স্টেট ব্যাঙ্কে ৮ হাজার ক্লার্ক নিয়োগ। আবেদন শুরু হয়েছে গতকাল থেকে, বেতন ২৫০০০ টাকা।

দারুন খুশির খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের স্টেট ব্যাঙ্কে (State Bank of India) চাকরি করার স্বপ্ন রয়েছে। ভারতের সর্ববৃহৎ ব্যাংক State Bank of India তে প্রায় ৮০০০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৮২৮৩ জন কর্মী নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে।

Indian State Bank of India Recruitment.

স্টেট ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে পারবেন সারা ভারতবর্ষের চাকরি প্রার্থীরা। নারী ও পুরুষ সকলেই আবেদন করতে পারবে। ১৭.১১.২০২৩ থেকে ০৭.১২.২০২৩ তারিখ পর্যন্ত এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন করবেন কিভাবে? আবেদনের যোগ্যতা সহ সমস্ত কিছু বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ুন এই প্রতিবেদনটি।

পদের নাম:
State Bank of India Clerks Recruitment.
বয়স :
যে সকল প্রার্থী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

বেতন :
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে পদগুলিতে প্রার্থীরা চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫০০০ টাকা শিক্ষাগত যোগ্যতা :
যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে। এছাড়া, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবে। সাথে ইন্ট্রিগ্রেটেড ডুয়াল সার্টিফিকেট থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:
যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে আবেদন জানাতে হলে রেডি করে রাখতে হবে সেগুলি হল-
1. চাকরিপ্রার্থী নিজস্ব সিগনেচার
2. সেলফ ডিক্লারেশন কাস্ট সার্টিফিকেট যদি থাকে
3. আধার কার্ড অথবা ভোটার কার্ড
4. বয়সের প্রমাণপত্র
5. পাসপোর্ট সাইজের ফটোকপি
6. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

যুবশ্রী প্রকল্প অতীত, এবার বেকার ছেলে মেয়েরা ঘরে বসেই পাবেন 2500 টাকা। সরকারের এই নতুন প্রকল্পে।

State Bank of India এ অনলাইনে কীভাবে আবেদন করবেন?
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট বা www.sbi.co.in এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে পৌঁছাতে হবে। তারপর কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন লিঙ্ক-এ ক্লিক করুন৷ এবার শূন্যস্থানে নিজের তথ্য পূরণ করে নিজের নাম রেজিস্টার করুন৷

তারপর নিজের আইডি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আসার পর বিস্তারিত পড়ে দেখুন। ডাউনলোড করার অপশন থাকলে ডাউনলোড করুন৷ এরপর নিজেদের ব্যক্তিগত তথ্য, পড়াশোনার তথ্য-সহ বাকি কিছু ফিলআপ করুন৷ এরপর নিজের ছবি, সব ডকুমেন্টস, সিগনেচার স্ক্যান করে আপলোড করুন। এরপর জমা করুন অ্যাপ্লিকেশন ফি৷ আবেদন করা হয়ে গেলে পেজটি সেভ করে রেখে দিন ও একটা হার্ড কপি বের করে নিন৷ (SBI)

বহুদিন পর রাজ্যে আশা কর্মী ও হেল্পার নিয়োগ। নিজের জেলাতেই হবে চাকরি।

নির্বাচন প্রক্রিয়া :
যে সকল প্রার্থী আবেদন করবে তাদের প্রথমে প্রিলিমিনারি টেস্ট তারপর লিখিত পরীক্ষা ও সবশেষে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
পরীক্ষার কেন্দ্র :
এখানে রাজ্য ভিত্তিক পরীক্ষার সেন্টার বিভিন্ন স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষার সেন্টারগুলি হলো – Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Howrah, Kalyani, Siliguri.

Scroll to Top