কয়েকদিন ধরে শীত গায়েব রয়েছে রাজ্য থেকে। কি হতে চলেছে আগামী দিনে? কি বলছে Weather Report? বেড়েছে তাপমাত্রার পারদ। সকালের দিকে থাকছে ঘন কুয়াশা। বড়দিনের আগে থেকেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে শীত কমতে শুরু করেছে। যদিও উত্তর বঙ্গের মানুষ কনকনে শীত উপভোগ করছে। এ বছর দক্ষিণ বঙ্গে সেভাবে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Weather Report
শীত উধাও হলেও সকালের দিকে দক্ষিণ বঙ্গের জেলা গুলি ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এদিকে বেলা বাড়লে উঁকি দিচ্ছে রোদ। সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি গায়ে লাগলেও, বেলায় শীতের রোদে পিঠ লাগিয়ে বসার উপায় নেয়। এ বছর দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে আবার শীত ফিরবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চিত আবহাওয়াবিদরা। (Weather Report)
আবহাওয়ার ভোল বদল! রাজ্যের তাপমাত্রা বাড়বে, টানা পাঁচদিন প্রবল বৃষ্টিপাত।
বঙ্গপোসাগরে ঘূর্ণিবাতের কারণে উত্তরে হাওয়ার দাপট কমেছে এবং পুবালী বাতাসের কারণে রাজ্যের জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গে শীতের চরিত্র কিছুটা এমনই থাকবে বলে জানাচ্ছে, হওয়া অফিস। Weather Report অনুযায়ী আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
তবে দক্ষিণ বঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের চরিত্র অনেকটা আলাদা। উত্তর বঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। রাতের তাপমাত্রা অনেকটায় কম থাকছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় উত্তর বঙ্গে ভ্রমণ খুবই মজাদার হবে। আগামী পাঁচদিন হিমালয় লাগোয়া উত্তর বঙ্গের তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস।
ভোটের কথা মাথায় রেখে চালের দাম কমালো মোদী সরকার। কত টাকা কমবে?
তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিম রাজ্যে বরফ পড়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, আজ থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সহ সিকিম, কেরালা ও তামিলনাড়ু রাজ্যের বিচ্ছিন্ন ভাবে বজ্রঝড় হতে পারে। আগামী ৩১ শে ডিসেম্বরে কর্নাটকে বিচ্ছিন্ন ভাবে বজ্রঝড় এবং কেরালা ও তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।