পশ্চিমবঙ্গের অসংখ্য চাকরিপ্রার্থী পড়াশোনা শেষ করে চাকরি-বাকরির সন্ধানে আছেন। প্রত্যেকের উদ্দেশ্য একটি ভালো চাকরিতে স্থায়ী নিয়োগ (WB Recruitment)। নিরন্তর চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা করছেন তাঁরা। রাজ্যের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বহু নিয়োগ প্রক্রিয়া চলছে (WB Recruitment)। সকল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে নিজের জন্য সঠিক চাকরিটি বেছে নিতে হবে (WB Recruitment)।
সম্প্রতি রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর রয়েছে। কারণ রাজ্যের জেলা স্বাস্থ্য ভবনে বিভিন্ন পদ মিলিয়ে একগুচ্ছ শূন্যপদের জন্য নিয়োগ চলছে (WB Recruitment)। কোন কোন পদের জন্য এই নিয়োগ, কারা এখানে আবেদন জানাতে পারবেন, কিভাবে আবেদন জানাতে হবে, সবটাই তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনে (WB Recruitment) ।চাকরিপ্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
WB Recruitment 2024
WB District Health Department Job 2024
১) ভ্যাকেন্সি ডিটেলস
পশ্চিমবঙ্গে রয়েছে নতুন চাকরির সুবর্ণ সুযোগ। ভালো বেতনের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন যুবক-যুবতীরা। পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য দপ্তরের আওতায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির মাধ্যমে একাধিক পদে জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি। রাজ্যের যেকোনো প্রান্তের যুবক -যুবতীরা চাকরির জন্য আবেদন জমা করতে পারবেন। আবেদন জানাতে পারবেন উভয় পুরুষ ও মহিলা প্রার্থীরা। মোট কত শূন্য পদে নিয়োগ, কোন কোন পদের জন্য নিয়োগ সে বিষয়ে চাকরিপ্রার্থীরা জেনে নিন।
২) পদের বিবরণ
পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, একাধিক পদের জন্য নিয়োগ কর্মসূচি চলছে। এখানে নিয়োগ দেওয়া হচ্ছে-
- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার
- জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো
- পরীক্ষাগার প্রকর্মী পদের জন্য।
অতএব কোন প্রার্থী যদি আবেদন জানান, তাহলে তার কাছে সুযোগ থাকছে পছন্দের পদ বেছে তাতে আবেদন করার। আপনি যে পদের জন্য যোগ্য, সেই পদের জন্য নিজেও আবেদন জমা করুন। কোন পদের জন্য কত শূন্যপদ? এবার সেটাই জানতে হবে।
৩) শূন্যপদের বিবরণ
প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ০২ টি। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ০৭ টি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ০৬ টি, এবং পরীক্ষাগার প্রকর্মী পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ০১ টি। প্রত্যেকটি পদে যোগ্য এবং উপযুক্ত প্রার্থীদের চাকরি দেওয়া হবে।
৪) শিক্ষাগত যোগ্যতা
সমস্ত চাকরির নিয়োগের মতো এখানেও প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা দেখে তবেই নিজে নিজে অ্যাপ্লিকেশন জমা করুন। উদাহরণ স্বরূপ বলা যায়- যে সকল প্রার্থীরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ANM ও GNM পাশ।
যারা মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য নিজ আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রী পাশ। যে সকল প্রার্থীরা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এমবিবিএস ডিগ্রী (MBBS) পাশ। এছাড়া, পরীক্ষাগার প্রকর্মী পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা হতে হবে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও ডিপ্লোমা।
৫) বয়সসীমা
প্রতিটি নিয়োগের জন্য বয়সসীমা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতার মাপকাঠি। কোন পদের জন্য বয়সসীমা কত রাখা হয়েছে, চাকরিপ্রার্থীরা সে বিষয়ে জেনে নিন। ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ পদের জন্য আবেদনরতদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ‘মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার’ পদের আবেদনকারীদের বয়স হতে হবে একই রকম ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ‘জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মো’ পদের জন্য আবেদনকারী দের বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। এবং ‘পরীক্ষাগার প্রকর্মী’ পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
৬) বেতন
উল্লিখিত প্রত্যেকটি পদে যে সকল প্রার্থী নিয়োগ পাবেন, তাদের নির্দিষ্ট নিয়ম মতো ভালো স্যালারি প্রদান করা হবে। প্রতিমাসে নিযুক্তদের পারিশ্রমিক যথেষ্ট ভালো হবে। বেতন সংক্রান্ত বিষয়ে আরো জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
৭) আবেদন প্রক্রিয়া
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে অনলাইন মারফত। কিভাবে নিজের আবেদন জমা করবেন, স্টেপ বাই স্টেপ জেনে নিন।
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করুন রিক্রুটমেন্ট অপশনে।
- সেখান থেকেই পেয়ে যাবেন আবেদন জানানোর লিংক। এই লিংকে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নিন।
- আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একে একে স্ক্যান করে সাবমিট করুন। তারপর আবেদনমূল্য জমা করে সাবমিট করে দিন অ্যাপ্লিকেশনটি।
- আপনার আবেদনের পর জমা হয়ে যাবে। ফর্ম জমা হয়ে গেলে তার একটি হার্ডকপি পাবেন। এরপর সেটিকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
- কোন ঠিকানায় জমা করবেন? আবেদনপত্র জমা করার ঠিকানা- CMOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar এই ঠিকানায় জমা করতে হবে।
৮) আবেদনের সময়সীমা
প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট আবেদন সময়সীমা থাকে। এই সময়সীমার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হয়। এই নিয়োগের জন্য আবেদন জমা করা যাবে আগামী ২৪ জুন ২০২৪ তারিখের মধ্যে। চাকরিপ্রার্থীরা অবশ্যই সময়সীমার মধ্যে নিজের অ্যাপ্লিকেশন জমা করবেন। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।