UPI Lite: অনলাইনে টাকা লেনদেন করেন? 31 অক্টোবর থেকে পাবেন বাড়তি সুবিধা। টাকা পাঠানো আরও সহজ হল

আপনি কি ভারতীয় একজন ইউপিআই (UPI) ব্যবহারকারী? তবে আপনার জন্য সুখবর। খুব তাড়াতাড়ি পাবেন প্রচুর সুবিধা (UPI Lite) কিভাবে? তাহলে জেনে নিন। এখন ডিজিটাল হচ্ছে দুনিয়া। সবার হাতে হাতে স্মার্টফোন। আর স্মার্টফোনের যত বেশি ব্যবহার বাড়ছে, তত ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ছে। অনলাইনে টাকা পাঠানো এখন খুব সহজ ও নিরাপদ। এমনটাই মনে করেন প্রতি ব্যবহারকারী। আর তাই ভারতে UPI ব্যবহারকারীদের জন্য চলে এল সুখবর! সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর গ্রাহকদের জন্য UPI Lite নামক নতুন একটি সুবিধা চালু করছে। অটোমেটিক টপ-আপ সুবিধা এটি।

ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট! মনে রাখুন ‘এই’ গোপন কোড! জেনে রাখুন

UPI Lite In India 2024

আগামী 31 অক্টোবর থেকে ভারতে যারা  UPI ব্যবহার করে লেনদেন করেন, তাঁরা নতুন UPI লাইট ভার্শন ব্যবহার করতে পারবেন। ভারতের ব্যবহারকারীরা তাদের ওয়ালেটের জন্য এবার থেকে অটোমেটিক টপ-আপ সেট আপ করতে পারবেন। এর মানে হলো প্রতিবার ব্যালেন্স কম হলেও আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার UPI Lite ওয়ালেটে আর ম্যানুয়ালি টাকা ট্রান্সফার করতে হবে না। আর পরিবর্তে, যখনই আপনার UPI Lite ব্যালেন্সটি একটি নির্দিষ্ট সীমা নিচে নামবে, ঠিক তখন আপনি অটোমেটিকভাবে সেখানে টাকা যোগ করার জন্য ফের একটি নির্দিষ্ট পরিমাণ বেছে নেওয়ার সুযোগ পাবেন।

উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে হলে বলা যায়, মনে করুন আপনি যদি 1000 টাকার একটি স্বয়ংক্রিয় টপ-আপ সীমা সেট করেছেন, তাহলে যেটা হবে আপনার UPI Lite ওয়ালেটটি যতবার শেষ হবে ততবার আপনাকে 1000 টাকা দিয়ে পূরণ করা হবে। এই সুবিধার কারণে, আপনার তহবিল ফুরিয়ে যাওয়ার চিন্তা দূর হবে। পূরণ করার প্রয়োজন পড়বে না। ছোট পেমেন্টের জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্সও এসে যাবে।

ইউপিআইতে টাকা লেনদেন করেন? Google Pay, Phone Pay, ব্যবহারের আগে ‘এই’ বিষয়ে জানুন! নয়তো বড় বিপদে পড়বেন

UPI Lite Benifits 2024

UPI লাইটের একটি প্রধান সুবিধা যেটি উল্লেখ করতেই হবে, তা হল এটি ছোট লেনদেন অনেক বেশি সহজ করে তোলে। আপনি UPI পিন না দিয়েই সরাসরি 500 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। যা নিঃসন্দেহে আপনার পেমেন্ট প্রক্রিয়া কে আরো অনেক বেশি দ্রুত করে করে। আপনি 500 টাকার বেশি পেমেন্ট করবেন যখন, তখন আপনাকে UPI পিন লিখতে হবে। আপনি UPI অ্যাপের মাধ্যমে এটি সহজেই এটি সেট আপ করে নিতে পারবেন। এখন, আপনি যদি মনে করেন যে আপনি এই বৈশিষ্ট্যটি আর ব্যবহার করতে চান না, তাহলে আপনি সেটি বন্ধও করতে পারবেন।