ভারতীয় জনসাধারণের জন্য রেশন কার্ড অতি (Ration Card) গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের জনসাধারণ এই ডকুমেন্টকে গুরুত্বপূর্ণ মান্যতা দেয়। সরকারের তরফে বিভিন্ন সাহায্য মেলে রেশন কার্ড থাকলে (Ration Card)। সাধারণ মানুষের সুবিধার্থে এই রেশন কার্ড (Ration Card) নিয়ে মাঝেমধ্যেই নানান ঘোষণা ও সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
সম্প্রতি রেশন কার্ড (Ration Card) নিয়ে একটি বড় সিদ্ধান্ত সামনে এল। এই সিদ্ধান্ত কার্যকর হলে উপকৃত হবেন নয় কোটি রেশন গ্রাহক। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কি পদক্ষেপ নিল?আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ জানতে গোটা প্রতিবেদনটি পড়ে নিন।
Ration Card নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত!
বর্তমানে পশ্চিমবঙ্গের জনসাধারণ রেশন কার্ডের (Ration Card)-এর মাধ্যমে খাদ্যশস্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করা ছাড়াও প্রকল্পের সুবিধাগুলি পেয়ে থাকেন। রেশন কার্ডকে ধরা হয় অতি প্রয়োজনীয় একটি নথি হিসেবে। পশ্চিমবঙ্গ সরকার মাঝেমধ্যেই রেশন কার্ড (Ration Card) সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। আর চলতি বছর ঠিক তেমনি একটি পদক্ষেপ নেওয়া হল। এই নতুন পদক্ষেপের দ্বারা বাংলার নয় কোটি রেশন গ্রাহক উপকৃত হবেন। সাধারণ মানুষ পাবে আরো সুবিধা। আর তার জন্য সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে। আসুন সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমানে প্রত্যেকটি রেশন কার্ড (Ration Card) ডিজিটাল করা হয়েছে। বা বলা ভালো ডিজিটাল রেশন কার্ড (Ration Card) চালু হয়েছে রাজ্যে। তিনটি রেশন কার্ডের তথ্যাবলী আপডেট করার ক্ষেত্রে মানুষকে অনেক বেশি ঝক্কি পোহাতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
রেশন কার্ডের তথ্যগুলি যেমন নাম, ঠিকানা অনেক সময় ভুল থাকে অথবা ঠিকানা পরিবর্তন সংক্রান্ত ক্ষেত্রে রেশন কার্ডের এড্রেস বদল জরুরি। কিন্তু সাধারণ মানুষকে যে সমস্যা পোহাতে হচ্ছে তার জন্য অসন্তুষ্ট বঙ্গবাসী। এবার সেসব অতীত। রেশন কার্ড আপডেটের ক্ষেত্রে বড় পদক্ষেপ গৃহীত হলো। আপনার রেশন কার্ডে নাম, বয়স ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে আর বিশেষ ছোটাছুটি করতে হবে না।
পর পর তিনদিন 5000 টাকা কমলো সোনার দাম। আগামী সপ্তাহে সোনার সম্ভাব্য দাম জেনে নিন
Ration Card Update | রেশন কার্ড আপডেট
আগে রেশন কার্ডের তথ্য আপডেট করার জন্য সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করতে হতো। কিন্তু এবার থেকে সেসব আর কিছু করতে হবে না। বাড়িতে বসে কম্পিউটারে রেশন কার্ডের তথ্য আপডেট করে নেওয়া যাবে। ভীষণ সহজ পদ্ধতিতে অতি সহজেই এবার তথ্য আপডেট করা যাবে। আর এই বিষয়ে সম্প্রতি জানিয়েছেন খাদ্য মন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভা জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানান, সারা দেশের মধ্যে এই প্রথম বাংলায় এই ব্যবস্থা চালু হয়েছে।
এখন থেকে যদি কোনও গ্রাহকের তথ্য তথা রেশন কার্ডে নাম, ঠিকানা ইত্যাদি ভুল থাকে অথবা পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সংশোধনের জন্য রেশন দফতরের যে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তথ্য আপডেট করে নেওয়া যাবে।ইতোমধ্যেই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। বাড়িতে বসেই খুব সহজে এই পদ্ধতি অনুসরণ করে তথ্য আপডেট করে নেওয়া যাবে। খাদ্য দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত ২২ লক্ষ মানুষ রেশন কার্ড সম্পর্কিত সুবিধাগুলি পাচ্ছেন। বলা হচ্ছে একে রেশন কার্ডের ‘সেলফ সার্ভিস’।
বাংলার রেশন ব্যবস্থায় চালু হলো নতুন পদ্ধতি! দুর্নীতি রুখতে রাতারাতি কড়া অ্যাকশন সরকারের
Ration Card -এর বাড়ছে আরো সুবিধা!
সাধারণত গ্রাহকদের হয়রানি কমাতেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বাংলায় চালু হল এই সুবিধা। সাধারণ মানুষ এবার ঘরে বসেই বিভিন্ন সুবিধা হাতের মুঠোয় পাবেন। তবে শুধুই রেশন কার্ডের তথ্য আপডেট করা নয়, একইসঙ্গে মিলবে আরো একগুচ্ছ সুবিধা। কি কি সুবিধা পাবেন? এক নজরে জেনে নিন।
- আপনি যদি চান একজন রেশন ডিলারের পরিবর্তে অন্য রেশন ডিলারের থেকে সামগ্রী নেবেন, তার জন্যেও অনলাইনে এপ্লিকেশন জমা করা যাবে।
- অনেকে আছেন যারা রেশন দোকানে গিয়ে সামগ্রী নেন না। তারা চান রেশন কার্ড সারেন্ডার করতে। এবার অনলাইনে ফর্ম ফিল আপ করলে সেটাও হয়ে যাবে।
- একজন রেশন কার্ড গ্রাহক যদি চান মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন, সেটিও এবার খুব সহজে করা যাবে। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাবে। ডি লিংক করা যাবে।
- রেশন কার্ডের মাধ্যমে যদি আপনারা ফুড-গ্রেইন নিতে না চান, তাহলে অনলাইনে ‘সিটি কার্ডে’ পরিবর্তন করে সেটি করা যাবে।