UGC NET 2024: ইউজিসি নেট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা? অ্যাডমিট ডাউনলোড কিভাবে? জেনে নিন

ভারতবর্ষের একটি প্রতিযোগিতা মূলক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হল ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা। এই পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চলতি বছর কবে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা নেবে, তার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা।

যেহেতু ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা নিঃসন্দেহে অনেক বেশি, তাই বছরের প্রথম থেকেই এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে নানা জিজ্ঞাস্য থেকেই যায়। তবে অবশেষে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার দিনক্ষণ সামনে এল। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা, পরীক্ষার জন্য কি কি নিয়মাবলী রাখা হচ্ছে, পরীক্ষার্থীদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

UGC NET 2024 পরীক্ষা শুরু হচ্ছে কবে?

প্রচুর ছাত্রছাত্রী বছরের শুরু থেকেই নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তাই পরীক্ষার সঠিক দিনক্ষণ জানা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি সমস্ত পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (NTA) দিনক্ষণ ঘোষণা করেছে চলতি বছর ২০২৪ সালে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা? আসুন দিনক্ষণের দিকে নজর দেওয়া যাক। চলতি বছরের জুন মাসে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা শুরু হচ্ছে। জুন মাসের ১৮ তারিখ থেকে আরম্ভ হবে পরীক্ষা। ১৮ জুন তারিখ দিনের দুই ধাপে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১৮ জুন দিনের প্রথম পর্বে ইউজিসি নেটে নেওয়া হবে দর্শন, ইতিহাস, বাণিজ্য, তুলনামূলক সাহিত্য, ট্যুরিজ়ম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিউজ়িক, আইন, ক্রিমিনোলজি, ভিস্যুয়াল আর্ট, এবং হিন্দি-সহ আরও কয়েকটি ভাষার পরীক্ষা।

একই দিনে দিনের দ্বিতীয় পর্বে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিদ্যা, নৃতত্ত্ব, এডুকেশন, হোম সায়েন্স, লেবার ওয়েলফেয়ার, গণজ্ঞাপন এবং সাংবাদিকতা এবং ইংরেজি, বাংলা -সহ অন্যান্য কিছু ভাষার পরীক্ষা নেওয়া হবে। দিনের প্রথম পর্বের পরীক্ষা আয়োজিত হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে। আর দুপুরের পর্বের পরীক্ষা আয়োজিত হবে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

TRAI: মোবাইলে এবার 10 এর বদলে 13 টি নম্বর। সম্পূর্ণ বদলে যাচ্ছে নিয়ম। বড়সড় সিদ্ধান্ত টেলিকম বিভাগের

UGC NET 2024 পরীক্ষা সংক্রান্ত বিবরণ

সাধারণত ইউজিসি নেট পরীক্ষাটি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয়। পরীক্ষার্থীদের কোন কেন্দ্রে পরীক্ষা পড়বে, সেটা আগের থেকে জানিয়ে দেওয়া হয়। তবে এ বছরের জন্য কোন কোন কেন্দ্রে ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে, সেই সম্পর্কিত তথ্য এখনও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফে জানানো হয়নি। সেক্ষেত্রে সূত্রের খবর, ওই বিষয়ে পরীক্ষা শুরু হওয়ার দশ দিন আগে তার জন্য প্রয়োজনীয় তথ্য পেশ করা হবে।

তখনই পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে জানতে পারবেন। তাই এখন থেকেই সমস্ত পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে, তাঁরা যেন এনটিএ (NTA)-এর ওয়েবসাইটে নজর রাখেন। পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য সেখান থেকেই মিলবে। চলতি বছরের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার্থীরা সব মিলিয়ে মোট ৮৩ টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষা হবে পেন অ্যান্ড পেপার অর্থাৎ অফলাইন মোডে। পরীক্ষা দেওয়া যাবে ইংরেজি এবং হিন্দি ভাষায়।

যে সকল পরীক্ষার্থী ইউজিসি নেট (UGC NET) এই পরীক্ষায় যথাযথভাবে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হবেন, তাঁরা অর্জন করতে পারবেন জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এর পাশাপাশি, সেই সকল পরীক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করার সুযোগ পাবেন। ইউজিসি নেট পরীক্ষার উত্তীর্ণরা দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে নিজেদের পছন্দের বিষয় নিয়ে পিএইচডি-ও করতে পারবেন। অতএব এই পরীক্ষা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। তাঁদের হাতে রয়েছে আর মাত্র কয়েক দিন। ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য, দিবারাত্র এক করে পরিশ্রম করছেন তাঁরা।

Summer Vacation 2024: জুনের শুরুতে ফের বাড়ছে গরমের ছুটি? নতুন সময় ক্লাস শুরুর নোটিশ। শিক্ষা দপ্তরের নতুন নিয়ম জেনে নিন

‍UGC NET 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড

ইতোমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই বছরের ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ্যে এনেছে। পরীক্ষায় অংশগ্রহণকারীরা সরাসরি এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ বলা হলো।

  • পরীক্ষার্থীদের প্রথমে ভিজিট করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর অফিসিয়াল সাইটে।
  • ওয়েবসাইটে ভিজিট করে সেখানে হোমপেজ থেকে ‘UGC NET Admit Card 2024’ লেখা ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপর পরীক্ষার্থীদের প্রয়োজনীয় লগ ইন তথ্য দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপরই দেখা যাবে স্ক্রিনে ভেসে উঠেছে ইউজিসি নেট পরীক্ষার এডমিট কার্ড।
  • এখান থেকে সরাসরি এডমিট কার্ড ডাউনলোড করে নিন। সেটির একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। ইউজিসি নেট পরীক্ষা কেন্দ্রে অবশ্যই এডমিট কার্ড নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে এডমিট কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে, সেগুলিও মেনে চলতে হবে।
Scroll to Top