পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে বিভিন্ন বৃত্তি প্রকল্প চালু রয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে বই, খাতা, স্কুলের ইউনিফর্ম ছাড়াও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। বাংলায় চালু থাকা একাধিক বৃত্তি প্রকল্পের মধ্যে জনপ্রিয় একটি স্কলারশিপ স্কিম হল মেধাশ্রী প্রকল্প (Medhashree Scholarship)।
প্রতিবছরের মতো এই বছরেও বহু পড়ুয়া মেধাশ্রী প্রকল্পের জন্য (Medhashree Scholarship) নিজ নিজ আবেদন জমা করবেন। আপনিও যদি সরকারের মেধাশ্রী প্রকল্প (Medhashree Scholarship) সম্পর্কে আরও জানতে চান, তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন। মেধাশ্রী প্রকল্প সম্পর্কে (Medhashree Scholarship) প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।
What is Medhashree Scholarship?
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প হল মেধাশ্রী প্রকল্প (Medhashree Prakalpa)। ২০২৩ সালে সরকার এই প্রকল্পের সুচনা করে। এই প্রকল্পে প্রধানত ওবিসি সম্প্রদায়ের পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের এই প্রকল্পের মাধ্যমে বৃত্তি সাহায্য করা হয়। পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য এর আগে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন বৃত্তি চালু করেছিল সরকার।
তবে বিগত কয়েক বছরের মধ্যে মেধাশ্রী প্রকল্প (Medhashree Scholarship) ছাত্র-ছাত্রীদের পছন্দের বৃত্তি হয়েছে। প্রতি বছর বহু শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। মেধাশ্রী প্রকল্পের (Medhashree Scholarship) জন্য আবেদন যোগ্যতা কি? এই বৃত্তি প্রকল্পে আগ্রহীরা আবেদন জানাবেন কিভাবে? এই সকল বিষয়ে নিম্নে আলোচনা করা হলো।
Medhashree Scholarship Benifits
মেধাশ্রী প্রকল্পের (Medhashree Prakalpa) দ্বারা পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়। ছাত্র-ছাত্রীদের প্রতিবছর ৮০০ টাকা করে দেওয়া হয় সরকারের তরফে। একটি ক্লাসে একবার করেই বৃত্তি পাবেন পড়ুয়ারা। মেধাবী ছাত্র-ছাত্রীরা নতুন শ্রেণীতে উত্তরণের সঙ্গে সঙ্গে সরকারি তহবিল থেকে আর্থিক সাহায্য পান। মেধাশ্রী প্রকল্পের টাকা পড়ুয়ারা পড়াশোনার স্বার্থে খরচ করতে পারবেন। তবে হ্যাঁ, একজন পড়ুয়া যদি কোন একটি শ্রেণীতে দুবার করে থাকেন তবে সেক্ষেত্রে তিনি আর মেধাশ্রী বৃত্তি পাবেন না।
Medhashree Scholarship Eligibility
পশ্চিমবঙ্গ সরকারের ‘মেধাশ্রী প্রকল্পে’ আবেদন জানাতে হলে কি কি যোগ্যতা লাগবে? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। ১) প্রকল্পের আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীকে অবশ্যই ওবিসি সম্প্রদায়ের হতে হবে ৩) আবেদনকারীকে পড়াশোনা করতে হবে সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে।
৪) শিক্ষার্থীকে পড়তে হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে। ৫) আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার নীচে। ৬) মেধাশ্রী প্রকল্পে আবেদন করলে অন্য কোন সরকারি বৃত্তি প্রকল্পের সাহায্য নেওয়া চলবে না।
Medhashree Scholarship Documents
প্রত্যেকটি সরকারি প্রকল্পের মতো ‘মেধাশ্রী প্রকল্পে’ আবেদনকারীদের বেশ কিছু ডকুমেন্ট জমা করতে হয়। ‘মেধাশ্রী প্রকল্পে’ আবেদন জানানোর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে? আসুন এবার সে বিষয়ে জানা যাক।
- আবেদনকারীর আধার কার্ড,
- আবেদনকারীর বাবা-মায়ের ওবিসি সার্টিফিকেট,
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথি,
- ব্যাংকের পাসবুক,
- ইনকাম সার্টিফিকেট,
- বৈধ মোবাইল নম্বর, ইত্যাদি।
Medhashree Scholarship Application
মেধাশ্রী প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে? স্টেপ বাই স্টেপ জেনে নিন। আবেদন পদ্ধতি আলোচনা করা হলো।
১) আবেদনকারী শিক্ষার্থীকে প্রথমে ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের ‘মেধাশ্রী প্রকল্পে’ ওয়েবসাইটে যেতে হবে। ২) ওয়েবসাইটের হোমপেজে পেয়ে যাবেন মেধাশ্রী স্কলারশিপের আবেদন পত্র, আবেদন জানানোর লিংক। ৩) ওয়েবসাইটের হোমপেজে স্টুডেন্ট এরিয়া ট্যাবে ক্লিক করে Registration অপশনে ক্লিক করুন। ৪) এরপর স্ক্রিনে একটা নতুন পেজ খুলবে সেখান থেকে আপনার জেলা নির্বাচন করে নিন। ৫) এবার রেজিস্ট্রেশন পেজে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি একে একে পূরণ করুন। দেখে বুঝে পূরণ করবেন, তথ্য প্রদানে ভুল যেন না হয়। ৬) সমস্ত বিবরণ পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ৭) সবশেষে গোটা অ্যাপ্লিকেশনটি একবার রিচেক করে নিয়ে অনলাইনে নিজের মেধাশ্রী স্কলারশিপ এর আবেদন সাবমিট করুন।
Aadhar Kaushal Scholarship: আধার স্কলারশিপ ২০২৪, আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে। কীভাবে করবেন জানুন
Medhashree Prakalpa Money Update
যে সকল শিক্ষার্থীরা ‘মেধাশ্রী প্রকল্পে’ নিজেদের আবেদন জমা করেছেন, তাঁরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, এবং মোবাইলে মেসেজ পেয়ে গেছেন, এই সকল শিক্ষার্থীদের স্কলারশিপের টাকা সরাসরি চলে আসবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে। কোন ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে টাকা আসার ক্ষেত্রে আপনার সমস্যা চিহ্নিত করে দেওয়া হবে।
তবে স্কলারশিপের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবার অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ চলে আসে। যদি মেধাশ্রী প্রকল্প সম্পর্কে আপনি আরো তথ্য জানতে চান, তবে অবশ্যই ভিজিট করুন প্রকল্পের অফিসিয়াল সাইটে।