WB DEO Recruitment 2024: রাজ্যে DEO ও অ্যাকাউন্টেন্ট পদে 15,000/- টাকা বেতনে চাকরি। আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। নতুন করেই আবার একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত (WB DEO Recruitment)। চাকরিতে আবেদন জানাতে পারবেন বাংলার সকল চাকরি প্রার্থী তরুণ তরুণী। রাজ্যে নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর পদে (WB DEO Recruitment) শুরু হলো নিয়োগ। যে চাকরি সবার জন্যই হতে চলেছে একটা সুবর্ণ সুযোগ। আপনিও নিশ্চয়ই পড়াশোনা শেষে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষায় বসছেন বিভিন্ন সরকারি চাকরির (WB DEO Recruitment)।

পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে ক্রমাগত ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। তবুও পছন্দসই চাকরির খোঁজ এখনো পাননি। তাহলে এই প্রতিবেদন হতে পারে আপনার জন্য স্বপ্নের চাবিকাঠি। কারণ এখানে আমরা আলোচনা করব রাজ্যে নতুন একটি চাকরির। বাংলায় ডাটা এন্ট্রি অপারেটর ও হিসেব রক্ষক পদে নতুন করে শুরু হয়েছে নিয়োগ (WB DEO Recruitment)।

যদি আপনিও চান এই নিয়োগের অংশ হতে তাহলে আর দেরি না করে এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন। কারণ এখানে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে (WB DEO Recruitment) বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসুন তবে এই নিয়োগ সম্পর্কে ডিটেলসে জেনে নেওয়া যাক।

অন্যান্য চাকরির মতো এই নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, চাকরির বেতন, আবেদন প্রক্রিয়া ও আবেদন জানানোর লাস্ট ডেট রয়েছে। যদি আপনি এই নিয়োগে আবেদন জানাতে চান এবং চাকরিটি পেতে চান, তাহলে সঠিক নিয়ম মেনে আপনাকে এপ্লিকেশন সাবমিট করতে হবে। আর তার জন্য সংশ্লিষ্ট নিয়োগের সমস্ত নিয়মকানুন জেনে নিতে হবে। আর তাই এই প্রতিবেদন হতে চলেছে সকল চাকরিপ্রার্থীদের জন্যই প্রয়োজনীয়। আসুন তবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা যাক।

WB DEO Recruitment 2024 Details

১) ভ্যাকেন্সি ডিটেলস

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিস বা কালেক্টর অফিসের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে প্রধানত দুটি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। যার মধ্যে অন্যতম হলো-

i) ডেটা এন্ট্রি অপারেটর (DEO) এবং অপরটি হল ii) হিসেব রক্ষক বা একাউন্টেন্ট (Accountant)। এই দুটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। দুটি পদের বেতন ভিন্ন। আপনি উল্লিখিত যে পদের জন্য নিজের আবেদন জমা করতে চান, সেই পদের আবেদন যোগ্যতা-সহ ডিটেলস জেনে নিন।

ডেটা এন্ট্রি অপারেটর (DEO)

রাজ্যের ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটর বা DEO পদে কর্মী নিয়োগ হবে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা নিম্নলিখিত নিয়মগুলি পড়ে নিন। এই নিয়ম মেনে আবেদন জানাতে হবে আপনাদের।

i) শিক্ষাগত যোগ্যতা

ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস তথা গ্রাজুয়েট হতে হবে। এর পাশাপাশি, উক্ত প্রার্থীকে কম্পিউটার এমএস অফিস (MS Office)-এর কাজে জ্ঞান থাকতে হবে ও টাইপিং-এর কাজে দক্ষ হতে হবে।

ii) বয়সসীমা

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তার চেয়ে বেশি বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না। আপনার বয়স যদি ৪০ বছরের মধ্যে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় আবেদন জানাতে পারেন।

iii) মাসিক বেতন

যে সকল প্রার্থী ডিএম অফিসের DEO বা ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ্য বলে বিবেচিত হবেন এবং নিয়োগ পাবেন, তাঁদের মাসিক বেতন হবে ১১,০০০/- টাকা।

হিসেব রক্ষক (Accountant)

রাজ্যের ডিএম অফিসে হিসেব রক্ষক পদে কর্মী নিয়োগ হবে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা নিম্নলিখিত নিয়মগুলি পড়ে নিন। এই নিয়মগুলি মেনে আপনাদের আবেদন জানাতে হবে।

i) শিক্ষাগত যোগ্যতা

ডিএম অফিসে হিসেবরক্ষক বা একাউন্টেন্ট পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে কমার্স/বাণিজ্য শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে।

ii) বয়সসীমা

যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তার চেয়ে বেশি বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না। আপনার বয়স যদি ৪০ বছরের মধ্যে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় আবেদন জানাতে পারেন।

iii) মাসিক বেতন

যে সকল প্রার্থী ডিএম অফিসের হিসেব রক্ষক বা একাউন্টেন্ট পদে যোগ্য বলে বিবেচিত হবেন এবং নিয়োগ পাবেন, সেই নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৫,০০০/- টাকা।

২) আবেদন জানানোর প্রক্রিয়া

ডিএম অফিসের ডেটা এন্ট্রি অপারেটর ও হিসাব রক্ষক পদের আবেদন যোগ্যতা, বেতন সম্পর্কে আপনি জেনে নিয়েছেন। এবার জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে। আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো। ‌

  • প্রথমে আপনাকে আবেদনের লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সংগ্রহ করে নিতে হবে।
  • এবার আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে আপনাকে যথাযথভাবে পূরণ করে নিতে হবে।
  • প্রত্যেকটি তথ্য সঠিক দেবেন কোন তথ্য যেন ভুল না হয়।
  • নিজ দায়িত্বে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এরপর নিজের রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর যুক্ত করুন।
  • অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি একটি খামের মধ্যে পুরে নিয়ে সঠিক ঠিকানা ও নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।

৩) আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন জমা করা যাবে আগামী ৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে। অফলাইন মাধ্যমে নিজেদের আবেদন জমা করুন।

৪) নিয়োগ প্রক্রিয়া

এখানে মূলত তিনটি ধাপের মাধ্যমে যোগ্য এবং উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম ধাপে নেওয়া হবে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের। এরপর দ্বিতীয় ধাপে নেওয়া হবে কম্পিউটার টেস্ট ৪০ নম্বরের। আর তৃতীয় ধাপে নেওয়া হবে প্রার্থীর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ ১০ নম্বরের। সব মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা নির্বাচিত হবেন তাঁরা সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ পাবেন।