কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফে আরম্ভ করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samridhi Yojana) স্কিম। এটি ব্যাংক ও পোস্ট অফিসে চালু থাকা স্বল্প সঞ্চয় প্রকল্প(Government Scheme). এই প্রকল্পের (Government Scheme) আওতায় অ্যাকাউন্ট খোলা যায় একমাত্র কন্যা সন্তানদের নামে। বর্তমানে এই স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনায়(Sukanya Samriddhi Yojana) বছরে ৮.২ শতাংশ হারে সুদ মেলে। আয়কর আইনের ৮০সি ধারা অনুসারে কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি(Government Scheme) পুরোপুরি ট্যাক্স মুক্ত। একটি আর্থিক বছরে এই স্কিমে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করার অনুমতি মেলে।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর! ডিসেম্বরের আগে প্রকল্পের টাকা পাবেন না! নতুন আপডেট জানিয়ে দিল সরকার
Sukanya Samriddhi Yojana Scheme
জনপ্রিয় এই প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনায়(Sukanya Samriddhi Yojana) একটি বিশেষ নিয়ম চালু রয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট হোল্ডার যদি ২১ বছর হওয়ার আগেই দেওয়ার আগেই বিয়ে করেন, তাহল এই স্কিমটি তিনি যেতে পারবেন না। অর্থাৎ প্রকল্পের পুরো সুবিধা পেতে ২১ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে (Government Scheme) যদিও তিনি উচ্চশিক্ষা অথবা বিয়ের জন্য আংশিক টাকা তুলতে পারবেন বলে স্কিমের নিয়মে বলা হয়েছে।
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। তাই অত্যন্ত লাভজনক এই প্রকল্প তেমনটাই মনে করা হচ্ছে। যদি কোন আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা না দেওয়া হয়, তবে বন্ধ হয়ে যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট। পুনরায় এই অ্যাকাউন্ট চালু করতে আরও ৫০ টাকা জরিমানা দিতে হয়। এই স্কিমটিতে (Government Scheme) আগে বিনিয়োগ করতে হত টানা ১৪ বছরের মেয়াদে। যার মেয়াদ উত্তীর্ণর সময় সীমা বর্তমানে ধার্য করা হয়েছে ২১ বছর।
প্রতিমাসের বিদ্যুৎ ফ্রি ফ্রি ফ্রি! সরকার আনল নতুন প্রকল্প! আপনি আবেদন করলেন?
Sukanya Samriddhi Yojana Scheme Rule Change 2024
সম্প্রতি অর্থ মন্ত্রকের তরফে একটি সার্কুলার জারি করে স্কিমে ২টি নিয়মে বদল আনা হয়েছে।কোন কোন নিয়মে বদল এল? প্রথমত, কারোর যদি ঠাকুরদা -ঠাকুমা বা দাদু-দিদার অভিভাবকত্বে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থাকে, তবে তাঁদের অভিভাবকত্ব নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করতে হবে। আর এই হস্তান্তর হবে নির্দিষ্ট নিয়ম অনুসারে। এই সকল ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনায় উক্ত কন্যার আইনি অভিভাবক হবেন তাঁর মা-বাবা।
আর দ্বিতীয় যে নিয়মটিতে বদল আনা হয়েছে সেটি হল, যদি কোনও পরিবারে সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটির বেশি অ্যাকাউন্ট থাকে, তবে সেই সকল অনিয়মিত অ্যাকাউন্ট গুলিকে আইন ভেঙে খোলা হয়েছে বলে গণ্য করা হবে সরকার তরফে। এর আগে ২০১৯ সালে এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছিল। যার তিন নম্বর অনুচ্ছেদের বিষয়টি আরো স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সার্কুলারে।