WBPSC Recruitment – পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞ্প্তি প্রকাশিত, স্নাতক পাশে আবেদন।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! WBPSC Recruitment এর নিয়োগ বিজ্ঞ্প্তি প্রকাশিত। HOME & HILL AFFAIRS DEPARTMENT, GOVT. OF W.B-র অধীনে কর্মী নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কোন পদে নিয়োগ করা হবে? কারা আবেদন করতে পারবে? কীভাবে আবেদন করতে হবে? চলুন সেই সব বিষয় আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

WBPSC Recruitment

পদের বিবরণঃ
HOME & HILL AFFAIRS DEPARTMENT, GOVT. OF W.B-র অধীনে Lab Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদঃ
উক্ত পদের জন্য মোট ২২টি শূন্যপদ রয়েছে। সংরক্ষিত শ্রেণীদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। যেমন UR-র জন্য ৮টি, OBC A-র জন্য ২টি, OBC B-র জন্য ২টি, SC-র জন্য ৪টি, ST শ্রেণীর জন্য ১টি, PwBD (SC)-র জন্য ১টি, প্রাক্তন কর্মচারীর জন্য ১টি শূন্যপদ, MSP-র জন্য ১টি এবং EWS-র জন্য ১টি আসন সংরক্ষণ করা হয়েছে।

রাজ্যে আবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন? জেনে নিন।

WBPSC Recruitment এ আবেদনের যোগ্যতাঃ
ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বাসিন্দা উক্ত পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা থাকলেই আবেদন করা যাবেন

তবে বিজ্ঞপ্তিতে বয়স, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছুই বলা হয়নি। এই সমস্ত বিষয়গুলি বিস্তারিত ভাবে জানার জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এ যেতে হবে। আগামী ১লা ফেব্রুয়ারী থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

WBPSC Recruitment এ আবেদন পদ্ধতিঃ
বাড়িতে বসে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in থেকে প্রার্থীদের আবেদন করতে হবে। আগামী ৬ই ফেব্রুয়ারী ‘২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি।

শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সপ্তম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুযোগ।

উক্ত পদে আবেদন করার আগে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে হবে। কোনো প্রার্থী যদি আগে রেজিস্টার করে থাকেন, তাকেও রেজিস্টার করতে হবে। আপনি এখন থেকে রেজিস্টার প্রক্রিয়া সেরে রাখতে পারেন। আগামী ২৭ শে ফেব্রুয়ারী ‘২৪ তারিখ দুপুর ৩টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত অনলাইনে ফিস পেমেন্ট করা যাবে।

Leave a Comment