Government Holiday 2024: সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগে বড় ঘোষণা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারের তরফে বাতিল করা হলো সমস্ত ছুটি (Government Holiday). বছরের শুরু থেকেই একাধিক ছুটি পান রাজ্য সরকারি কর্মীরা। সারা বছর ভর চলে ছুটির মেজাজ। গ্রীষ্মকালীন ছুটি থেকে ভোটের ছুটি, উৎসব অনুষ্ঠানের ছুটি তো রয়েছেই। এছাড়া শীতকালীন ছুটিও মেলে কোথাও কোথাও। তবে এবার সরকারি কর্মীদের ছুটি কড়া হতে নিয়ন্ত্রণ করছে সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, এবার বাতিল হতে চলেছে সমস্ত ছুটি (Government Holiday).

সেপ্টেম্বরেই বাড়ছে ডিএ! ৪ শতাংশ ডিএ বৃদ্ধিতে মাইনে কত বাড়বে? দেখে নিন একনজরে

Government Holiday 2024 Update

তবে বছরের ছয় মাস কেটে যাওয়ার পর রাজ্য সরকারের এই ঘোষণা রীতিমতো অবাক করলো সরকারি কর্মীদের। বাতিল হচ্ছে সমস্ত ছুটি! শুধু তাই নয়, এবার থেকে বাড়ছে কাজের চাপ। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। আর সেই আবহে রাজ্য সরকারের ঘোষণাটি (Government Holiday) সরকারি কর্মীদের চিন্তা বাড়াচ্ছে বলেই খবর। তবে এও জেনে রাখা দরকার যে, সকল সরকারি কর্মীর জন্য ছুটি বাতিল করেনি রাজ্য সরকার। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি কর্মীদের জন্য এই নিয়ম। সেক্ষেত্রে কাদের ছুটি বাতিল হচ্ছে? নবান্নের নয়া আপডেট জেনে নেওয়া যাক।

Government Holiday Cancelled For Employees

আর জি কর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। সুপ্রিম কোর্টে এই ঘটনার সাপেক্ষে মামলা দায়ের হয়েছে। বর্তমানে এই মামলার শীর্ষ আদালতে বিচারাধীন। আর এই মামলায় আদালতের নির্দেশ, রাজ্য সরকারকে আরজি কর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সমস্ত প্রমাণ, নথি, কতবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কী ধরনের উদ্যোগ হয়েছে, এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিজে কী ভূমিকা নিয়েছেন সমস্ত তথ্য তুলে ধরতে বলা হয়েছে। আদালতের নির্দেশ, আরজিকর কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ হাতে এলে তবেই পরের শুনানি ঘোষণা হবে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো ব্যস্ত রাজ্য সরকারের সবকটি দপ্তর।

পুজোর আগে রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি! পকেট ভরতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের

সূত্রের খবর, এই তথ্য প্রমাণ সংগ্রহের কাজে ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা, অফিসাররা। আর সেই কারণে এই মুহূর্তে উপযুক্ত কারন ছাড়া তাঁদের কোন ছুটি দিতে রাজি নয় সরকার। বিশেষ কারণ ছাড়া ক্যাজুয়াল লিভ মিলবে না। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব মনোজ পন্থ দফতরের অফিসারদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন। আর এই বৈঠকে, বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে যে, যেন তাঁরা অতিরিক্ত ছুটি যেন না নেন। ফলে কিছু দফতরের অফিসাররা সাম্প্রতিক সরকারি ছুটি করম পুজো ও বিশ্বকর্মা পুজোর দিনগুলিতে ছুটি না নিয়ে কাজ করেছেন।