যে পরিমাণ টাকা আয় করেন তাই ব্যয় করে দেন। সুতরাং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত অবস্থায় থাকেনা। যেকোনো ধরনের অসুখ বিসুখে, সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে বা তাদের বিয়ের ক্ষেত্রেও কোনো ধরনের আর্থিক সংস্থা থেকে লোণ না পেলে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এমন মানুষের জন্যই এসবিআই একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে।
SBI এর এই Retirement Plan এ আপনি ঘরে বসেই টাকা পেয়ে যাবেন এবং আয়ের ওপর কোন ট্যাক্স দিতে হবে না।

 মাত্র 200 টাকা বিনিয়োগ করে এককালীন 28 লক্ষ টাকা ও 15 হাজার টাকা পেনশন পান।

SBI রিভার্স মর্টগেজ স্কিম চালু করেছে, প্রবীণ নাগরিকদের জন্য একটি সঞ্চয় পদ্ধতি হিসেবে চালু হয়েছে। ব্যক্তির অবসর প্রাপ্তের পর ব্যাংক তাদেরকে দৈনন্দিন খরচ মেটানোর জন্য এমনকি উল্লিখিত সমস্যাগুলিও মেটাবার জন্য খরচা দেবেন। এই ক্ষেত্রে মনে রাখা দরকার সরকার এই টাকার কোনো ধরনের ট্যাক্স দেন না যেমন টা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে হয়ে থাকে।

রিভার্স মর্টগেজ স্কিম হল বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে এসবিআই একটি স্কিম । এখানে স্থায়ী সম্পপত্তির অর্থাৎ বাড়ির বিনিময়ে ব্যাংক টাকা প্রদান করে থাকে। অর্থাৎ ব্যাংক আপনার সম্পত্তির পরিবর্তে আপনাকে টাকা দেবে। এমনকি বন্ধকের পুরো মেয়াদে বাড়ির মালিকানা বৃদ্ধদের কাছেই থাকবে সেখান থেকে তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা হবে না। এখানে কোনো সুদও দেওয়া হবেনা।

 মাত্র ১টা রিচার্জেই বাড়িতে সবার ফোন চলবে, রইল বাম্পার Recharge Plan-র হদিশ

রিভার্স মর্টগেজ স্কিম পাওয়ার শর্ত
১) এই স্কিমটি 60 বয়সঊর্ধ্ব নাগরিকদের জন্য। 62 বছর বয়স হয়ে গেলে ঋণটি আপনি পাবেন। বয়স্ক দম্পতীদের ক্ষেত্রে স্ত্রীর বয়স 55 হতে হবে।
২) আপনি চাইলে এই ঋণের সুবিধা মাসিক বেতন বা পেনশন স্কিমের মতো করে নিতে পারেন।
৩) মনে রাখতে হবে সম্পত্তি আবেদনকারীর নামে থাকতে হবে। এবং আমরা সকলেই জানি এক সাথে 2 টো লোণ ত্থাকা চলবেনা।
৪) বাড়ি 20 বছর পুরনো হতে হবে এবং বসবাস যোগ্য পরিবেশে হতে হবে।
৫) এই ঋণের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে।

Leave a Comment