West Bengal Recruitment: হাইকোর্টের রায়ে ঘুরে গেল খেলা। পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ে বড় আপডেট। চিন্তায় পড়লেন চাকরিপ্রার্থীরা

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত চিন্তার খবর। রাজ্যে সমস্ত চাকরির নিয়োগ বন্ধ হয়েছে। ‌দিনের পর দিন ধরে কর্মসংস্থানের আশায় থাকা চাকরিপ্রার্থীদের মাথায় হাত। ‌এই পরিস্থিতি কতটা জটিল হতে চলেছে? চাকরি নিয়ে হাহাকার আর কতদিন চলবে পশ্চিমবঙ্গে? রাজ্যের কর্মসংস্থান (West Bengal Recruitment) এখনো পর্যন্ত আশানুরূপ নয়। আগামী দিনে নিয়োগ (West Bengal Recruitment) নিয়ে কতদূর জল গড়াবে, তা নিয়ে আজও চিন্তায় চাকরিপ্রার্থীরা। কিন্তু রাজ্যে সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ হওয়ার পিছনে আসল কারণ কি? নেপথ্যে থাকা কারণ আসুন জেনে নেওয়া যাক। (West Bengal Recruitment)

West Bengal Recruitment Update

সকলেরই আশা থাকে পড়াশোনার পর জীবনে প্রতিষ্ঠিত হবেন। কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে সুখবরের বদলে চিন্তার খবর বারংবার সামনে এসেছে। বহুদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন বহু প্রার্থী (West Bengal Recruitment)। ‌কিন্তু নির্দিষ্ট কিছু পদ ছাড়া‌ রিক্রুটমেন্ট হয়নি ‌সেরকমভাবে কোথাও।
যার কারণে আরও বেড়েছে চাকরি নিয়ে চিন্তা। ‌আশা করা যাচ্ছিল, ভোট মিটলে চাকরির চিন্তা কিছুটা কমবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, চিন্তা কমার বদলে ভোটের পর আরও গাঢ় হলো‌ চাকরি চিন্তার কালো মেঘ। পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ (West Bengal Recruitment) বন্ধ হল অনির্দিষ্টকাল এর জন্য। তাহলে কি বাংলার চাকরিপ্রার্থীরা আর চাকরির সুযোগ পাবেন না? আর হঠাৎ করে কোন কারণে নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো? এই সকল প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারংবার।

কেন বন্ধ হল পশ্চিমবঙ্গের নিয়োগ?

প্রথম থেকেই যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে তা হলো, কেন অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গের নিয়োগ (West Bengal Recruitment) থমকে গেল। আসলে এই ঘটনার সঙ্গে জড়িত কলকাতা হাইকোর্টের রায়। আর এই রায় ঘোষণার পরেই নিয়োগ স্থগিত রাখার ‌সিদ্ধান্ত এসেছে। অতি সম্প্রতি ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে নতুন রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata HC)।

হাইকোর্টের তরফে বলা হয়েছে ২০১০ সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি (OBC Certificate) বাতিল হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ আদালতের রায় বলছে তৃণমূল জমানার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে (OBC Certificate Canceled in WB)।
২০১০ সালের পর অর্থাৎ ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় ৫ লক্ষেরও বেশি প্রার্থীর ‍OBC সার্টিফিকেট (OBC Certificate) এক লহমায় বাতিল হয়ে গেছে আদালতের সিদ্ধান্তের কারণে।‌ আর যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়ায় (West Bengal Recruitment)।

OBC সার্টিফিকেট বাতিলের রায়

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের ‌ রায় ঘোষণা করে। ‌ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়‌ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ২০১০ সালের পর থেকে ওবিসি সার্টিফিকেটগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা হয়নি।

আর সেই যুক্তিকেই দায়ী করে ২০১০ সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। ‌হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, যারা চাকরি পেয়ে গেছেন, অথবা চাকরি প্রক্রিয়ার মধ্যে আছেন, তাদের জন্য এই নির্দেশ কার্যকরী হবে না।

অর্থাৎ ওবিসি ‌সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়তে হবে না তাঁদের। তবে উচ্চ আদালত এটাও বলেছে, নতুন করে কোন প্রার্থী OBC সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না। অতএব সার্টিফিকেট নিয়ে জটিলতা চলছেই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, উচ্চ আদালত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে বলে, পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকবে কেন? আসুন এবার সেই উত্তর খুঁজে নেওয়া যাক।

TET: টেট পরীক্ষার্থীদের সার্টিফিকেট দিচ্ছে কমিশন! কিভাবে ডাউনলোড করবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন

পশ্চিমবঙ্গের নিয়োগ থমকে কেন?

কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল রায় প্রথম থেকেই মানেননি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচার অস্বীকার করছে রাজ্য সরকার। আর সেই কারণে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। এ বিষয়ে জানা যাচ্ছে, হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চাইছে পশ্চিমবঙ্গ সরকার।


সেই কারণেই সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করা হবে। আপাতত তার প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই মামলা পাল্টা মামলা দায়ের হওয়ার কারণে প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়ায়। মনে করা হচ্ছে, এরপর সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে। সুপ্রিম কোর্টের বিচার অনুযায়ী নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে অগ্রসর হওয়া হবে।

Ration Card: চাল, ডাল অনেক হল! এবার রেশনে সরষের তেল দিচ্ছে সরকার। কবে থেকে মিলবে? কারা পাবেন? জানুন

সরকারি চাকরির নিয়োগ বন্ধ

সরকারি চাকরিতে ওবিসিদের আলাদা সংরক্ষণ দেওয়া হয়। হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রায় এই সংরক্ষণ তালিকায় প্রশ্নচিহ্ন ফেলেছে। গোটা বিষয়টি নিয়েই জটিলতা চলছে। ওবিসিরা আলাদা করে সংরক্ষণ পাবেন কিনা, তারা এখন নতুন করে কিভাবে সার্টিফিকেট তৈরি করবেন, গোটা বিষয়টিতে ধোঁয়াশায় চাকরিপ্রার্থীরা।
বহু ওবিসি চাকরিপ্রার্থী সরকারের সাহায্যের আশায়। তাই সবদিক বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, যতক্ষণ না মামলায় নির্দিষ্ট কোন রায় আসছে, ততক্ষণ পর্যন্ত নতুন করে কোন চাকরির বিজ্ঞপ্তি জারি হবে না। পশ্চিমবঙ্গের কোন সরকারি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে সমস্ত চাকরির পরীক্ষা। যদি শীঘ্র জট কাটে তাহলে আবার শুরু হবে সমস্তটা।

কবে থেকে শুরু হবে নিয়োগ?

এখনো পর্যন্ত জানা যায়নি কবে থেকে আবার রাজ্যে সরকারি কর্মী নিয়োগ শুরু হবে। আপাতত ধারণা করা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায় যত শীঘ্রই আসবে, তত তাড়াতাড়ি নতুন করে রাজ্যে নিয়োগ‌ শুরু হবে। আর সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক -যুবতীদের।