Constable Recruitment – নতুন চাকরির বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে হবে কর্মী নিয়োগ।

লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য চমকপ্রদ খুশির খবর (Constable Recruitment). এবার সিভিক ভলেন্টিয়াররা যারা এতদিন একটি স্থায়ী চাকরির আশায় ছিলেন তাদের সদইচ্ছা পূরণ করা হবে। স্থায়ী চাকরির পাশাপাশি তারা তাদের এই নিম্নতম বেতন বৃদ্ধি ও নানান বিষয় নিয়ে দাবি করেছিলেন। তাদের দাবি ছিল যথাযথ তাই রাজ্য সরকার এই বিষয়ে তলীয়ে দেখেছেন। বলা যেতে পারে অবশেষে সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্য খুললো।

West Bengal Constable Recruitment

সিভিক ভলেন্টিয়ারদের  চাকরি দেওয়া হবে জুনিয়ার কন্সটেবেল পদে। প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে 15 থেকে 20 জন। রাজ্যে আর কিছুদিন পরেই লোকসভা ভোট। ভোটের সময় এত মারদাঙ্গা সিকিউরিটি মাত্র এই কয়জন কন্সটেবেলকে নিয়ে সম্পূর্ণ করা একটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এর অপরে বেস করেই সিভিক ভলেন্টিয়ারদের কন্সটেবেল পদে নিয়োগের (Constable Recruitment) সিদ্ধান্ত নেন রাজ্য।

পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি।

এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বেতন যদিও সম্প্রতি বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1 হাজার টাকা বাড়ানো হয়েছে তবুও সিভিক ভলেন্টিয়াররা মোটেই খুশি নয়, ফলে Constable Recruitment হলে তাদের বেতনও অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া কন্সটেবেল পদে নিয়োগ হলে সিভিক ভলেন্টিয়াররা পরে পদন্নোতির সুযোগও পাবে।

সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল এ পদোন্নতির আবেদন লোকসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে। তবে এখানে ক্ষতিও হয়ে যাচ্ছে একাংশের। যেসকল চাকরিপ্রার্থী এতদিন তাদের মাথার ঘাম এক করে কন্সটেবেল পদের জন্য পড়াশোনা করছিলেন তারা এখানে এই বছর আর আবেদনের সুযোগ পাচ্ছেন না। রাজ্যে বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার যে সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন একমাত্র তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য হাইকোর্টের।

নবান্নের এই সিদ্ধান্তে দিশেহারা চাকরিপ্রার্থীরা। তাদের আশার কথা না ভেবে নবান্ন প্রধান মমতা বানেরজী-র এই সিদ্ধান্তকে কিছুতের জেন বিশ্বাস করতে পারছেন না তারা। এছাড়াও এই সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও আবেদনের পদ্ধতি, আবেদনের সময় বেতন , যোগ্যতা কোনো কিছুরই উল্লেখ করেনি মমতা সরকার। এই সম্পর্কে সর্বপ্রথম জানতে চোখ রাখুন আমাদের পেজে।