এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় মোড় বদল।আদালতে জামা পড়ল অযোগ্যদের নাম (SSC Scam)। ২৬ হাজার চাকরির বাতিল মামলায় (SSC Scam) বড়সড় আপডেট সামনে এল। অবশেষে স্ক্রুটিনি করে প্রার্থীদের লিস্ট জমা দিল স্কুল সার্ভিস কমিশন (SSC Scam)। জমা পড়া তালিকার খবর বলছে, মোট চারটি ক্যাটেগরি মিলিয়ে অযোগ্য চাকরির সংখ্যা ১২১২। এসএসসি তরফে জানানো হয়েছে, ১২১২ টি চাকরির কোনো টি সুপারিশ করেনি স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই খবর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
SSC Scam: আদালতে জমা পড়ল তালিকা!
আদালতে চলছে স্কুল সার্ভিস কমিশনের মামলা। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছে।চাকরিপ্রার্থীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন মামলার রায় শোনার জন্য। এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) একের পর এক পর্দাফাঁস হয়েই চলেছে। সুপ্রিম কোর্টের মামলার দিকে তাকিয়ে চাকরি পাওয়া প্রার্থীরা একই সাথে চাকরিপ্রার্থীরাও।
দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন বিক্ষোভ করছেন। মামলার রায় শোনার অপেক্ষায় কার্যত দিন কাটছে তাঁদের। এর আগে স্কুল সার্ভিস কমিশন (SSC Scam) মামলা প্রসঙ্গে জানায়, আদালতে অযোগ্যদের তালিকা জমা করবে এসএসসি। স্ক্রুটিনির পর এই সকল প্রার্থীদের তালিকা জমা করা হবে।
এসএসসির তরফে জারি করা এই তালিকা অবশেষে জমা পড়ল শীর্ষ আদালতে। এই তালিকায় রয়েছে মোট ১২১২ জনের নাম। এতজন প্রার্থীর নাম ও রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল এসএসসি (SSC)। অযোগ্যদের তালিকাটি আদালতে পেশ করে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে তা গ্রহণ করার আবেদন জানায়। তবে, এখনো পর্যন্ত ওএমআর কারচুপি অথবা বিকৃতি সংক্রান্ত কোনও তথ্য দিল না SSC।
সরকারি কর্মীদের জন্য সুখবর! ‘অ্যাপ্রেসাল’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর! পুজোর আগে খুশির জোয়ার
SSC Scam: আদালতে জমা পড়া তালিকা
স্কুল সার্ভিস কমিশন আদালতে যে তালিকা জমা দিয়েছে সেই তালিকার বিবরণের দিকে এবার নজর দেওয়া যাক। এক নজরে দেখে নেওয়া যাক এসএসসির তরফে জমা দেওয়া তালিকায় কি কি তথ্য রয়েছে।
গ্রুপ সি থেকে অযোগ্যদের সংখ্যা ৩৮১, গ্রুপ সি থেকে ১৩২ র্যাঙ্ক জাম্প এবং প্যানেলের বাইরে রয়েছে ২৪৯ জন। গ্রুপ ডি থাকে অযোগ্যদের সংখ্যা ৬০৮, গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প সংখ্যা ২৩৭ এবং গ্রুপ ডি প্যানেলের বাইরে রয়েছে ৩৭১ জন। নবম-দশম শ্রেণীর অযোগ্যদের সংখ্যা ১৮৫, নবম-দশম র্যাঙ্ক জাম্প ৭৪ এবং প্যানেলের বাইরে ১১১ জন। একাদশ -দ্বাদশ শ্রেণীর অযোগ্যদের সংখ্যা ৩৮ জন একাদশ-দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প ২০ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর প্যানেলের বাইরে ১৮ জন আছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির পাশাপাশি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। আরো একটি বিষয় অবশ্যই জেনে নেওয়া জরুরী, ওই ২৬ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক নবম-দশম শ্রেণীর (IX-X) পদে যোগ্য চাকরির সংখ্যা হল ১৩০৫৬। আবার সহকারী শিক্ষক একাদশ-দ্বাদশ শ্রেণীর (XI-XII) পদে যোগ্য চাকরি পাওয়াদের সংখ্যা ৫৭৫৭। এর পাশাপাশি, ক্লার্ক পদের যোগ্য চাকরির সংখ্যা ২৪৮৪। এবং গ্রুপ ডি পদে যোগ্য চাকরির সংখ্যা হল ৪৫৪৭ টি।