WBMSC Recruitment: বিরাট খবর! 3000 শূন্যপদে চাকরি দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন! জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই এক ভালো খবর (WBMSC Recruitment)। প্রচুর শূন্য পদে নিয়োগ দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। আর নিয়োগ নিয়ে সুখবর এলো সম্প্রতি। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা আপনারা নিশ্চয়ই অনেকদিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে (WBMSC Recruitment) নতুন আপডেট পাওয়ার অপেক্ষায় ছিলেন। আর এবার চলে এল সেই আপডেট (WBMSC Recruitment)। আগেই শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলির প্রায় ৩০০০ শূন্যপদ ফাঁকা রয়েছে। অবিলম্বে সেই সকল শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছিল আদালত।

WBMSC Recruitment 2024

বর্তমানে পশ্চিমবঙ্গের প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। যার জন্য চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মাদ্রাসার নিয়োগ। এর আগে মাদ্রাসার শূন্যপদ সংক্রান্ত তথ্য সামনে আসার পর রাজ্যকে কড়া নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC Recruitment) হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয় অতিসত্বর যেন শূন্যপদ পূরণ হয়। সেইমতো দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালানো হয় কমিশনের তরফে (WBMSC Recruitment)।অপেক্ষারত চাকরি প্রার্থীদের অবিলম্বে নির্দিষ্ট শূন্যপদ গুলিতে নিয়োগ দেওয়ার কথা বলা হয় (WBMSC Recruitment)। ফলে তড়িঘড়ি ব্যবস্থা নেয় কমিশন।

আর সেখান থেকেই চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। ১৪ বছর পর বিপুল শূন্যপদে নিয়োগ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC Recruitment) বা WBMSC। সম্প্রতি এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে কমিশন। প্রায় ১৪ বছর পর ৩০০০ শূন্যপদে নতুন করে নিয়োগ হচ্ছে। সমস্ত চাকরিপ্রার্থীরাই পেলেন ভালো খবর। এর আগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালানো হয়নি বলে কার্যত জরিমানার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। তাই আর দেরি না করে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে তৎপর ছিল কমিশন। সম্প্রতি জারি হল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? নিশ্চয়ই জানার আগ্রহ বাড়ছে আপনারও।

বাড়ি বসে সরকারি চাকরি! প্রতিমাসে ইনকাম 60,000 টাকা! এই সুযোগ মিস করবেন না

WBMSC Recruitment New Notice

সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর তার সঙ্গে ৯৮৫৫৫ জনের নাম সমন্বিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে তালিকায় নাম থাকা প্রার্থীদের তথ্য আপলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন ১০/৯/২৪ তারিখের মধ্যে 1st SLST (NT) গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে চলেছে। তাই কমিশনের ওয়েবসাইটে যে সকল প্রার্থীদের নাম তালিকায় উল্লেখ করা হয়েছে, তাঁরা অতি অবশ্যই ২/৮/২৪ তারিখ থেকে ৯/৮/২৪ এই তারিখের মধ্যে লগইন করে নিজেদের সমস্ত তথ্য গুলি আপলোড করবেন।

যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি দেবেন। কিভাবে তথ্য আপলোড করবেন ও কিভাবে তথ্য জমা দেওয়া যাবে তার বিস্তারিত বিবরণ কমিশনের ওয়েবসাইটে আরো স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তাই আপনারা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে অংশগ্রহণ করতে চান আপনার নাম যদি তালিকায় থাকে, তাহলে অতি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, যে যে তথ্য চাওয়া হয়েছে এবং যেভাবে তথ্য জমা দিতে বলা হয়েছে সেভাবে তথ্যগুলি আপলোড করুন।

গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন পদে প্রচুর চাকরির সুবর্ণ সুযোগ! প্রতিমাসে উচ্চ বেতন! আবেদন জানান অনলাইনে

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রাজ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। ধীরে ধীরে সমস্ত শূন্যপদ পূরণের বন্দোবস্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, তার জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার ফলে প্রচুর চাকরিপ্রার্থী একযোগে নিয়োগ পাবেন। তাই সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর।

হাজার হাজার শূন্য পদে নিয়োগ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হচ্ছে। আপনারা এই বিজ্ঞপ্তি থেকে বহু অতিরিক্ত তথ্য পাবেন। আশা করা যায় আপনাদের সুবিধা হবে। বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। নতুন আপডেটে সরাসরি ওখান থেকে জানতে পারবেন।