বিভিন্ন ধরনের কাজের স্বার্থে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সাধারণ মানুষের নানাবিধ ব্যাংকের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যতের জন্য অর্থ সংগ্রহ করতে চান, আর তাই অধিকাংশ মানুষই সেভিংস অ্যাকাউন্টের অধীনে বিনিয়োগ করে থাকেন। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেই তো হলো না, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নির্ধারিত টাকা রাখার নিম্নসীমা এবং উর্দ্ধসীমা সর্ম্পকেও জানতে হবে।
প্রচুর সংখ্যক মানুষ সেভিংস অ্যাকাউন্টে নিজের সঞ্চিত অর্থ জমা রাখতে পছন্দ করেন, কারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার মাধ্যমে যথেষ্ট টাকার সুদ পাওয়া সম্ভব। ফলত সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার মাধ্যমে কোনোরকম পরিশ্রম ছাড়াই বাড়িতে বসেই উপার্জন করা সম্ভব। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের নির্ধারিত সুদ পাওয়ার ক্ষেত্রে একটি নূন্যতম ব্যালেন্স রাখা আবশ্যক। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের অধীনে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ বিভিন্ন রকম হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখা হলে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রাখা হয়ে থাকে তা ব্যাংকের তরফে কেটে নেওয়া হয়।
আরও পড়ুন:- আবাস যোজনার লিস্ট চেক করবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি।
তবে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে শুধুমাত্র যে ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারণ করা হয়েছে তা নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা রাখা যাবে তার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। RBI -এর তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, যেকোনো ব্যাংকের অধীনে থাকা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাংকের তরফে নির্ধারিত সীমার তুলনায় অতিরিক্ত টাকা রাখা হলে উক্ত গ্রাহককে সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নির্ধারিত টাকা না রাখলেও যেমনভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনভাবেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নির্ধারিত টাকা রাখার উর্ধ্বসীমা লঙ্ঘন করলেও গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হয়।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একক আমানত অ্যাকাউন্টের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে ৩০ লক্ষ টাকা রাখার ওপরে ব্যাংকের তরফে নিষেধাজ্ঞা করা সম্ভব। যদিও যেকোনো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা রাখার পূর্বে উক্ত ব্যাংক অ্যাকাউন্টের টাকা রাখার উর্ধ্বসীমা সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জেনে নেওয়া প্রয়োজন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তরফে জারি করা তথ্য অনুসারে, চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট, কল ডিপোজিট অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড অ্যাকাউন্ট মিলিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা জমা রাখতে পারেন। অর্থাৎ সমস্ত ধরনের অ্যাকাউন্ট মিলিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।