SBI Bank – এবার রবিবারেও খোলা থাকছে ব্যাংক! পরিবর্তে কোন দিন বন্ধ থাকছে জেনে নিন।

সম্প্রতি একটি গুরুতপূর্ণ খবর ঘোষণা করল দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক SBI Bank. এখন প্রায় সকলেরই অন্তত একটা করে আকাউন্ট স্টেট ব্যাংকে আছে। স্টেট ব্যাংকে বই করার একটি বড় কারন হল এটি সরকারি ব্যাংক এখানে জিরো ব্যালেন্সে বই করার সুবিধা আছে এবং যথাযথ সিকিউরিটি ব্যবস্থাও আছে। SBI Bank এর নিজস্ব অ্যাপ বা অনলাইনে লেনদেনের ব্যবস্থা আছে। তবুও এক বিশেষ সংখ্যালঘু জনসাধারণ আধুনিক এই টেকনোলোজি সম্পর্কে অবগত নন বা এর ব্যবহারে ঘাবড়ে জান।

SBI Bank New Rule

সুতরাং তারা যেকোনো কাজ ব্যাংক মারফৎ করে থাকেন। অনেকেই আছেন যারা আবার অনলাইনে জালিয়াতির ভয়ে ব্যাংকে গিয়ে লেনদেন করাকেই শ্রেয় বলে মনে করেন। এমনও কিছু কাজ আছে যা ব্যাংকে না গেলে হয়না তখনও কিন্তু আমাদের ব্যাংকের প্রয়োজন হয়। তবে দেশের বেশিরভাগ মানুষই চাকুরিজীবী, তাদের ছুটি থাকে রবিবার করে। নিয়ম অনুযায়ী প্রত্যেক রবিবার করে ব্যাংক বন্ধ থাকার দরুন সমস্যায় পড়তে হয় সকলকে।

একাধিক পদে উচ্চ বেতনে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

তবে এই সমস্যার সমাধান করতে এখন রবিবার করেও খোলা থাকবে SBI Bank। আগে মাসের প্রত্যেক রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার করে বন্ধ থাকতো ব্যাংক সার্ভিস। তবে এবার থেকে রবিবারের বদলে শুক্রবার করে ছুটি থাকবে ব্যাংক। এছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে যে ছুটিটা কর্মচারীরা পেতেন তা একই থাকছে। ব্যাংকের সার্ভিস দেওয়ার টাইমেও হবেনা কোনো বদল।

গোবন্ডিতে স্টেট ব্যাংকের একটি শাখা আছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল উত্তর-পূর্ব উপনগর গোবন্ডি এবং তার আশেপাশের স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে সুবিধা প্রদান করা। এই সপ্তাহে শাখা প্রাঙ্গনে একটি নোটিশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় মানুষ খুশি। এসবিআই-এর উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

হঠাৎ টাকার প্রয়োজন? মাত্র 5 মিনিটে টাকা পাবেন, সাহায্য করছে এই ব্যাংক

সকাল 10 টা থেকে সন্ধ্যা 4 টে পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। SBI এর গোবন্ডি শাখা গত বছরের 1th ডিসেম্বর থেকে নতুন সাপ্তাহিক ছুটির দিন চালু করবে। শহর ও দেশের অন্য কিছু অংশে কিছু অন্যান্য ব্যাংকের শাখা ও রবিবার আধা দিনের জন্য কাজ করে। এতে যারা সপ্তাহে কোনো দিন ব্যাংকে যাওয়ার সুযোগ পান না তারা রবিবারে ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারবে।

Leave a Comment