ছাত্র-ছাত্রীদের জন্য সরকার ছাড়াও বেসরকারি সংস্থার তরফে স্কলারশিপের (Scholarship) বন্দোবস্ত করা হয়। বিশেষ করে যে সকল ছাত্র-ছাত্রীরা মেধাবী অথচ আর্থিক প্রতিবন্ধকতার জন্য নিজেদের স্বপ্ন পূরণ করতে পারছেন না, উচ্চশিক্ষা গ্রহণের পথে বাধা সৃষ্টি হচ্ছে, সেই সকল পড়ুয়াদের জন্য সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করা হয়। আজকে আমরা জেনে নেব সীতারাম জিন্দাল স্কলারশিপ সম্পর্কে (Sitaram Jindal Scholarship) যাবতীয় তথ্য। আশা করা যায় এই প্রতিবেদন ছাত্র-ছাত্রীদের জন্য অনেক বেশি উপকারী হবে।
স্টেট ব্যাঙ্ক স্কলারশিপে প্রত্যেক ছাত্র-ছাত্রী পাবেন 10,000 টাকা! অনলাইনে সাবমিট করুন আবেদন
Sitaram Jindal Scholarship 2024
বেঙ্গালুরুর একটি ট্রাস্ট সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফে প্রতিবছর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত করা হয়। প্রত্যেক বছর ১২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের এই ফাউন্ডেশন স্কলারশিপ প্রদান করে থাকে। তবে বিভিন্ন কোর্সের ভিত্তিতে টাকার অঙ্কটা আলাদা হতে পারে (Sitaram Jindal Scholarship) একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পান। স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। তবে এই স্কলারশিপের আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এসসি/এসটি পড়ুয়াদের জন্য বিশেষ মেরিট স্কলারশিপ! প্রতিমাসে মিলবে ৮০০ টাকা! বিস্তারিত জানুন
Sitaram Jindal Scholarship Eligibility
প্রত্যেকটি বৃত্তি প্রকল্পের মতই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদন যোগ্যতা রয়েছে। নির্দিষ্ট কিছু মানদন্ড ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে বৃত্তি প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে জেনে নেওয়া যাক।
- ১) প্রথমত: এই স্কলারশিপের আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- ২) আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। ও প্রার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে থাকতে হবে।
- ৩) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম।
- ৪) এর পাশাপাশি,আবেদনকারী পড়ুয়া যদি ছাত্র হন, তাহলে সর্বশেষ পরীক্ষায় তাঁর নূন্যতম ৬৫% নম্বর থাকতে হবে। আর যদি তিনি ছাত্রী হন, তাহলে সর্বশেষ পরীক্ষায় তাঁর নম্বর হতে হবে ৬০%।
Sitaram Jindal Scholarship Documents
সীতারাম জিন্দাল স্কলারশীপে আবেদনকারী পড়ুয়াদের যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হল-
- ১) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
- ২) সর্বশেষ পরীক্ষার মার্কশিট
- ৩) আবেদনকারী ছাত্র-ছাত্রীর পারিবারিক আয়ের সার্টিফিকেট
- ৪) আবেদনকারী ছাত্র ছাত্রীর নতুন কোর্স ভর্তির প্রমাণ, পেমেন্টের রশিদ
- ৫) পড়ুয়া যদি হোস্টেলে থাকেন তাহলে সে হোস্টেল ওয়ার্ডেনের বা বাড়ি মালিকের শংসাপত্র
- ৬) পাশাপাশি, আবেদনকারী পড়ুয়ার শারীরিক অক্ষমতা থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেট
- ৭) এছাড়া, জাতিগত শংসাপত্র যদি থাকে তা সাবমিট করতে হবে।
Sitaram Jindal Scholarship Application
- ১) এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইটে।
- ২) এরপর সেখানে ডান দিকে থাকা ‘Apply for Scholarship’ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করুন ‘Download Application & Annexures’ এ।
- ৩) এখানে ক্লিক করলেই ফর্মটি দেখতে পেয়ে যাবেন।
- ৪) এবার এই ফর্মটিকে ডাউনলোড করে নিন ও সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন।
- ৫) এরপর ফর্ম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে Attested করিয়ে নিন। একইসাথে রেডি করুন প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স।
- ৬) এবার সবটা একজোট করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন সেটি হল- (The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073).