October Holiday 2024: দুর্গাপুজো, দশেরা, দীপাবলি! অক্টোবরে লম্বা হলিডের হদিশ! কবে কবে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা

বছরের শুরু থেকেই অক্টোবরের অপেক্ষায় থাকেন আমজনতা। কারণ একাধিক উৎসব, অনুষ্ঠানের কারণে অক্টোবরেই মেলে দেদার ছুটি (October Holiday). কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটি ছুটির মরশুম শুরু হয়ে গিয়েছে। সকলেই এখন অক্টোবরের জন্য অপেক্ষায়। এবার অক্টোবর এর শুরুতে দুর্গাপুজো। এরপর দশেরা, লক্ষ্মীপুজো, দীপাবলির মতো উৎসব রয়েছে। আর সেই কারণে পরপর ছুটি আছে সেই মাসে‌ (October Holiday).

পুজোর মরশুমে সুখবর! বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। নতুন নোটিশ জারি করল সরকার

October Holiday 2024

নতুন বছর পড়তেই ছুটির অপেক্ষায় থাকেন আট থেকে আশি (October Holiday). টানা কাজের মাঝে দু-একদিনের উইকেন্ড কাটিয়ে আসতে পারলে ভালই লাগে।‌ সাধারণত বছরের শুরুতেই ছুটির ক্যালেন্ডার পেয়ে যান সবাই। ‌তবু বছরের শুরু থেকে শেষ ছুটির দিকে নজর দিতেই দেখা যায় অক্টোবর মাসে রয়েছে পরপর অনেক গুলো দিনের ছুটি। এই বছরের অক্টোবরে কোন কোন দিন ছুটি আছে? আর বিলম্ব না করে জেনে নিন সম্পূর্ণ তালিকা।

October Holiday List 2024

মাসের শুরুতে আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। আর সেই উপলক্ষে সরকারি ছুটি থাকবে সর্বত্র। বন্ধ থাকবে স্কুল-কলেজ অফিস। তার পরের দিন ৩ অক্টোবর ছুটি থাকবে মহারাজা অগ্রসেন জয়ন্তী এবং শারদীয়া নবরাত্রির প্রথম দিন উপলক্ষে। আগামী ৬ অক্টোবর রবিবার হলো পাবলিক হলিডে। রবিবার দিন ছুটি থাকছে রাজ্য জুড়ে। আগামী ১০ অক্টোবর দুর্গাপুজো মহাসপ্তমী।

মহালয়ার আগেই বাংলার বাড়ি বাড়ি পৌঁছে যাবে পুজোর উপহার! বিরাট সিদ্ধান্ত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দুর্গোৎসব উপলক্ষে ষষ্ঠী থেকে দশমী ছুটি থাকছে বাংলায়। আগামী ১২ অক্টোবর শনিবার, দশেরার উপলক্ষে ছুটি পাবেন। তারপরের দিন আগামী ১৩ অক্টোবর রবিবার হওয়ায় পাবলিক হলিডে বা সাধারণ সাপ্তাহিক ছুটি। আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকছে কাটি বিহু এবং বাল্মীকি জয়ন্তী উপলক্ষে।

আগামী ২০ অক্টোবর রবিবার উইকএন্ড তথা সাপ্তাহিক ছুটি। এরপর, আগামী ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ছুটি পাবেন। তারপরের দিন ৩০ অক্টোবর দিওয়ালির জন্য দেওয়া হবে ঐচ্ছিক ছুটি। আগামী ৩১ অক্টোবর নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ছুটি থাকছে। তাহলে বুঝতে পারছেন, আসন্ন অক্টোবরে পরপর ছুটি পাবেন সবাই। ইচ্ছে হলে হলিডে কাটি আসতে পারেন কাছে পিঠে ঘুরে। তাই আর দেরি না করে চটপট প্ল্যান করে নিন। আর পিঠে ব্যাগ চাপিয়ে বেরিয়ে পড়ুন ছুটি কাটানোর উদ্দেশ্যে।