SBI Fixed Deposit – সুদের হার বাড়লো! কত দিনের জন্য কত টাকা রাখলে পাবেন ভালো রিটার্ন?

বিনিয়োগের জন্য রয়েছে একাধিক বিকল্প, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফিক্সড ডিপোজিট এবং তার জন্য SBI Fixed Deposit এ বেশির ভাগ মানুষ ভরসা করেন। ভবিষ্যৎ ভাবনা ভেবে বিনিয়োগের পরিকল্পনা অনেকেই করে থাকেন। কেউ বেছে নেয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, কেউ বা এলআইসি আবার কেউ বা ব্যাঙ্কে ইনভেস্ট করতে পছন্দ করেন। অন্যান্য স্কিমের থেকে এফডি থেকে বেশি টাকা রিটার্ন পাওয়া যায়। উচ্চ রিটার্নের পাশাপাশি এখানে অর্থ বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিহীনও বটে।

SBI Fixed Deposit

ভারতের বিভিন্ন ব্যাঙ্ক এফডি অফার করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এসবিআই এফডি স্কিম। এসবিআই এফডি-র ক্ষেত্রে অনন্যা ব্যাঙ্কের তুলনায় বেশি পরিমানে সুদ থাকে থাকে। আর এসবিআই এফডি মার্কেট লিঙ্কড না হওয়ার কারণে ঝুঁকি নেয়। সম্প্রতি SBI Fixed Deposit-এর ক্ষেত্রে সুদের পরিমান বাড়িয়েছে।

নতুন সুদের হার অনুযায়ী এফডি-র উপর ৩.৫ শতাংশ থেকে ৬.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার আরো বেশি পাওয়া যায়। SBI Fixed Deposit এ সর্বনিম্ন ৭ দিন থেকে ৫ বছরের জন্য অর্থ ফিক্সড ডিপোজিট করা যায়। বিভিন্ন মেয়াদের উপর সুদের হার আলাদা আলাদা।

এবার প্রশ্ন হলো, কোনো গ্রাহক এসবিআই এফডি-তে ৫ লক্ষ টাকা জমা করতে চাইলে, কোন মেয়দে কত টাকা রিটার্ন পাওয়া যাবে? আসুন সে বিষয়টা একটু জেনে নেওয়া যাক। গত ২৭ শে ডিসেম্বর ‘২৩ তারিখে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এফডি-র সুদের হার বৃদ্ধি করেছে ০.৫০ শতাংশ। ২ কোটি টাকার কম ডিপোজিটের উপর এই সুদের হার বাড়ানো হয়েছে।

তবে ১ থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম, ৩ বছর থেকে ৫ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত সুদের হাড়ের কোনো পরিবর্তন করা হয়নি। এসবিআই এফডিতে এক বছর, দুই বছর, তিন বছর এবং পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যাবে?

মাত্র 200 টাকা বিনিয়োগ করে এককালীন 28 লক্ষ টাকা ও 15 হাজার টাকা পেনশন পান।

১) ১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য SBI Fixed Deposit-এ বিনিয়োগ করলে ৬.৮০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এখানে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ৫৩৪৮৭৬ টাকা রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ এক বছরে সুদ থেকে আয় করবেন ৩৪৮৭৬ টাকা।

২) ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য ৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে ৫,৭৪,৪৪০ টাকা। সুদ বাবদ পাচ্ছেন ৭৪৪৪০ টাকা। ৭ শতাংশ হারে এই সুদ দেওয়া হবে।

৩) ৩ বছরের জন্য কোনো ব্যাক্তি এসবিআই-র এফডিতে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন ১,১১,১৯৬ টাকা। আগে এই মেয়াদে ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যেত। সুদের হার বৃদ্ধি হওয়ার ফলে এবারে ৫ লক্ষ টাকার বিনিয়োগে ৪৪৯৩ টাকা বেশি সুদ পাওয়া যাচ্ছে।

৪) SBI Fixed Deposit-এ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে ৬.৫০ শতাংশ সুদের হারে মোট ৬,৯০,২০৯ টাকা রিটার্ন পাওয়া যাবে।

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

উল্লেখ্য, উক্ত মেয়াদগুলি সাধারণ সুদের হার অনুযায়ী দেখানো হয়েছে। সিনিয়র সিটিজেনরা এর থেকে আরো বেশি সুদের হার পেয়ে থাকেন। অর্থাৎ একই মেয়াদের একই পরিমান অর্থ দিয়ে সিনিয়র সিতিজেনরা বেশি পরিমান অর্থ পাবেন। বিশেষত বিষয় হলো, আয়কর ধারা ৮০সি অনুযায়ী, এসবিআই এফডি-র উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যাবে।

Leave a Comment