ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে দেশের লাখ লাখ গ্রাহকের। ব্যাংকিং পরিষেবার দিক থেকে অত্যন্ত জনপ্রিয় স্টেট ব্যাংক (SBI)। তবে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য নিত্যনতুন বহু পরিষেবা চালু করে স্টেট ব্যাংক (SBI)। বছর বছর স্টেট ব্যাঙ্ক (SBI) তার সিস্টেম আপডেট করছে। যার ফলস্বরূপ নিয়মে বদল আসছে।
বর্তমানে প্রায় প্রতিটি মানুষ এটিএম ব্যবহার করেন। লম্বা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চাইতে এটিএম থেকে টাকা তোলা অনেক নির্ভরযোগ্য ও সহজ (SBI)। অন্যান্য ব্যাংকের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এটিএম সিস্টেম চালু রেখেছে। তবে সম্প্রতি এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনা হয়েছে (SBI)। স্টেট ব্যাংকের গ্রাহকরা অবশ্যই এই নতুন নিয়ম জেনে নিন। নতুন নিয়মে কিভাবে টাকা তুলবেন সেই বিষয়ে বিস্তারিত বলা হলো আজকের প্রতিবেদনে। আশা করা যায় এই প্রতিবেদন থেকে উপকৃত হবেন প্রতি এসবিআই (SBI) গ্রাহক।
SBI-এর নতুন নিয়ম 2024!
বছরের বিভিন্ন সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা (SBI) পরিষেবায় বদল আনে। তবে নিয়ম বদল হলে গ্রাহকদের সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয় (SBI)। স্টেট ব্যাংকের পরিষেবা প্রতি আস্থা আছে সাধারণ মানুষের। সুদের হার, বিভিন্ন প্রকল্পের সুবিধা ইত্যাদি কারণে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (SBI) সাধারণ মানুষের মধ্যে বিশেষ জনপ্রিয়। দিন দিন তাই বাড়ছে স্টেট ব্যাংকের (SBI) গ্রাহক সংখ্যা।
নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকেই একাধিক পদক্ষেপ গ্রহণের পথে স্টেট ব্যাংক (SBI)। দেশ জুড়ে একাধিক ব্রাঞ্চ তৈরি-সহ প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদান এসবিআই (SBI) সকলের স্বার্থে পদক্ষেপ গ্রহণের পথে তৎপর। তবে সম্প্রতি স্টেট ব্যাংক এর এটিএম নিয়ে নতুন নিয়ম জারি হল। আগের নিয়মে আর টাকা তোলা যাবে না। বরং নতুন নিয়মে টাকা তুলতে পারবেন স্টেট ব্যাংকের (SBI) গ্রাহকরা। এই নতুন নিয়ম কি? তার জন্য গ্রাহকদের কি কি করতে হবে? সবটাই তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন আপনারা পড়ে নেবেন।
ATM থেকে টাকা তোলার নিয়মে বদল আনলো SBI!
দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি। আমাদের দেশের সমস্ত জনপ্রিয় ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো উন্নত করছে প্রযুক্তি। বলাই বাহুল্য এই ব্যাংক বর্তমানে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি এগিয়ে। ভারতে এটিএম মেশিন চালু হয়েছে বেশ কিছু বছর হলো। গত কয়েক বছর আগে এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়ে গ্রাহকদের দাঁড়াতে হত বোতাম বিশিষ্ট এটিএম মেশিনের সামনে।
কিন্তু বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এটিএম ব্যবস্থায় আমূল বদল আনলো। এবার থেকে এই পরিষেবার ধরন সম্পূর্ণ বদলে যাচ্ছে। বদলে দেওয়া হচ্ছে সমস্ত এটিএম মেশিন পরিবর্তে টাচ স্ক্রিনের এটিএম মেশিন বসিয়েছে স্টেট ব্যাংক (SBI)। এখন নিশ্চিত ভাবে আপনার মনে প্রশ্ন আসবে, কিভাবে এই মেশিন গুলি থেকে টাকা তুলবেন? এসবিআই এটিএম সিস্টেমের নতুন নিয়মে কিভাবে টাকা তুলতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।
স্টেট ব্যাংকের ATM থেকে টাকা তোলার পদ্ধতি!
আপনি যদি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে, আপনি যদি ভেবে থাকেন এটিএম থেকে টাকা তুলবেন, সেক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই। খুব সহজেই আপনি এটিএম থেকে আপনার প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন। এখন যত্রতত্র টাকার প্রয়োজন হলে এটিএম আমাদের ভরসা। আপনার কাছে যদি ডেবিট কার্ড/এটিএম কার্ড থেকে তবে আপনি খুব সহজেই স্টেট ব্যাংকের ATM থেকে টাকা তুলতে পারবেন।
কিভাবে SBI এটিএম থেকে টাকা তুলবেন?
এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার কাছে থাকতে হবে এটিএম বা ডেবিট কার্ড। কিভাবে টাকা তুলবেন তা স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।
- প্রথম ধাপে: ডেবিট কার্ডের চিপ বিশিষ্ট অংশটি সামনের দিকে উপরে করে ধরুন তারপর ATM মেশিনে প্রবেশ করান।
- দ্বিতীয় ধাপ: এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর দেখবেন ATM পিন চাওয়া হচ্ছে।
- তৃতীয় ধাপ: এবার আপনি ATM পিন প্রবেশ করান।
- চতুর্থ ধাপ: পিন প্রবেশ করানোর পর “Press Here” তে ক্লিক করুন।
- পঞ্চম ধাপ: এরপর ক্লিক করুন “Withdrawal”-এই অপশনে।
- ষষ্ঠ ধাপ: যদি আপনার স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে “Savings Account” এই বিকল্পটিতে ক্লিক করতে হবে।
- সপ্তম ধাপ: এরপর আপনি যতটা পরিমাণ টাকা তুলতে চান, তার পরিমাণ উল্লেখ করুন এবং “Yes”-এই অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তাহলেই দেখবেন আপনার টাকা বেরিয়ে এসেছে।