প্রায় প্রত্যেক মাসেই কম বেশি ছুটি পান সরকারি কর্মী থেকে ছাত্রছাত্রীরা। সেপ্টেম্বর মাসেও তার ব্যাতিক্রম নয়(WB Holiday) বছরের শুরুতেই হাতে ছুটির ক্যালেন্ডার পেয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। সারা বছরে কোন কোন দিন ছুটি সেটিও জেনে গিয়েছেন তাঁরা(WB Holiday). তবে হঠাৎ করে অনেক সময় অপ্রত্যাশিত ছুটি ঘোষণাও হতে পারে সরকারের তরফে। তাও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আপনারা সরকারি কর্মীরা ও ছাত্রছাত্রীরা কবে কবে ছুটি পাবেন, এক নজরে জেনে নেওয়া যাক সেই ভ্যাকেশন তালিকাটি।
সপ্তাহের শুরুতেই সোনার দামে পতন! সোনা কিনবেন বলে ভাবছেন? 10 গ্রামের দাম জেনে নিন
WB Holiday 2024 | রাজ্যে ছুটির তালিকা ২০২৪
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ও ছাত্রছাত্রীরা প্রায় সবাই ছুটির অপেক্ষায় থাকেন। ভ্যাকেশন কাটাতে কার না ভালো লাগে! তবে প্রত্যেক মাসের শুরুতে একবার করে ছুটির তালিকায় সবাই নজর দিয়ে রাখেন(WB Holiday) সেপ্টেম্বর মাসের ছুটি কোন কোন দিন সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ রইলো আজকের প্রতিবেদনে। শনি, রবিবার ছাড়াও এই মাসে রয়েছে বেশ কিছু ছুটি(WB Holiday).
আর সেই সেই দিন বন্ধ থাকবে সরকারি স্কুল, কলেজ ও অফিস। ছুটি দেখে আপনারা ভ্যাকেশন কাটানো ও টুকটাক ঘুরে আসার প্ল্যান করতেই পারেন। তবে তার আগে জেনে নেওয়া দরকার কোন কোন দিন ছুটি(WB Holiday). তাহলে আর দেরি কেন? সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা রইল আপনাদের জন্য।
বিরাট খবর! মাসে মাসে 3000 টাকা দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? জেনে নিন
WB Holiday In September 2024
সেপ্টেম্বর মাসে রয়েছে পাঁচটি রবিবার-সহ মোট সাত দিনের ছুটি। যার মধ্যে আছে গণেশ চতুর্থীর উৎসব যা গোটা দেশেই ধুমধাম করে পালন করা হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, সেপ্টেম্বর মাসের ছুটিতে আরও একটি আকর্ষণ হলো লং উইকেন্ড। সেপ্টেম্বর মাসে থাকছে তিন রবিবার ছুটি। আবার ছুটি থাকছে তার পরের দিন অর্থাৎ সোমবারেও। অতএব চাইলে আপনিও একটি ছোট্ট বেড়ানোর প্ল্যান করেই নিন। কারণ পরপর ছুটি থাকায়, বেশ আনন্দের সহিত পালন করতে পারবেন আপনার সেপ্টেম্বর মাসের ভ্যাকেশন। সেপ্টেম্বর মাসের ছুটির ক্যালেন্ডারের দিকে এবার নজর দেওয়া যাক।
আগামী ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পড়েছে গণেশ চতুর্থী উৎসব। ঐদিন ছুটি থাকবে সর্বত্র। ছুটির কারণে বন্ধ হবে স্কুল, কলেজ, অফিস। শনিবারের পরের দিন রবিবার। ওই দিন উইক এন্ড ছুটি পাবেন। আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারেও শিক্ষক দিবসের কারণে হাফ ডে ছুটি থাকবে।
স্কুলে স্কুলে আয়োজিত হবে শিক্ষক দিবস। এরপর আগামী ১৬ সেপ্টেম্বর দোয়াজ-দাহাম উপলক্ষে ছুটি থাকছে। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর কারণে ছুটি পাবেন। এরপর আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি চলবে রাজ্যে। অতএব বুঝতেই পারছেন, সেপ্টেম্বর মাসে পরপর বেশ কিছু ছুটির হাতছানি রয়েছে। ছুটির দিনগুলিতে এদিক ওদিক ঘুরে আসতেই পারেন।