Job Recruitment – রাজ্যে গ্রুপ-সি পদে একাধিক কর্মী নিয়োগ! জেনে নিন আবেদনের পদ্ধতি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র তরফ থেকে সম্প্রতি আবারও একটি Job Recruitment এর ঘোষণা করা হল। তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে একাধিক পন্থা গ্রহণ করেছেন। একাধিক স্কলারশিপ থেকে শুরু করে তিনি স্নাতক স্তরে শিক্ষার্থীরা যাতে বিনামূল্যে সরকারি চাকরির জন্য পড়তে পারে সেই ব্যবস্থাও করেছেন। এর মাধ্যমে আপনাকে যেকোনো ধরনের গ্রপ-সি, গ্রুপ-ডি, আই-আই-টি এবং বিভিন্ন ধরনের টেকনোলজিকাল কোর্স সহ স্টেনোগ্রাফিও শেখানো হচ্ছে। এর মাধ্যমে অনেকে সরকারি চাকরির জন্য আবেদন করে সফলতাও লাভ করেছেন।

WBPSC Job Recruitment Group C

এবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাজ্যের আদালতে কর্মী নিয়োগের (Job Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। এর জন্য কিন্তু অনেক আগে থেকেই সরকার প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে। তবে এই রিক্রুটমেন্ট শুধু মাত্র রাজ্যের যেকোনো জেলার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য রাজ্জগুলিতে নয়।

যে সকল চাকরিপ্রার্থী এতদিন একটি ভালো বেতনের চাকরি খুঁজছিলেন তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। নারী ও পুরুষ উভয়য়েই গ্রুপ-সির এই পদের জন্য আবেদন যোগ্য। তবে এখানে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি আরও বিশেষ কিছু যোগ্যতা লাগছে যেহেতু এটি গ্রুপ-সির রিক্রুটমেন্ট। যেসকল ব্যক্তিরা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক তারা ডিটেলসে জেনে নিন।

পুরুষ ও মহিলা উভয়ই করতে পারবেন আবেদন। জানুন আবেদনের পদ্ধতি।

Job Recruitment এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। পদের নাম হল স্টেনোগ্রাফার গ্রেড সি। রাজ্যের যেসকল চাকরি প্রার্থীরা ইচ্ছুক তাদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো কোর্স থাকতে হবে। যেহেতু কাজটি স্টেনোর অপরে সুতরাং সেখানে স্টেনো জানতে হবে। এছাড়াও লাগছে বেসিক কম্পিউটার কোর্স। যেখানে আপনার হাতের টাইপিং স্পিড খুব ভালো হতে হবে।

এই পোস্টের জন্য একাধিক শূন্যপদ আছে, কিন্তু সঠিক কটি শূন্যপদ আছে তা বলা যাচ্ছেনা। আমরা সকলেই জানি প্রাপ্তবয়স্ক না হলে সরকারি কোনো কাজের জন্য আমরা আবেদন করতে পারিনা। এক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছুনা। আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স লাগছে 18 বছর বয়স আর সর্বাধিক বয়সসীমা থাকতে হবে 32. এর বয়সঊর্ধ্ব ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

স্টেনোগ্রাফার গ্রেড সি পদে চাকুরিজীবীরা পাবেন 28 হাজার 900 টাকা থেকে এবং সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে 74 হাজার 200 টাকা পর্যন্ত। আবেদন করার সময় সাধারন সম্প্রদায়ের লাগছে 800 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের লাগছে 300 টাকা আবেদন ফী বাবদ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা Job Recruitment এর জন্য আবেদন পত্র জমা করতে পারবেন 15 ই মার্চ 2024 তারিখ এর পূর্বে।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য হাইকোর্টের।

আবেদনের পদ্ধতি
১) প্রথমে একটি লিগাল সাইজের (8.5×14) আবেদনপত্র প্রস্তুত করতে হবে যা অফিসিয়াল নোটিশ অনুযায়ী আদর্শ ফরমেট হতে হবে।
2) আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। সাথে সাথে দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৩) এর পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ পত্রটি খামের মধ্যে ভরে সেটিকে Job Recruitment এর জন্য উল্লিখিত স্থানে জমা করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
২) এরপর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট এর জেরক্স কপি ।
৩) আবেদনকারীর পরিচয় পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি।
৪) প্রার্থী সংরক্ষিত জাতি থেকে হয়ে থাকলে তার কাস্ট সার্টিফিকেট এর জেরক্স কপি।
৫) কম্পিউটার সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৭) অন্যান্য জরুরী ডকুমেন্টস সমুহ।

Scroll to Top