এখন প্রতিটি ব্যাঙ্কেই মোবাইল নম্বর লিংকের নতুন নিয়ম চালু করেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে বৈধ মোবাইল নম্বর। ভারতের জনপ্রিয় এবং বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর তরফেও গ্রাহকদের ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসবিআই (SBI)-এর লাখ লাখ গ্রাহক ইতোমধ্যে এই আপডেট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
এসবিআই (SBI) ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অত্যন্ত সহজ পদ্ধতিতে মোবাইল নম্বর আপডেট করা যায়। তবে জানতে হবে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। আজকে প্রতিবেদনে রইল এই বিষয়ে কথা। আপনি যদি একজন এসবিআই (SBI) গ্রাহক হন, তাহলে প্রতিবেদনের তথ্যগুলি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। তাই সম্পূর্ণ প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।
SBI Account Mobile Number Update
বর্তমানে আমাদের সবার হাতেই স্মার্টফোন। এক ফোনে একের বেশি সিম। প্রয়োজন অপ্রয়োজনে ফোনের সিম বদল করি আমরা অনেকেই। তখন সাথে সাথেই নম্বরও বদল হয়ে যায়। আবার নতুন ফোন নিলে তার সঙ্গে যুক্ত হয় নতুন নম্বর। সেই নম্বর পরবর্তীকালে ব্যক্তিগত নম্বরে পরিণত হয়। ব্যাংক থেকে বীমা সব জায়গায় সেই নম্বর দেওয়া হয়।
গ্রাহকের মোবাইল নম্বর ব্যাংক বীমার সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যদি গ্রাহক মোবাইল নম্বর চেঞ্জ করেন, সেক্ষেত্রে তাঁর ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত নম্বর আপডেট করে নেওয়া একান্ত জরুরী। ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংক একাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরী। প্রায় সমস্ত ব্যাংকের পদ্ধতি গুলোই এক। আপনি যদি নম্বর চেঞ্জ করেন অথবা আপডেট করতে চান, তাহলে কিভাবে করবেন সেই বিষয়ে চিন্তাভাবনা করেন অনেকেই।
ব্যাংকে ট্রানজেকশনের সময়ে মোবাইল নম্বরে ওটিপি যায়। একাউন্টে টাকা রাখা কিংবা তোলার সময়ও মোবাইল নম্বরে মেসেজ চলে আসে। তাই সবদিক থেকে বলা যায়, আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা ওই মোবাইল নম্বর চেঞ্জ হলে তা আপডেট করে নেওয়া অত্যন্ত জরুরী। কিভাবে করবেন, সেটাই উল্লেখ রইল আজকের এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ।
SBI Account Phone No Update Ways
একজন গ্রাহক তিন ভাবে ব্যাংক একাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন। ১) প্রথম পদ্ধতিটি হলো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্ক একাউন্টের মোবাইল নম্বর আপডেট পদ্ধতি। ২) দ্বিতীয় পদ্ধতি হলো ATM এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর চেঞ্জ করার পদ্ধতি। ৩) তৃতীয় পদ্ধতি হল ব্রাঞ্চ থেকে মোবাইল নম্বর চেঞ্জ করার পদ্ধতি। আমরা তিনটি পদ্ধতি বিষয়ে আলোচনা করব। আপনার যেটা সহজ বলে মনে হবে, সেই পদ্ধতি মেনে আপনি মোবাইল নম্বর আপডেট করে নেবেন।
SBI Mobile Number Update Process
স্টেট ব্যাঙ্কের কোন গ্রাহক যদি ঘরে বসে আপনার নিজের SBI অ্যাকাউন্টে মোবাইল নম্বর আপডেট করতে চান, তবে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য নিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে এটি করতে পারেন। এর জন্য কি করতে হবে? ফলো করুন স্টেপ বাই স্টেপ।
- প্রথমে SBI-এর অফিসিয়াল নেট ব্যাঙ্কিং ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ব্যাঙ্কের সাইট থেকে পার্সোনাল ব্যাঙ্কিং-এ যান, তারপর লগইন করুন।
- আপনি যখনই সফল ভাবে লগইন করবেন, আপনাকে ‘Profile‘ সেকশনে যেতে হবে। এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘Personal Details‘ অপশনটিতে।
- এরপর ক্লিক করুন মোবাইল নাম্বার চেঞ্জ করার অপশনে। এরপর আরেকটি স্ক্রিন ওপেন হবে। যেখানে আপনাকে নতুন মোবাইল নম্বর হবে। নতুন নম্বর দেওয়া হয়ে গেলে ‘OK’ অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইল নম্বরটি রেজিস্ট্রার হয়ে যাবে। অথবা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে।
- আপনি যেহেতু রেজিস্ট্রার মোবাইল নাম্বার চেঞ্জ করলেন, তাই গোটা প্রক্রিয়া শেষে এ বিষয়ে ব্যাঙ্ক থেকে একটি কনফারমেশন মেসেজ পাবেন গ্রাহক।
আমরা এখানে আলোচনা করলাম খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বসে একাউন্ট এর সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর আপডেট করে নেওয়া যাবে। এছাড়াও আপনি নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে গিয়ে অথবা ATM-এর মাধ্যমেও মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন।
শুধু তাই নয়, আপনি যদি একজন এসবিআই গ্রাহক না হয়েও অন্য কোন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর আপনি আপডেট করতে চান, তাহলে প্রায় এক পদ্ধতিতেই আপডেট করে নিতে পারবেন। অনলাইনে আপডেট করার ক্ষেত্রে অসুবিধা হলে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে সেখানে কাউন্টারে কথা বলবেন। প্রয়োজন মতো ব্যাংকে আধিকারিকরা আপনাকে এই কাজে সাহায্য করবে। আপনি খুব সহজেই নিজের মোবাইল নম্বরটি আপডেট করে নিতে পারবেন।