WBJEE Councelling 2024: রাজ্য জয়েন্টের কাউন্সিলিং আপডেট! কবে থেকে ভর্তি শুরু? কিভাবে ভর্তি হবেন, বিস্তারিত জানুন

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি (WBJEE) পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। ছাত্রছাত্রীর জন্য এই পরীক্ষা (WBJEE) অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এই রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যগুলির ছাত্রছাত্রীরা (WBJEE)। পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার পর শুরু হয় কাউন্সিলিং (WBJEE Councelling)। জয়েন্টের ছাত্র-ছাত্রীদের কাছে কলেজ বাছাই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সের জন্য কবে থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং? এই বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে। (WBJEE Councelling 2024)

WBJEE Councelling 2024

পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষাটি প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে কে কোন আসন পাবেন, সেই আসন বণ্টন অর্থাৎ সিট অ্যালটমেন্ট প্রক্রিয়ার প্রথম রাউন্ডের ফলপ্রকাশ হয়েছে গত কাল ২৩ জুলাই। যে সকল ছাত্র-ছাত্রী এই রাউন্ডে আসন পাবেন, তাঁদের সকলকে জমা দিতে হবে অ্যাক্সেপ্টেন্স ফি।

এর পাশাপাশি, যে সকল প্রতিষ্ঠানে তাঁরা সুযোগ পেয়েছেন সেখানে তাঁদের যোগাযোগ করতে হবে। নিয়মে বলা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলিতে তাঁদের যোগাযোগ করতে হবে নথি যাচাই ও ভর্তি হওয়ার জন্য। এই প্রক্রিয়ার জন্য ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক। ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়াটি করতে হবে তাঁদের।

স্কুলের পরীক্ষার নিয়ম বদলে গেল। দ্বিতীয় সেমেটিভ পরীক্ষা নিয়ে বড় আপডেট! জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

WBJEE First Round Councelling 2024

২৩ জুলাই থেকে আরম্ভ হয়েছে প্রথম রাউন্ডের আসন বণ্টন (WBJEE) প্রক্রিয়া। এই মাসের শেষের দিকে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের দ্বিতীয় রাউন্ডে আসন বণ্টনের‌ রেজাল্ট আউট হবে। আগামী ৩১ জুলাই দ্বিতীয় রাউন্ড আসন বন্টন অর্থাৎ সিট অ্যালাটমেন্টের রেজাল্ট আউট। আর রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গেই সেরে ফেলতে হবে পেমেন্টের কাজ। তার সঙ্গে ছাত্র-ছাত্রীদের অবশ্য যোগাযোগ করতে হবে নির্দিষ্ট প্রতিষ্ঠানে।

সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ও এডমিশনের কাজ শুরু করতে হবে। দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালটমেন্টের জন্য ৩১ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে শুরু করে দিতে হবে এই প্রক্রিয়া।‌ তবে সিট অ্যালটমেন্ট নিয়ে আরও রাউন্ড হবে। মপ আপ রাউন্ড হবে আগামী আগস্টে মাসেই। প্রক্রিয়াটি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এই মপ-আপ রাউন্ড ৭ অগাষ্ট শেষ হবে। রাউন্ডের ফল বেরোবে আগামী ৯ আগস্ট।

শিক্ষকদের ছুটি কমিয়ে দিল সরকার! মানতে হবে ‘এই সমস্ত’ নির্দেশ! নোটিশ জারি করে কড়া পদক্ষেপ সরকারের

এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ তারিখ

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) প্রথম রাউন্ডের আসন বণ্টন শুরু হবে আগামী ২৩ জুলাই, ২০২৪ থেকে। আসনের জন্য ফি দেওয়া এবং রিপোর্টিং হবে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত। জয়েন্ট এন্ট্রান্স দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টন প্রক্রিয়া শুরু হচ্ছে এই মাসের শেষে আগামী ৩১ জুলাই, ২০২৪ থেকে। আসনের জন্য ফি জমা দেওয়া ও রিপোর্টিং হবে আগামী ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে মপ-আপ রাউন্ড। আর মপ আপ রাউন্ডটি আরম্ভ হবে আগামী ৫ আগস্ট থেকে যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। মপ আপ রাউন্ড এর ফলপ্রকাশ হবে আগামী ৯ আগস্ট ২০২৪।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ কাউন্সেলিংয়ের জন্য প্রতি শিক্ষার্থীকে আগে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। আর এই প্রক্রিয়াটির জন্য ছাত্র-ছাত্রীদের ভিজিট করতে হবে WBJEE– এর অফিসিয়াল সাইটে। আর সেখানে গিয়ে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য, পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর ও পছন্দ অনুযায়ী কলেজ বাছাই করে নিতে হতো। জয়েন্ট এন্ট্রান্স রেজিস্ট্রেশনের পর আবেদন কারীকে তাঁর পছন্দ অনুযায়ী কলেজ বাছাই করে নিতে হয়। এখনো, জয়েন্ট এন্ট্রান্স সম্পর্কিত বিষয়ে আরো জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।