সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর দিয়ে চলেছে সরকার(WB Government). বিভিন্ন সরকারি প্রকল্পের সূচনা করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা অন্যান্য কারণে অসন্তোষ জমিয়ে রাখলেও চলতি বছরের পুজোর আগে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে খুশি হয়েছেন কর্মীরা(WB Government Employees). কিন্তু কাদের বোনাস বাড়াল সরকার? কাদের পকেট ভারী হল? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সামনে এলো বড় আপডেট! পুজোর আগেই বেতন বাড়ছে সরকারি কর্মীদের। বিস্তারিত জেনে নিন
WB Government Announcement 2024
লোকসভা ভোটে বিরাট ব্যবধানে জিতে কল্পতরু হয়েছে সরকার। একাধিক ঘোষণা করে সরকারি কর্মীদের মুখে ফুটিয়েছে হাসি(WB Government). আর এবার ফের একটি নতুন ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার(WB Government). কি ঘোষণা করা হয়েছে? সেই বিষয়ে জেনে নেওয়া যাক। সরকারের তরফে জানানো হয়েছে এবার পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি হচ্ছে।
সরকারের তরফে এক ধাক্কায় সিভিকদের ১৩ শতাংশ বোনাস বাড়ানো হল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে। এই বছর সিভিকদের জন্য ১৩ শতাংশ বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ সাম্প্রতিক হিসেব বলছে, পুজোর মাসে বোনাস বাবদ সিভিক ভলেন্টিয়াররা পাবেন অতিরিক্ত ৬০০০ টাকা।
WB Government Increased Bonus 2024
সাধারণত এতদিন পর্যন্ত বোনাস বাবদ মোট ৫৩০০ টাকা হাতে পেতেন সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এবার থেকে এক লাফে আরও অনেকটাই বৃদ্ধি পেল সেই ভাতা। চলতি বছরে আসন্ন দুর্গাপুজোর মাসে সিভিক ভলান্টিয়ার দের বোনাস বাড়ল আরও ৭০০ টাকা। এবার পুজো বোনাস বাবদ তাঁরা ৬০০০ টাকা করে অতিরিক্ত পাবেন।
প্রসঙ্গত, ৯ আগস্ট ২০২৪ আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে দেশ। হাসপাতালে কর্মরত তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা বাংলা। এই নারকীয় ঘটনায় গ্রেফতার হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তবে এখানেই সঞ্জয় রায়ের কীর্তি শেষ হয় না। দেখা যাচ্ছে, সময় যত গড়াচ্ছে সিভিক সঞ্জয়ের আরও কর্মকাণ্ড সামনে আসছে। যা শুনে রাজ্যবাসীর চোখ কপালে ওঠার জোগাড়।
এর মধ্যে আর জি করের কান্ডে লালবাজারের তরফে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। সমস্ত থানার পুলিশদের কাছ থেকেই তলব করা হয়েছে এই সার্টিফিকেট। এর আগেও বহু বার সিভিকদের দাদাগিরির নিদর্শন মিলেছে বাংলায়। যা নিয়েও বিতর্কও কম হয়নি। আর এই উত্তাল পরিস্থিতির মাঝেই সিভিক ভলান্টিয়ার দের পুজোর বোনাস বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সিভিকরা খুশি হলেও মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রশ্ন তুলছেন বিরোধী পক্ষ।