পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের জন্য যে সমস্ত স্কলারশিপ চালু করেছে, তার মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ বৃত্তি (Swami Vivekananda Scholarship)। মেধাবী ছাত্র-ছাত্রীদের সরকার এই স্কলারশিপের সুবিধা দিয়ে থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই এই বৃত্তির (Swami Vivekananda Scholarship) আবেদন শুরু হয়ে যায়।
অনেক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের আবেদন জানিয়েছিলেন। সকলে অপেক্ষা করছেন কবে স্বামী বিবেকানন্দ বৃত্তির (Swami Vivekananda Scholarship) টাকা একাউন্টে ঢুকবে। আজকের প্রতিবেদনে আমরা সেই আপডেট নিয়ে আলোচনা করব।
Swami Vivekananda Scholarship Scheme
পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রদান করা গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্কিম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। সমাজের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্যার্থে সূচনা হয়েছিল এই স্কলারশিপের। স্বামী বিবেকানন্দ বৃত্তি (Swami Vivekananda Scholarship) প্রতিবছর বহু পড়ুয়াকে তাঁদের স্বপ্নের দিকে একধাপ করে এগিয়ে যেতে সাহায্য করে।
মাধ্যমিক পাশ থেকে কলেজ পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ বৃত্তির সুবিধা পান। (Swami Vivekananda Scholarship)। এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চিন্তা দূর করে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দ্বারা প্রত্যেক বছর হাজার হাজার পড়ুয়া উপকৃত হন।
Swami Vivekananda Scholarship Eligibility
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন পড়ুয়া আবেদন জানাতে পারবেন, একনজরে সেটি দেখে নিন। আবেদনকারী পড়ুয়াকে অনলাইনে বৃত্তির জন্য অ্যাপ্লিকেশন জমা করতে হবে।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনরত শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত কোনো স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
- স্বামী বিবেকানন্দ বৃত্তিতে আবেদন জানানো শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে।
Swami Vivekananda Scholarship Money
বিভিন্ন কোর্সে পঠনপাঠনরত পড়ুয়ারা SVMCM স্কলারশিপের জন্য আবেদন জমা করতে পারবেন। যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাঁরা ১২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার বৃত্তি পাবেন। তবে, কোর্স ও বছর অনুযায়ী বৃত্তির টাকা পরিবর্তিত হয়।
SVMCM Scholarship Application
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে সরাসরি অনলাইন ওয়েবসাইট মারফত।
- যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা SVMCM অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন।
- তারপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।
- এরপর অনলাইনে আবেদনপত্রটি যথাযথভাবে সমস্ত তথ্য দিয়ে নিখুঁতভাবে পুরণ করে জমা দিয়ে দিতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সবকটি ধাপ সম্পন্ন হলে আবেদনপত্র সাবমিট করে দেবেন ও তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখবেন।
SVMCM Scholarship Money Distribution
স্বামী বিবেকানন্দ বা SVMCM স্কলারশিপের টাকা নির্দিষ্ট পদ্ধতি মেনে ডিস্ট্রিবিউট করা হয়। প্রথমে অনলাইনে জমা পড়া আবেদনপত্র গুলিকে বাছাই করা হয়। তারপর আবেদনকারীদের প্রাপ্ত নম্বর ও আয়ের ভিত্তিতে সাজানো হয়। এই বাছাই প্রক্রিয়া অনুসারে একটি মেধাতালিকা প্রস্তুত করা হয়।
তবে বাছাই প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হয় নম্বর বেশি ও আয় কম এমন ছাত্র-ছাত্রীদের। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ডকুমেন্টগুলিও যাচাই করা হয়। সবমিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করার পর আবেদনকারীদের ব্যাংক একাউন্টে পাঠানো হয় স্কলারশিপের অর্থ।
Aadhar Kaushal Scholarship: আধার স্কলারশিপ ২০২৪, আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে। কীভাবে করবেন জানুন
SVMCM Scholarship Money Update
সমস্ত ছাত্র-ছাত্রীদের এখন একটাই প্রশ্ন, বৃত্তির টাকা তাঁরা কবে পাবেন। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জানার দরকার যে, ভোটের কারণে কাজ অনেক টাই থমকে আছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেখানে ভেরিফিকেশন হয়, যে অফিস ফান্ড বরাদ্দ করে, এতদিন লোকসভা ভোট চলছিল বলে সেই সমস্ত অফিসের কাজ বন্ধ ছিল।
এখন ভোটের রেজাল্ট আউট হয়েছে, অফিসের কাজ পুনরায় শুরু হবে। যাদের এখনো এপ্রুভ হয়নি এপ্লিকেশন দ্রুত সেই অ্যাপ্রুভমেন্ট পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে, আর মাস দুয়েকের মধ্যেই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা।
SVMCM Scholarship Status Check
আপনি যদি মনে করেন স্কলারশিপের আপডেট জানবেন, তাহলে আপনাকে স্বামী বিবেকানন্দ বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর সেখান থেকেই আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিভাবে করবেন? স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।
১) প্রথমে আপনাকে ভিজিট করতে হবে SVMCM স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে। ২) ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি পপ আপ দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন। ৩) এরপর আপনাকে ক্লিক করতে হবে Applicant লগ ইন অপশনে।
৪) এরপরের ধাপে উল্লেখ করুন অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড, যেগুলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর লগ ইন বিকল্পে ক্লিক করতে হবে আপনাকে। ৫) এবার ট্র্যাক এপ্লিকেশন অপশনে ক্লিক করবেন সেখান থেকেই আপনি দেখতে পাবেন আপনার আবেদন সংক্রান্ত তথ্যাবলী, আপনার টাকা পাঠানো হয়েছে নাকি, তার স্ট্যাটাস কি রকম ইত্যাদি বিষয়ে।