প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বড় সিদ্ধান্ত! চাকরি প্রার্থীরা চাকরি পাবেন চলতি বছরেই।

শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গে জটিলতা অব্যাহত শিক্ষক নিয়োগে। WBBPE TET Exam News update এ কি বলা হল? প্রার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে চাকরির অভাবে।বিক্ষোভ, লাগাতার আন্দোলনের মাঝে চাকরিপ্রার্থীদের স্লোগান “নিয়োগ চাই, নিয়োগ দাও।” প্রাথমিক শিক্ষা পর্ষদ তবুও এর সদুত্তর দেয়নি। বারংবার নিয়োগ থমকে যাচ্ছে নানান জটে। ঠিক এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত প্রকাশ্যে এল প্রাথমিকের নিয়োগ নিয়ে। বছর বছর প্রাইমারি টেট আয়োজন হবে, এমনটাই জানানো হয়েছিল পর্ষদের তরফে। এ বছরেও টেট আয়োজিত হতে চলেছে গত বছরের টেটের পর।

WBBPE TET Exam News

প্রার্থীদের প্রতি বছর পরীক্ষা (WBBPE TET Exam News) হলেও ফলপ্রকাশের পর নিয়োগ নিয়ে কোনোরূপ আশার আলো দেখছেন না তাঁরা। যেমন, ২০২১ সালে পরীক্ষা দিয়েছেন ২০১৭ সালের টেট প্রার্থীরা। ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়েছে পরীক্ষার ফলপ্রকাশ হয়ে। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি নিয়োগ নিয়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পরিস্থিতিতে ক্রমাগত প্রশ্নের মুখে বিবৃতি দিয়েছে চাকরিপ্রার্থীদের। আইনি জটের কারণে সমস্যা হচ্ছে নিয়োগে, এমনটাই বক্তব্য পর্ষদের তরফে। ২০১৭ টেটের চাকরিপ্রার্থীরা জট না কাটলে পাবে না নিয়োগ।

শুধুমাত্র, ২০১৭ সালের টেট প্রার্থীরাই নন এখনও নিয়োগের আশায় দিন গুনছেন ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রায় দেড় লক্ষ প্রার্থী। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বছর বছর চাকরির আশায় অপেক্ষারত। তাঁরা সবাই পর্ষদের দিকেই এখন আঙুল তুলছে। তাঁদের সবার কথা অনুযায়ী, যদি পর্ষদ উদ্যোগী হত তবে অবশ্যই এতদিনে চাকরিতে নিয়োগ হত। এবার কবে নিয়োগ মিলবে (WBBPE TET Exam News) অনিশ্চয়তা কাটিয়ে, সেটি সবটাই সময়ের অপেক্ষা।

রাজ্য শিক্ষা দপ্তরের তরফে নতুন ছুটির ঘোষণা! স্কুল খোলার পর পরই আবার বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর মাসে ফের প্রাইমারি টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE TET Exam News). শেষ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। পুজোর পরেই টেট পরীক্ষা হওয়ায় এখন আগাম প্রস্তুতি চলছে অন্দরে। শিক্ষক নিয়োগে দুর্নীতি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। আগের বছরের মতো এবছরেও প্রাইমারি টেটে কড়া নজরদারি চলবে বলে জানা যাচ্ছে। তবে এবার নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি হবে বলেই জানিয়েছে পর্ষদ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে (WBBPE TET Exam News). পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৭-র টেট প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও ইন্টারভিউ-তে অংশ নিতে পারবেন ২০১৭-র টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ২০১৭ সালের ১২ মে থেকে ২০২১-এর মধ্যে যাঁদের বয়স ৪০ পার করে ফেলেছে, তাঁদের এ ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে।

 শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা। জাস্টিস গাঙ্গুলীর সিদ্ধান্ত জেনে নিন।

দীর্ঘদিন ধরেই ওই প্রার্থীরা আন্দোলন করে আসছেন। তাঁদের মধ্যে অনেকেই দাবি করেছিলেন, বয়স পেরিয়ে যাচ্ছে, তাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নিল পর্ষদ। শুধু তাই নয়, ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছিলেন, তাঁরা দুবার ইন্টারভিউ-তে বসার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ১৭ সালের টেট উত্তীর্ণরা একবারও বসেননি। তাই তাঁদের জন্য এই বিশেষ সুযোগ দেওয়া হল। একটা বড় অংশের প্রার্থীদের জন্য সুখবর বলেই মনে করা হচ্ছে।