পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আগামী জুলাই মাসের শুরুতেই সমগ্র রাজ্যের সরকারি কর্মচারী সহ বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ছাত্রছাত্রীরা টানা ৪ দিনের ছুটি পেতে চলেছেন। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আশায় কি কারণে রাজ্যের ছাত্র-ছাত্রী সহ সরকারি কর্মীরা জুলাই মাসের শুরুতেই টানা ৪ দিনের ছুটি পেতে চলেছেন তা জানতে রীতিমতো উৎসাহী হয়ে উঠেছেন সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। যার কারণে আজকের এই পোস্টে আমরা রাজ্য সরকারের তরফে জারি করা এই নতুন ছুটির বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে, জুলাই মাসের ৮ তারিখ অর্থাৎ ৮ ই জুলাই ২০২৩ তারিখ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর সমগ্র রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত বিষয়গুলি আয়োজনের দায়িত্ব আরোপ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের উপরে। ইতিপূর্বে রাজ্য নির্বাচন কমিশনের তরফে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, আগত জুলাই মাসের শুরুতেই সমগ্র রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রী সহ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ভোটের কারণে ছুটি পেতে চলেছেন। তবে কবে থেকে ছুটি শুরু হতে চলেছে, কতদিন পর্যন্ত ছুটি বহাল থাকবে তা সংক্রান্ত কোনো প্রকার তথ্য রাজ্য নির্বাচন কমিশনের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। যার কারণে পঞ্চায়েত নির্বাচনের হেতু সমগ্র রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতদিন ছুটি থাকতে চলেছে তা নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছিল। আর তাতেই পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত বিষয়গুলিকে সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী ৮ ই জুলাই ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফলত রাজ্যের ২২ টি জেলার যে সমস্ত স্থানগুলিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই সমস্ত স্থানের সরকারি প্রতিষ্ঠানগুলি এনআই অ্যাক্টের অধীনে বন্ধ থাকবে। এর পাশাপাশি নবান্নের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, পঞ্চায়েত ভোটের অধীনস্থ যেকোনো এলাকার সরকারি, সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৮ ই জুলাই ২০২৩ তারিখে ছুটি থাকবে। এর পাশাপাশি রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে কর্মরত কর্মীদের ভোট দেওয়ার জন্যও বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। কর্মসূত্রের প্রয়োজনে যেসকল কর্মীরা নির্দিষ্ট পঞ্চায়েত এলাকার বাইরে রয়েছেন পঞ্চায়েত ভোটের কারণে ৮ ই জুলাই ২০২৩ তারিখে তারাও ছুটি পেতে চলেছেন, এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা এই নতুন নির্দেশিকায়।
আরও পড়ুন:- এই সময় আত্মদীপ স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ভালো পরিমাণ টাকা।
তবে এখানেই শেষ নয়, নবান্নের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি মারফত রাজ্য সরকারি কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, সমগ্র রাজ্যের যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি ৬ তারিখ থেকেই বন্ধ থাকতে চলেছে। মূলত পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত প্রকার প্রস্তুতি গ্রহণের জন্যই এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ৬ তারিখ থেকে বন্ধ করা হচ্ছে। ইতিপূর্বে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জারি করা তথ্যে জানা গিয়েছিল যে, পঞ্চায়েত নির্বাচনের পোলিং স্টেশনের তালিকায় সমগ্র রাজ্যের বহু সংখ্যক সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। ফলত, রাজ্যের বিভিন্ন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পাঠরত ছাত্রছাত্রী এবং নানাবিধ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা আগামী জুলাই মাসের ৬ তারিখ থেকে শুরু করে ৮ তারিখ পর্যন্ত ছুটি পেতে চলেছেন। তবে ৮ জুলাই শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ৯ ই জুলাই রবিবার পড়েছে, যার কারণে সরকারি কর্মী এবং ছাত্রছাত্রীদের ছুটির তালিকায় আরো একটি দিন নতুন করে যোগ হয়েছে। অর্থাৎ আগামী ৬ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু করে ৯ ই জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত একটানা ছুটি পেতে চলেছেন রাজ্যের বিভিন্ন সরকারি ক্ষেত্রে কর্মরত কর্মচারী সহ ছাত্র-ছাত্রীরা।
বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের ভোট প্রদানের সুবিধার খাতিরে বিশেষ ছুটির বন্দোবস্ত করা হলেও বেসরকারি ক্ষেত্রের কর্মীরা কিভাবে ভোট গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তা সম্পর্কিত কোনরূপ তথ্য প্রকাশ্যে আনা হয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলিতে শনিবার দিন অর্ধদিবস ছুটি থাকলেও বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে শনিবার দিন অর্ধদিবস ছুটি থাকে না। আবার অনেক ক্ষেত্রেই অর্ধদিবস ছুটির ব্যবস্থা থাকলেও পঞ্চায়েত নির্বাচনের কারণে এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলির তরফে আলাদা করে কোনরূপ ছুটি প্রদান করা হয়নি। আর এই বিষয়টি নিয়ে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, বেসরকারি ক্ষেত্রে কর্মীরা কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন? আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতেই উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ৮ ই জুলাই ২০২৩ তারিখ, শনিবার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হতে চলেছে তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত কর্মীরা যাতে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্য খুব শীঘ্রই শ্রম দপ্তরের তরফে নতুন নির্দেশিকা জারি করা হবে, এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে প্রকাশিত নির্দেশিকায়।