SVMCM Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি পেলেন?

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি বড় ধরনের সুখবর সাম্প্রতিক “স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম” (SVMCM Scholarship) তথা বিকাশ ভবন স্কলাশিপের ওয়েবসাইটটি স্বাভাবিক হয়েছে। মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য এই স্কিমে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাচ্ছিল না। অবশেষে ওয়েবসাইটটি ঠিক হয়েছে যারা আবেদন করতে পারেননি তারাও তাদের আবেদন পত্র জমা দিতে সামর্থ্য হয়েছে। এবার প্রশ্ন হল যে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীরা কবে পাবে?

SVMCM Scholarship

পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় স্কলারশিপ প্রকল্প হল এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পটাকে অনেকে বিকাশ ভবন শিক্ষাবৃত্তি (SVMCM Scholarship) বলে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীরা ১২০০০ টাকা এবং কলেজে পারকালীন ছাত্র ছাত্রীরা ১২ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকে। আবার টেকনিক্যাল এবং মেডিক্যাল ডিপার্টমেন্টে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বছরে ৬০০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোন টেটাসের কি মানে তা জেনে নেওয়া যাক।
১) Application Submitted-
উক্ত লেখাটি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাসে দেখায় তাহলে বুঝতে হবে স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়াটি সফল হয়েছে। কিন্তু আবেদনপত্রটি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা ভেরিফিকেশনের কাজ শেষ হয়নি।

মাধ্যমিক পাশ হলেই পেয়ে যাবেন ওয়েসিস স্কলারশিপ! জেনে নিন আবেদন প্রক্রিয়া।

২) Application Forwarded by HOI-
এই লেখাটির মানে হল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন পত্রটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।
৩) Application Approved-
এই স্ট্যাটাস দেখালে বুঝবেন যে আবেদন পত্রটি উচ্চশিক্ষা দপ্তরের কাছে গৃহীত হয়েছে। কিছু দিন পরে বৃত্তির টাকা পেয়ে যাবেন।

৪) Application Approved, Scholarship Amount not Disbursed yet –
স্ট্যাটাসে এই লেখাটার মানে হল আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে। আবেদনপত্র গৃহীত হলেও অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ টি শুরু হয়নি। শীঘ্রই ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। এই স্ট্যাটাসের ১০ থেকে ২০ দিনের মধ্যে স্কলারশিপের টাকা পেয়ে যায় ছাত্রছাত্রীরা।

৫) Application Sanctioned, Scholarship Amount Disbursed –
এই স্ট্যাটাসটির দেখালে বুঝতে হবে অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে, অ্যাকাউন্টের তথ্য সঠিক হলে ৭ দিনের মধ্যে অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা চলে আসবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! কি কি পরীক্ষায় আসবে?

SVMCM Scholarship Fund Disburse Update 2023-24:
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা- এই স্কলারশিপের জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীকে সিলেক্ট করা হয় তাদের একবারে পুরো স্কলারশিপের টাকা দেওয়া হয় না। স্কলারশিপের টাকাটি কিছুদিন অন্তর অন্তর ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির মাধ্যমে পাঠানো হয়। ইতিমধ্যে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের প্রথম পর্যায়ের টাকা পেয়ে গেছে। আর যারা এই স্কলারশিপের টাকা পায়নি তাদের চিন্তা করার কিছু নেই সরকারের ফান্ড যখনই সক্রিয় হবে তখনই তাদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা চলে আসবে।

Scroll to Top