সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। Indian Post Office Recruitment 2023 এর নয়া বিজ্ঞপ্তি জারি করা হল। ভারতের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়কেই বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগ করার কথা বলা হয়েছে। উৎসব শেষ হতেই চাকরি মন্দা বাজারে এই খবর পেয়ে খুশি নারী ও পুরুষ উভয়ই। পদের নাম হল পোস্ট অফিস কর্মী। কারা আবেদন জানাতে পারবেন? কী কী যোগ্যতার প্রয়োজন? কী এর আবেদন প্রক্রিয়া? শূন্যপদের সংখ্যা কত? এবং আবেদন করার শেষ তারিখ কবে? সেই সমস্থ প্রয়োজনীয় তথ্য সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
Post Office Recruitment 2023 West Bengal.
প্রসঙ্গত, সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক বিভাগে নেওয়া হবে কর্মী। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে চাকরির সুযোগ রয়েছে। যার জন্য মোট শূন্যপদ 12,828। আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যিক। তবে ওবিসি বিভাগের প্রার্থীদের 3 বছর এবং এসসি এবং এসটি বিভাগের প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় রয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের প্রতিটি রাজ্যের পোস্টাল সার্কেলে রয়েছে শূন্যপদ। যেমন পশ্চিমবঙ্গের শূন্যপদ হল 45।
মাসিক বেতনের পরিমাণ:
Post Office Recruitment এ নিযুক্ত ব্যক্তি প্রত্যেক মাসে বেতন হিসাবে পাবেন ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকার মতো।
বয়সসীমা:
Post Office Recruitment এর আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, প্রার্থীর বয়স ৫৬ বছরের বেশি হলে সেই প্রার্থী আর আবেদন করতে পারবেন না।
মাসিক বেতন:
১. MTS – যারা MTS পদে আছেন তারা ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে বেতন পান,
২. মেইল গার্ড – মেইল গার্ডে যারা আছেন তারা ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা্র মধ্যে বেতন পান,
৩. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করেন তারা ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা্র মধ্যে বেতন পান,
৪. পোস্টম্যান – পোস্টম্যান পদে যারা কাজ করছেন তারা ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা্র মধ্যে বেতন পান,
৫. শর্টিং অ্যাসিস্ট্যান্ট – যারা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আছেন তারা ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকার মধ্যে বেতন পান,
Post Office Recruitment এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
১. অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র
২. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত শংসাপত্র
৩. লাইসেন্স
৪. বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
৫. কাস্ট সার্টিফিকেট
৬.আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো
৭. আইডেন্টিটি কার্ড
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর। নতুন করে 43000 শিক্ষক নিয়োগ হবে। জানুন বিস্তারিত।
Post Office Recruitment এ আবেদন প্রক্রিয়া:
১. আবেদনকারী চাকরি প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে
২. ডাউনলোড করার মাধ্যমে আবেদনপত্র পাওয়া যাবে
৩. আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য আবেদনকারী প্রার্থীকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
৪. ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে
রাজ্যের স্বাস্থ্য বিভাগে প্রচুর কর্মী নিয়োগ। চাকরি হবে নিজের জেলাতেই।
Post Office Recruitment প্রক্রিয়া:
আবেদনকারীর কাজ সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে সংশ্লিষ্ট পদে নিযুক্ত করার জন্য। একই সঙ্গে করানো হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও। এরপরেই নির্বাচন করা হবে কে উপযুক্ত প্রার্থী।