বর্তমানে মানুষ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। সবাই চান পরিশ্রমের টাকা বিনিয়োগ করে দ্বিগুণ অর্থে ফেরত পেতে। বর্তমানে বিনিয়োগ করার জন্য একাধিক সরকারি ও বেসরকারি স্কিম আছে। তার মধ্যে থেকে পছন্দসই স্কিমে টাকা ইনভেস্ট করে দারুণ রিটার্ন পাওয়ার খোঁজেই থাকেন মানুষ।
কিন্তু এই প্রক্রিয়া অতটাও সহজ নয়। ঠিকভাবে বুঝে শুনে তবেই ইনভেস্ট করতে হবে। ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাংকের তরফে নয়া একটি বিনিয়োগ স্কিম চালু করা হয়েছে (SBI MIS Calculator)। যেখানে আপনি বিনিয়োগ করলে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পাবেন।
স্টেট ব্যাংকের এই স্কিমে (SBI MIS Calculator) টাকা কিভাবে বিনিয়োগ করতে হবে, স্কিমের সুদের হার কত এই সবটা নিয়েই আজ আমরা আলোচনা করব। স্টেট ব্যাংকের এসবিআই এমআইএস ক্যালকুলেটর (SBI MIS Calculator) সম্পর্কে জেনে নেওয়া যাক।
SBI MIS CALCULATOR 2024
ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের নানান লাভজনক স্কিম অফার করে থাকে। প্রত্যেকটি প্রকল্প নানান ভাবে সুদ প্রদান করে থাকে। ভারতের লাখ লাখ গ্রাহক স্টেট ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট খুলেছেন। বেশি সুদ এবং নির্ভরশীলতার কারণে অনেকেরই পছন্দ স্টেট ব্যাংকের বিনিয়োগ স্কিম। মিউচুয়াল ফান্ড ও অন্যান্য অল্প সময় টাকা দ্বিগুণের স্কিম বাজারে চালু থাকলেও জনসাধারণ এখনো ভরসা করেন ব্যাংক কিংবা পোস্ট অফিসে টাকা জমানো প্রক্রিয়ায়।
এখানে সবচেয়ে বড় কারণ হল টাকার নির্ভরশীলতা। আর সেই কারণেই স্টেট ব্যাংকের তরফে গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক একটি ইনভেস্টমেন্ট স্কিম চালু করা হয়েছে। এসবিআই এমআইএস ক্যালকুলেটর (SBI MIS Calculator) গত কয়েক বছরের রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে। আপনিও চাইছেন এখানে টাকা ইনভেস্ট করতে? তাহলে জেনে নিন এই প্রতিবেদন আপনার জন্যই। অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।
বর্তমানে গ্রাহক ব্যাংকের তরফে যে সমস্ত সঞ্চয়ী প্রকল্পগুলির লাভ গ্রহণ করে থাকেন সেগুলি কম ও দীর্ঘ উভয় সময় মেয়াদেরই হয়ে থাকে। ভালো রিটার্নের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিটের মত স্কিমগুলি। এছাড়াও ভালো রিটার্নের স্কিমের অভাব তো নেই।
রেকারিং ডিপোজিট ও ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য ব্যাংকের তরফে মোটামুটি ৪-৬% সুদ অফার করা হয়। তবে এসবের মধ্যে স্টেট ব্যাংকের এম আইএস ক্যালকুলেটর (SBI MIS Calculator) স্কিমটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই আপনিও এখানে টাকা ইনভেস্ট করে প্রতিমাসে ভালো লাভ করতে পারেন।
স্টেট ব্যাঙ্কের এই স্কিমটি গ্যারান্টি ইনকাম দেয় প্রতিমাসে। নিঃসন্দেহে আপনিও এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। যদিও অনেকেই আছেন যারা এই স্কিম সম্পর্কে জানেন না। তাই আপনাদের জানানোর জন্য স্টেট ব্যাংকের স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।
SBI Annuity Diposit Scheme 2024
ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর এই স্কিমে বিনিয়োগ করলে কোনো একজন গ্রাহক প্রতিমাসে পেয়ে যাবেন নূন্যতম ১০০০ টাকা। তবে এই স্কিমে কিন্তু টাকা ফিক্সড করে দিতে হবে। আবার এই স্কিমে টাকা বিনিয়োগের ক্ষেত্রে কোন সর্বোচ্চ লিমিট নেই।
অর্থাৎ আপনি যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি ৬০০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১,০০০ টাকা প্রতিমাসে নিশ্চিত। আর যদি আপনি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে ১০,০০০ টাকা করে পাবেন। তাহলে বুঝতেই পারছেন এই স্কিম কতটা লাভ জনক হতে চলেছে।
তবে মনে রাখবেন, স্টেট ব্যাংকের এই স্কিমে কিন্তু বিনিয়োগের সময় অনুযায়ী সুদের হার পরিবর্তিত হয়। যেটা আদলে আপনার প্রত্যেক মাসে পাওয়া টাকার অঙ্ককে নির্ধারণ করবে। সাধারণত একটি হিসেব বলছে, ২-৩ বছরের বিনিয়োগের ক্ষেত্রে ৭% সুদ, ও ৫-১০ বছর বিনিয়োগ করলে ৬.৫% সুদ পাবেন গ্রাহক। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ অবশ্যই কিছুটা বেশি। মোটামুটি বলা যায় প্রায় ০.৫০% বেশি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে মিলবে ৭.৫% এবং দ্বিতীয় ক্ষেত্রে মিলবে ৭% হরে সুদ মিলবে।
প্রতিমাসে কত টাকা রিটার্ন পাবেন?
স্টেট ব্যাংকের এই স্কিমে একজন ব্যক্তিগত কত টাকা রিটার্ন পাবেন, সেটা নির্ভর করছে সময় ও বিনিয়োগের রাশির ওপর। যদি একজন ব্যক্তি ১০ লাখ টাকা আগামী ২ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতিমাসে ৭% হারে ৫৮৩৩ টাকা করে পাবেন। আর সমপরিমাণ টাকা যদি সমাজের কোনো প্রবীণ নাগরিক বিনিয়োগ করেন তাহলে তিনি বেশি হারে ৭.৫% হারে সুদ পাওয়ার কারণে ৬২৫০ টাকা পাবেন প্রত্যেক মাসে।