ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি তরফে বেশ কিছু স্কলারশিপ চালু রয়েছে। যার মধ্যে স্টেট ব্যাঙ্ক স্কলারশিপ(SBI Scholarship) অন্যতম উল্লেখযোগ্য। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সকল স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির বন্দোবস্ত করেছে। আর এই বৃত্তি স্টেট ব্যাংক স্কলারশিপ(SBI Scholarship) নামে পরিচিত। দেশের বিভিন্ন স্কুল কলেজে যারা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন সেই সকল পড়ুয়ারা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ভারত সরকার অধিকৃত এই সরকারি ব্যাঙ্ক মেধাবী ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকার বৃত্তি প্রদান করে।
এসসি/এসটি পড়ুয়াদের জন্য বিশেষ মেরিট স্কলারশিপ! প্রতিমাসে মিলবে ৮০০ টাকা! বিস্তারিত জানুন
SBI Scholarship 2024
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)-এর অধীনস্থ একটি ফাউন্ডেশন এসবিআই ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর তরফে ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদানের বন্দোবস্ত করা হয়েছে(SBI Scholarship) আপনিও যদি এই স্কলারশিপে আবেদন করতে চান, তাহলে অবশ্যই জেনে নিতে হবে স্কলারশিপে(SBI Scholarship) আবেদন জানানোর পদ্ধতি কি, কারা, কিভাবে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ও বৃত্তিতে আবেদনের লাস্ট ডেট কবে এই সকল বিষয় জেনে নেওয়া জরুরী।
SBI Scholarship Benifits
স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপের নাম SBAF Asha Scholarship 2024. এই বৃত্তি প্রকল্পে আবেদন করতে পারবেন স্কুল, কলেজের পড়ুয়ারা স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীরা। স্কুল স্তরের পড়ুয়াদের জন্য এই বৃত্তি প্রকল্পে ১৫,০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়। গ্রাজুয়েশন স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। আর পোস্ট গ্র্যাজুয়েশন স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য ৭০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয়। আপনিও এই স্কলারশিপে আবেদন করতে পারেন তবে যোগ্যতার মানদন্ড সম্পর্কে জেনে নিতে হবে।
SBI Scholarship Eligibility
প্রত্যেকটি স্কলারশিপের মতো এই বৃত্তি প্রকল্পেও নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদন্ড রয়েছে। আবেদন জানানোর আগে এই বিষয়ে প্রত্যেকটি তথ্য জেনে নিতে হবে।
- স্টেট ব্যাংকের স্কলারশিপে আবেদন কারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বৃত্তি প্রকল্পে যারা আবেদন করবেন, তাঁদের পূর্ববর্তী পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। ৫০ শতাংশ আসন বরাদ্দ থাকবে আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য।
- সমাজের সংরক্ষিত শ্রেণী তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠী ভুক্তরা বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
- স্কুলে পঠন পাঠনরত ছাত্র-ছাত্রীদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। আবেদন কারীর পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার নিচে হতে হবে।
- যারা কলেজে পড়ছেন এবং আবেদন জানাতে চান তাঁদের NIRF-এর অন্তর্ভুক্ত সেরা ১০০ কলেজের মধ্যে যেকোনো একটি কলেজে পাঠরত হতে হবে।
- ছাত্র-ছাত্রীকে আগের শিক্ষাবর্ষে ৭৫ শতাংশ নম্বর রাখতে হবে। শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নীচে হতে হবে। এই নিয়মগুলি প্রযোজ্য স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরের ছাত্র -ছাত্রীদের ক্ষেত্রেই।
SBI Scholarship Application
কিভাবে এই স্কলারশিপে আবেদন সাবমিট করবেন সেটি এক নজরে জেনে নেওয়া যাক।
- এপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে Buddy4Study অনলাইন পোর্টালে।
- এরপর এই পোর্টাল থেকে আপনি প্রথমেই রেজিস্ট্রেশন করে নেবেন।
- যদি আপনার আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকে তবে আপনি log in করবেন, অনলাইন আবেদন পত্রের পেজটি খুলবেন।
- নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য আবেদনপত্রে উল্লেখ করবেন।
- যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি সাবমিট করবেন।
- তারপর অনলাইনে নিজের আবেদন সাবমিট করে দেবেন। আবেদন সাবমিট করার পর একটি কপি নিজের কাছে রেখে দেবেন।