UPI Without Internet: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট! মনে রাখুন ‘এই’ গোপন কোড! জেনে রাখুন

যত দিন এগোচ্ছে মানুষ তত বেশি আধুনিক হচ্ছে। দিনের পর দিন ধরে টেকনোলজির উপর নির্ভরতা বাড়ছে। বর্তমানে মানুষ ক্যাশ টাকা কম বহন করে। তার বদলে অনলাইন পেমেন্টের যুগ এসে গিয়েছে। ইউপিআই(UPI) আসার পর থেকে সবাই ফোনে ফোনে টাকা পাঠিয়ে দেন(UPI Without Internet)। কিন্তু জানেন কি, যদি আপনার কাছে ইন্টারনেট নাও থাকে, তাও আপনি টাকা পাঠাতে পারবেন(UPI Without Internet). এমনই একটি পদ্ধতি আছে। কোন পদ্ধতি? আসুন জেনে নেওয়া যাক।

বর্তমান আধুনিক যুগে আমাদের সবার হাতেই স্মার্টফোন। কেউ একটুও পিছিয়ে থাকতে রাজি নন। ইন্টারনেট পরিষেবাও চলছে জোর কদমে। তবে কখনো কখনো হয়, যখন আপনার ফোনের ইন্টারনেট ঠিকঠাক চলছে না, অথচ আপনাকে অনলাইনে টাকা পাঠাতে হবে(UPI Without Internet). সেক্ষেত্রে আপনি কি করবেন? কিভাবে পাঠাবেন টাকা? আজকের প্রতিবেদনে রইলো সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জেনে নিন যে কিভাবে ইন্টারনেট পরিষেবা না থাকলেও আপনি ইউপিআই ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন(UPI Without Internet).

ট্রেনের টিকিট কাটা এবার আরো সহজ! চালু হল AI পরিষেবা! উপকার পাবেন লক্ষ লক্ষ যাত্রী

UPI Payment Without Internet 2024

সম্প্রতি NPCI রিপোর্ট থেকে জানা যায়, UPI পেমেন্টের অগ্রগতির ক্ষেত্রে ভারত বিগত কিছু বছরে অনেকটাই এগিয়েছে। এমনকি ভারত চিন এবং আমেরিকার মতো বড় দেশগুলিকেও ক্রমে ছাপিয়ে গেছে। তবে ইন্টারনেটের যুগে আপনার জেনে রাখা জরুরী, ইন্টারনেট ছাড়াও এখন UPI পেমেন্ট করা সম্ভব হয়। আর সেটা সবার জন্যই অনেক বেশি সুবিধা(UPI Without Internet) হয়।

আধার কার্ড নিয়ে বিরাট ঘোষণা লাখ লাখ মানুষের জন্য! বিপদে পড়ার আগেই নতুন আপডেট জেনে নিন

আমরা জানি যে, UPI পেমেন্ট করতে মোবাইলে আপনার ইন্টারনেট সংযোগ থাকা জরুরি।  কিন্তু অনেক সময় দুর্বল কানেকশনের জন্য পেমেন্টের প্রসেস মাঝপথে বাধাপ্রাপ্ত হয়। সে বিষয়টি মাথায় রেখে, NPCI কিছু দিন আগে শুরু করেছিল বিনা ইন্টারনেট UPI পেমেন্ট করার সুবিধা। আর এমন পরিস্থিতিতে আপনি যদি পেমেন্ট করতে চান, তবে ইন্টারনেট ছাড়াই করতে পারবেন। আপনাকে শুধু মনে রাখতে হবে একটি গোপন কোড। আর কিছু ধাপ অনুসরণ করতে হবে।

UPI Payment Without Internet Process

ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে, আপনাকে মনে রাখতে হবে একটি কোড। আর এই পরিষেবা পেতে আপনার আধার এবং মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা প্রয়োজন। আপনি UPI আইডি তৈরি করার পর এই সুবিধা পেতে পারেন। আসুন এবার জেনে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি।

  • প্রথমেই আপনাকে জেনে নিতে হবে অফলাইন UPI পেমেন্ট করতে, আপনাকে কোন গোপন কোড মনে রাখতে হবে। আর সেই USSD কোড হলো ‘*99#’। এবার আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে এই কোডটি টাইপ করুন ও কলিং বোতাম টিপুন।
  • তখনই সামনে চোখে আসবে একটি ওয়েলকাম মেসেজ ও ওপেন হয়ে যাবে একটি নতুন পেজ।
  • এরপর, পরের পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন অনেকগুলি বিকল্প। যার মধ্যে আছে অর্থ পাঠানো, অর্থ রিসিভ করার রিকুয়েস্ট, চেক ব্যালেন্স, আপনার প্রোফাইল, মুলতুবি অনুরোধ, এবং লেনদেন ও UPI পিন। এখন আপনি যদি টাকা পেমেন্ট করতে চান তবে সেন্ড অপশনটি নির্বাচন করুন।
  • আর যদি আপনি যদি টাকা গ্রহণ করতে চান তাহলে নির্বাচন করুন রিকোয়েস্ট মানি অপশনটি।
  • এবার মোবাইল নম্বর, ইউপিআই আইডি ইত্যাদির মতো সব বিকল্পগুলি পাবেন।
  • এর মধ্যে থেকে একটি বেছে নিন, এগিয়ে যান। তারপর আপনাকে ব্যক্তির বিবরণ লিখতে হবে যাকে কিনা আপনি UPI পেমেন্ট করতে চান।
  • এই বিশদ বিবরণ পূরণ করে, পরবর্তী পৃষ্ঠায় যান যেখানে আপনাকে লিখতে হবে আপনার UPI পিন নম্বর।
  • আর এভাবেই আপনি বিনা ইন্টারনেট অফ লাইনে UPI পেমেন্ট পরিষেবা পেতে পারেন।