বর্তমানে মানুষ সঞ্চয়ের দিকে অনেক বেশি সতর্ক। বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে জমানো অর্থ দ্বিগুণ করছে। বিনিয়োগের মাধ্যমগুলির মধ্যে অন্যতম হলো ফিক্সট ডিপোজিট(Fixed Diposit). মানুষ চিরকালই ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকেছেন(Fixed Diposit). সাধারণ মানুষের মধ্যে ব্যাংকে কিংবা পোস্ট অফিসে টাকা সঞ্চয়ের প্রবণতা সব থেকে বেশি। গ্রাহকদের ধারণা এতে অনেক বেশি নিরাপত্তা। কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই নজর দিতে হবে কোন ব্যাংক কত শতাংশ সুদ দিচ্ছে(Fixed Diposit).
আপনিও যদি ভেবে থাকেন চলতি বছর ফিক্সড ডিপোজিট করবেন, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ (Fixed Diposit). আজকে আমরা আলোচনা করব ফিক্সড ডিপোজিট করার জন্য কোন কোন ব্যাংক সবথেকে ভালো, কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন(Fixed Diposit). চলুন তবে দেরি না করে সম্পূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক।
স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কত টাকা পর্যন্ত রাখলে কোনো ট্যাক্স দিতে হবে না? জেনে নিন
Best Banks For Fixed Diposit 2024
ফিক্সড ডিপোজিট(Fixed Diposit) বিষয়টি আমার আপনার সবার জন্য অত্যন্ত ভরসার জায়গা। আপনি নিজ নিকটবর্তী ব্যাঙ্কে ভিজিট করে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাংকের তরফে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম ফিল আপ করে দরকারি ডকুমেন্টস-সহ জমা করলে আপনার ফিক্সড ডিপোজিট একাউন্ট ওপেন হয়ে যাবে(Fixed Diposit). আপনি কত টাকা ফিক্সড করে রাখতে চাইছেন সেটা জানতে চাওয়া হবে ব্যাংক তরফে। আপনি সেই পরিমাণ টাকা জমা করে তাকে নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করে রাখতে পারবেন। আর দিনের পর দিন ধরে ফিক্সড ডিপোজিট সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে আসছে।
বর্তমানে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংকের তরফেই ফিক্সড ডিপোজিট এর অপশন রাখা হয়(Fixed Diposit). তাই যদি মনে করে থাকেন, এই বছর ফিক্সড ডিপোজিট করবেন তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন। ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনি যেই ব্যাংকে টাকা ফিক্সড করছেন, সেই ব্যাংকের সুদের হার। যে ব্যাংকে সুদের হার বেশি স্বাভাবিক ভাবেই সেই ব্যাংক থেকে আপনি রিটার্ন ভালো পাবেন। তাই অবশ্যই সুদের হার সম্পর্কে জেনে নেওয়া জরুরী। চলুন একনজরে বরং দেখে নেওয়া যাক, বর্তমানে কোন কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে ভালো সুদ দিচ্ছে।
ফ্রি ফ্রি ফ্রি! 15 অগাস্টের আগেই জিওর মহাধামাকা অফার! ভুলেও মিস করবেন না
Top Five Banks For Fixed Diposit 2024
১) এই তালিকার প্রথমেই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC Bank) এই ব্যাংক আপনাকে ফিক্সড ডিপোজিটে ভালো হারে সুদ দেবে। ব্যাঙ্কের হিসাব থেকে দেখা যায়, এইচডিএফসি ব্যাংক সুদ দিচ্ছে ৭% হারে। আবার সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার আরো বেশি। একজন প্রবীণ নাগরিক এখানে ফিক্সড ডিপোজিট করলে ৭. ৫% হারে সুদ পাবেন।
২) তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে এই দেশের জনপ্রিয় বেসরকারি ব্যাংক আইসিআইসি ব্যাঙ্ক (ICICI Bank) এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে একজন গ্রাহক সুদ পাবেন ৭% হারে। আর যদি একজন সিনিয়র সিটিজেন/প্রবীণ নাগরিক এখানে ফিক্সড ডিপোজিট করেন হন তাহলে তিনি সুদ পাবেন ৭.৫ শতাংশ হারে।
৩) তালিকায় অবশ্যই আছে ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI). এসবিআই ফিফ্সড ডিপোজিটে সুদ দিচ্ছে ৬. ৭৫% হারে। অন্যদিকে, প্রবীণ নাগরিদের সুদ দেওয়া হচ্ছে ৭. ২৫% হারে।
৪) চতুর্থ নম্বরে উল্লেখ করতে হয় ব্যাঙ্ক অফ বারোদা(Bank of Baroda)-এর কথা। এই ব্যাংকের তরফে আপনাকে ফিক্সড ডিপোজিটে সুদ দেওয়া হবে ৭. ১৫% হারে, প্রবীণ নাগরিক হলে তিনি সুদ পাবেন ৭. ৬৫% হারে।
৫) আর পঞ্চম নম্বরের উল্লেখ করা হলো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক(Kotak Mahindra Bank)-এর কথা। এই ব্যাংকের তরফে আপনাকে একজন ব্যক্তি ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৭% হারে। প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হয় ৭. ৪% হারে।