Tax Savings FD – এই পলিসির মাধ্যমে দিতে হবেনা 1 টাকাও ট্যাক্স। জেনে নিন পলিসিটি।

আমরা ভবিষ্যতে একটা মোটা অংকের টাকা পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় ফিক্সড ডিপোসিটে (Tax Savings FD) বিনিয়োগ করে থাকি। কিন্তু একাধারে আমাদের একটা চিন্তাও থাকে যে মোটা অংকের বিনিয়োগের ওপর মোটা অংকের ট্যাক্সও কাটতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তবে আয়কর আইন 1961 এর ধারা 80C এর অধীনে (Section 80C), আপনি ট্যাক্স সেভিংস এফডি-এ Tax Savings FD অর্থ সঞ্চয় করতে পারেন। আজ আমরা জানবো এই পন্থার মাধ্যমে আপনি কীভাবে ট্যাক্স এর আওতাভুক্ত হবেন না।

Five Year Tax Savings FD

আয়কর আইন 1961-এর ধারা 80C-এর (Section 80C) অধীনে, আপনি Tax Savings FD অর্থ সঞ্চয় করতে পারেন। এই বিভাগের অধীনে আপনি 1.5 লক্ষ টাকা বাঁচাতে পারেন। এর জন্য প্রবীণ নাগরিকদের বা ওল্ড সিটিজেনদের ট্যাক্স সাশ্রয়ী ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে হবে। এর সাথে সাথে আপনি প্রত্যেক আর্থিক বছরে পঞ্চাশ হাজার টাকার ডিডাকশান পেয়ে যাবেন।

সুদের হার বাড়লো! কত দিনের জন্য কত টাকা রাখলে পাবেন ভালো রিটার্ন?

1961 সালের ইনকাম ট্যাক্স আইনের 80c সেকশানে ডিডাকশানের সুবিধা পাওয়া যায়। যদি এই অ্যাসেসমেন্ট ইয়ারে সুদ-বাবদ 50000 টাকা ক্রস করে যায়, তাহলে সেই সুদের উপর কর দিতে হবে এবং টিডিএস কাটা হবে কারন আমরা জানি এক্ষেত্রে আপনি 50000 টাকা অব্দই ছাড় পাবেন বাকি যত টাকা হবে পুরোটাই আপনাকে দিতে হবে তখন 50000 থেকে কিছু বিয়োগ করা যাবেনা। 50000 টাকা অব্দি আপনি যে টাকার অংকের ছাড়টি পাচ্ছেন সেটিকেই টিডিএস বলা হয়।

যদি ফর্ম 15G/15H জমা দেওয়া হয় এবং সুদের অঙ্ক নির্দিষ্ট সীমা অতিক্রম না করে, তাহলে টিডিএস দিতে হবে না। এই ফিক্সড ডিপোসিটটির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত। এই Tax Savings FD এ প্রত্যেক পাঁচ বছর পর পর ম্যাচিওর হয়। এখানের এটিকে স্থায়ী আমানত ধরা হয় এবং স্থায়ী আমানতের ওপর আপনাকে সুদ প্রদান করা হয়। এখানের যার নামে আকাউন্টটি করা তিনি যদি কন ক্রমে মারা জান তখন এখানে নমিনি হিসাবে তিনি যাকে রেখে যাবেন তিনি ম্যাচিউরিটির আগে টাকাটা তুলে নিতে পারে।

রাজ্য জুড়ে মিড ডে মিল বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী

এক্ষেত্রে উল্লেখ্য যে যদি কারোর জয়েন্ট আকাউন্ট থাকে সেক্ষেত্রে যার নাম আগে দেওয়া থাকবে সব দায় তার থাকবে। তাহলে পোস্ট অফিসের এই স্কিমে আজই আবেদন করুন এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার সাথে সাথে ট্যাক্সও কমান। এই বিষয়ে আরও জানতে পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমদের পেজে চোখ রাখুন।

Leave a Comment