আপনি কি সরকারি চাকরির কথা ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর! রাজ্য সরকার এবার সুখবর নিয়ে এলো চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে Teachers Recruitment. আলিপুরদুয়ার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি। ৩৩, ৪০০ টাকা থেকে ৮৬, ১০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে উক্ত স্কুলে শিক্ষকের বেতন। এর সাথে আরো আছে বিভিন্ন পরিষেবার সুযোগ। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আলিপুরদুয়ারের প্রশাসনিক সরকার আলিপুরদুয়ারের বীরপাড়ার সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ে শিক্ষকের জন্য শূন্যপদে দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Teachers Recruitment এ কারা করতে পারবেন আবেদন?
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই পদে অফলাইনে জমা দিতে পারেন নিজেদের আবেদন পত্র। এই স্কুলে শিক্ষকের জন্য ২টি শূন্যপদ রয়েছে।চাকরিপ্রার্থীদের বয়সের সময়সীমা হবে ৪০ বছর। এসটি ও তপশিলী জাতিভুক্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত দরিদ্রতম প্রার্থীদের নিয়োগ করা হবে ২টি পদেই। বলে রাখি,এই স্কুলে প্রথমে অস্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হলেও পরবর্তীতে স্থায়ী হতে পারে পদটি।
Teachers Recruitment এ কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?
1. অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে আবেদনকারীকে।
2. পাশাপাশি, হান্ডিক্যাপন্ড থেকে ডিপ্লোমা থাকতে হবে ‘টিচিং দ্য ব্লাইন্ড’-এ।
3. কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘টিচিং দ্যা ব্লাইন্ড’ বা দৃষ্টিহীনদের পড়ানোর শংসাপত্র থাকতে হবে প্রার্থীদের।
4. যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেই বিষয়ে স্নাতক পর্যায়ে অনার্স ডিগ্রি থাকলে সেই প্রার্থীর সবার আগে সুযোগ পাবেন চাকরির জন্য।
5. শুধু তাই নয়, সঙ্গে বাংলা ভাষায় লেখা এবং পড়ানোর বিশেষ দক্ষতা থাকতে হবে।
6. এছাড়াও, স্পেশাল বিএড বা সমতুল্য যোগ্যতার সঙ্গে ব্রেল বিষয়ক জ্ঞান থাকতে হবে।
পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কারা করতে পারবেন আবেদন?
বেতন:
যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে বেতন হবে প্রতি মাসে ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা
Teachers Recruitment এ কিভাবে আবেদন করবেন?
৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী,আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র উক্ত ঠিকানায় জমা দিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। কোনো অর্থের প্রয়োজন হবে না আবেদন করতে। আবেদন জানানোর জন্য একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ অন্যান্য যোগ্যতার কাগজপত্র একত্রে করে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
প্রকাশিত হলো ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার রেজাল্ট। কে কে চাকরি পেল ক্লিক করে জেনে নিন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
The Chairman of Selection Committee, Subodh Sen Smriti Dristihin Vidyalaya, C/o- Sub Divisional Officer, Alipurduar Sadar, Alipurduar Court, Dist:- Alipurduar, 736122, W.B.