SVMCM 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে নতুন আপডেট। কবে পাবেন টাকা? কি করতে হবে? বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ বৃত্তি (SVMCM)। রাজ্যের সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য (SVMCM) আবেদন জমা করেন। স্বাভাবিকভাবেই সবাই আশা করে থাকেন, সরকারের তরফে স্কলারশিপ এর (SVMCM) টাকা অতি শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।

কিন্তু অনেক ছাত্র ছাত্রী এখনো বৃত্তির টাকা পাননি (SVMCM)। আর সেই কারণেই সকলের মধ্যে একটি চিন্তা কাজ করছে।(SVMCM) সেক্ষেত্রে স্কলারশিপের আপডেট অনুসারে বৃত্তির টাকা কবে মিলবে (SVMCM)? সেই বিষয়ে আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।ছাত্রছাত্রীরা অবশ্যই এই প্রতিবেদন থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হবেন। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে, সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিতে।

SVMCM Scholarship 2024

রাজ্যের অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী আছেন, যারা শুধুমাত্র অর্থের অসুবিধা থাকায় উচ্চশিক্ষার পথ থেকে সরে আসেন। তাই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM)। প্রত্যেক বছর হাজার হাজার ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) সাহায্যে নিজেদের স্বপ্ন পূরণ করেন।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) টাকা তো মেলেই এর পাশাপাশি, ডিগ্রি কোর্সেও পড়াশোনার সময় এই স্কলারশিপ সাহায্যের হাত বাড়িয়ে দেয় (SVMCM)। স্বামী বিবেকানন্দ বৃত্তির আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে। বছরের নির্দিষ্ট সময় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন জমা নেওয়া হয়।

তাছাড়া, চলতি বছর কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। দুই বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ এর জন্য আবেদন জমা করেছিলেন। এখন তারা অপেক্ষা করছেন টাকা সংক্রান্ত নতুন আপডেট জানার। আসুন তবে দেখে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট কি বলছে।

WB College Admission 2024: পশ্চিমবঙ্গের কলেজে ভর্তির নতুন নিয়ম। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? শিক্ষার্থীদের জন্য দরকারি আপডেট

SVMCM Scholarship Eligibility

প্রত্যেকটি স্কলারশিপের ক্ষেত্রেই আবেদনে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। স্বামী বিবেকানন্দের স্কলারশিপ এর ক্ষেত্রেও তাই। আসুন তবে জেনে নেওয়া যাক কোন কোন যোগ্যতা থাকলে আপনি এই বৃত্তিতে আবেদন জমা করতে পারবেন।

  • প্রথমত: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বিতীয়ত: শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত কোনো স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হবে।
  • তৃতীয়ত: স্কলারশিপের আবেদনকারী শিক্ষার্থীকে আগের পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • চতুর্থত: স্বামী বিবেকানন্দ বৃত্তিতে আবেদন জানানোর জন্য সেই শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা।

SVMCM Scholarship Application

আগ্রহী শিক্ষার্থীরা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাইলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জমা করতে পারবেন। এর জন্য আপনাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আর সেখানে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন করবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন।

নথিপত্র জমা দেবেন, তারপর এপ্লিকেশন সাবমিট করবেন।এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আপনি চেক করে নিতে পারেন স্কলারশিপের স্ট্যাটাস। চলতি বছরেও বহু শিক্ষার্থী অনলাইনে নিজেদের বৃত্তির আবেদন জমা করেছিলেন। একবার আবেদন করা হয়ে গেলে, পরেরবার থেকে রিনিউ করতে হবে।

WB Government Scheme: মাধ্যমিক পাশ করলেই 10,000 টাকা। ‘তরুণের স্বপ্ন’ স্কিমে ট্যাব কেনার টাকা কবে পাবেন? জেনে নিন

SVMCM Scholarship Fund Update

রাজ্যের যে সকল কলেজ পড়ুয়া, মাস্টার্স এবং অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীরা এখনো স্কলারশিপের টাকা পাননি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে এই বিষয়ে দুটি নতুন তথ্য সামনে এসেছে। যার মধ্যে প্রথম হলো বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাঁদের এপ্রুভালের তথ্য, অতি সত্বর বিকাশ ভবনে জমা করতে হবে।

আর দ্বিতীয় আপডেটটি হলো, যে সকল ছাত্র-ছাত্রী ফোনে ইতোমধ্যে স্কলারশিপের টাকা ছাড়ার মেসেজ পেয়ে গিয়েছেন, অথচ তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি এখনো অথবা কোনো কারণবশত হয়তো টাকা ঢোকার পরে ট্রানজাকশন ফেল হয়ে গিয়েছে তাঁদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাংকের সমস্ত তথ্য সহকারে বিকাশ ভবনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে।

SVMCM Scholarship Update 2024

এর আগেই খবর পাওয়া গিয়েছিল জুন মাসের শেষ পর্যন্ত সমস্ত অফিসিয়াল কাজকর্ম চলবে। আর জুলাই মাসের শুরু থেকে ফান্ড আসার সম্ভাবনা প্রবল হচ্ছে। অতএব, শিক্ষার্থীদের জুলাই মাস থেকেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেসকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের আবেদনে কোন গাফিলতি নেই আবেদন মঞ্জুর হয়েছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই তাদের একাউন্টে চলে আসবে স্কলারশিপের টাকা। তারপরেও যদি কোন অসুবিধা হয়, সেক্ষেত্রে বিকাশ ভবনে যোগাযোগ করতে পারেন। স্কুল অথবা কলেজের সঙ্গেও যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে।