Sim Card Rule 2024: একজন ব্যক্তি কতগুলি সিম সর্বোচ্চ নিতে পারবেন? অতিরিক্ত সিম নিলে কি হবে? নতুন নিয়ম জেনে নিন

দিন দিন বাড়ছে মোবাইলে ফোন ব্যবহারকারীর সংখ্যা। প্রত্যেকের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। আর স্মার্টফোন থাকা মানেই সেটি পরিচালনা করার জন্য সিমকার্ড থাকতে হবে (Sim Card)। সিম কার্ড (Sim Card) ছাড়া একটি ফোন কার্যত অচল। কথা বলা, ইন্টারনেট ব্যবহার, মেসেজ পাঠানো, প্রত্যেক ক্ষেত্রেই সিম কার্ড (Sim Card) প্রয়োজনীয়। তবে সিমকার্ড (Sim Card) নেওয়ার আগে অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হবে।

তা না হলে পরবর্তীতে গিয়ে বিপদ হবে (Sim Card)। কোনো একজন ব্যক্তি সর্বোচ্চ কতগুলি সিম কার্ড (Sim Card) নিতে পারেন? নির্দিষ্ট সীমার চাইতে বেশি সিম কার্ড (Sim Card) নিলে কি হবে? সিম কার্ড (Sim Card) সংক্রান্ত সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই আপনি মন দিয়ে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন। এতে আখেরে লাভ হবে আপনারই।

Electricity Bill 2024: আর চিন্তা নেই! এই ছয়টি উপায় মানলেই কমবে বিদ্যুতের বিল। জেনে নিন সিক্রেট

Sim Card Rule 2024

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, একজন ব্যক্তির নামে অনেকগুলি সিম (Sim Card) তোলা থাকে। পরে এই বিষয়গুলি নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তাই আগের থেকেই সিম কার্ড (Sim Card) সংক্রান্ত নিয়মগুলি জানতে হবে। একজন ব্যক্তির সর্বোচ্চ সিম কার্ড তোলার সীমা, এবং তার চেয়ে বেশি সিম কার্ড নিলে কি হবে সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া দরকার। এবার যদি আপনার নামে একাধিক সিম তোলা থাকে, তাহলে অবশ্যই এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের জনসাধারণের জন্য সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) বেশ কিছু নিয়ম জারি করেছে। যেগুলি সম্পর্কে অবশ্যই আপনার জানা দরকার। ভারতবর্ষের টেলিকম দপ্তর তথা (TRAI)-এর তরফে জানানো হয়েছে, যদি একজন ব্যক্তির নামে অনেকগুলি সিম থাকে, তাহলে সেটি ব্যক্তির জন্য সমস্যার কারণ হবে। এর পাশাপাশি সিম কার্ড সংক্রান্ত বিষয়ে টেলিকম দপ্তর যে যে নিয়ম কানুন জারি করেছে, সেগুলির বিষয় এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হলো। আসুন সিম কার্ড সম্পর্কিত নিয়মগুলি একে একে জেনে নেওয়া যাক। আপনি কতগুলো সিমকার্ড নিতে পারবেন?

একজন সিম কার্ড গ্রাহককে জানা দরকার তিনি যে স্থানে বসবাস করেন, সেই স্থানের নিয়মানুসারে সিম কার্ড গ্রহণ নির্ভর করে। অর্থাৎ রাজ্য বিশেষে এই বিষয়টি নির্ভর করে আপনি কতগুলি সিম কার্ড দিতে পারেন। ভারতবর্ষের যে অঞ্চল থেকে সিম কেনা হচ্ছে সিম গ্রহণের পরিমাণ তার উপর নির্ভর করে থাকে। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর তরফে জানানো হয়েছে যে, আপনি আপনার নামে সবমিলিয়ে নয়টি মোবাইল নম্বর অথবা সিম কার্ড রাখতে পারবেন।

আপনার সিম কার্ডের সংখ্যা এবং মোবাইল নম্বর মিলিয়ে মোট নয়টি নম্বর আপনার নামে থাকতে পারে। আবার জানা যায়, ভারতের উত্তরের বাসিন্দারা অর্থাৎ জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্যগুলি আসাম এবং নর্থ-ইস্ট লাইসেন্স সার্ভিস এরিয়ায় (এলএসএ)-এ সর্বোচ্চ সিম কেনার সীমা হলো ৬ টি। ওই অঞ্চলের মানুষরা সর্বোচ্চ ছয়টি সিম কিনতে পারবেন ও ছয়টি নম্বর ব্যবহার করতে পারবেন।

Jio: চমকে দিল জিও! মাত্র 51 টাকায় রিচার্জ শুরু! 200 টাকারও কম দামে আনলিমিটেড 5G! তুমুল জনপ্রিয় তিনটি প্ল্যান সম্পর্কে জানুন

অতিরিক্ত সিম নিলে কি সমস্যা হবে?

যদি একজন ব্যক্তি তাঁর নির্ধারিত সীমার চাইতে বেশি বেশি সিম কার্ড নিলে তাঁকে নতুন টেলিকম আইনের আওতায় শাস্তির মুখে পড়তে হবে। সূত্রের খবর, প্রথম বার তার সীমার চাইতে সিম কার্ড তোলার জন্য সেই ব্যক্তিকে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এরপর একই অপরাধ করলে সেই ব্যক্তির জরিমানা হতে পারে ২ লাখ টাকা পর্যন্ত।

ভারতের নতুন টেলিকম আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি জালিয়াতি, প্রতারণা বা ব্যক্তির পরিচয় নিয়ে ভুলভাবে উপস্থাপন করেন ও সিম কার্ড নেন তবে তাঁর ৩ বছর পর্যন্ত কারাদণ্ড শাস্তি অথবা ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তির জরিমানাহতে পারে। আবার উভয় দণ্ডে দণ্ডিত করাও হতে পারে ব্যক্তিকে।

আপনার নামে কতগুলি সিম কার্ড আছে জানবেন কিভাবে?

আপনার নামে সর্বোচ্চ কতগুলো সিম কার্ড আছে এটি জানার জন্য আপনাকে ভিজিট করতে হবে ‘সঞ্চারসাথি‘ অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর এখানে নিজের মোবাইল নম্বরটি দিয়ে ক্যাপচা কোড ফিল করতে হবে। আপনার মোবাইলে আসা ওটিপিটি লিখতে হবে। তারপর একটি নতুন পেজ ওপেন হবে। আপনার আধার নম্বর এর সঙ্গে সংযুক্ত থাকা সিম কার্ডের সংখ্যা আপনি দেখে নিতে পারবেন।