80C Deduction: ধারা 80C আসলে কী? কারা পাবেন আয়করে ছাড়? কোন বিনিয়োগে মিলবে সুবিধা?

অর্থের বিনিয়োগের প্রতি যত্নবান প্রত্যেকটি মানুষ। সুনির্দিষ্টভাবে টাকা জমাতে কে না চান! বর্তমানে বিভিন্ন ধরনের বিনিয়োগ পদ্ধতি প্রচলিত। বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে আমরা প্রায়শই জানতে পারি আয়কর আইনের 80C ধারা প্রসঙ্গে কথা (80C Deduction)। এই ধারায় আয়করের ক্ষেত্রে ছাড় মেলে দেড় লক্ষ টাকার (80C Deduction)। এই ধারায় ছাড় পান করদাতারা (80C Deduction)। তবে এখনো পর্যন্ত এই ধারা নিয়ে নানান প্রশ্ন রয়ে যায় (80C Deduction)।

প্রশ্ন থেকে যায়, কোন কোন ক্ষেত্রে এই ছাড়ের সুবিধা মেলে? (80C Deduction) এই 80C ধারা বলতে কি বোঝায়? (80C Deduction) এই ধারার নিয়মগুলি কি কি, এখনো এসব সম্পর্কে বিস্তারিত তথ্য বহু মানুষই জানেন না (80C Deduction)। তাই আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এই ধারা সম্পর্কে সমস্ত কথা। (80C Deduction)।

80C Deduction আসলে কী?

আলোচনার প্রথমেই আমাদের জেনে নিতে হবে 80C ধারা আসলে কী (80C Deduction)। প্রতিটি অর্থবর্ষের ভিত্তিতে প্রতি আয়কর দাতাদের নির্দিষ্ট পরিমাণ টাকা কর (Tax) হিসেবে জমা দিতে হয় সরকারের কাছে। তবে আয়কর আইনের অধীনে এমন একটি ধারা রয়েছে, যেখানে আয়করদাতা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান। আর সেই ধারাকে 80C ধারা (80C Deduction) রূপে মান্যতা দেওয়া হয়।

এই ধারা অনুসারে কোন একজন করদাতা একটি নির্দিষ্ট অর্থবর্ষে তাঁর বিভিন্ন বিনিয়োগ ও খরচের পরিমাণের ওপর ভিত্তি করে আয়কর জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ছাড় পান (80C Deduction)। এই আইনের অধীনে একজন ব্যক্তি মোটামুটি ১.৫ লাখ টাকার ছাড় পাবেন। তবে বিষয়টি এমন নয় যে, একজন ব্যক্তি তিনি যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলেই ছাড় পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র বিশেষ কয়েকটি ক্ষেত্রে ব্যক্তি যদি বিনিয়োগ করেন, তবেই তিনি করযুক্ত আয়ের উপর ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন।

একজন বিনিয়োগকারী বিভিন্ন ধরনের বিনিয়োগ মাধ্যমগুলি ছাড়াও নির্দিষ্ট খরচের ক্ষেত্রেও 80C এর অধীনে আয়করের ছাড় পাবেন। উদাহরণ দেওয়া যায়, ১) গৃহঋণ নেওয়া, ২) বাড়ি বা ফ্ল্যাট কেনা, কিংবা ৩) সন্তানের শিক্ষা খাতে জন্য খরচ, ৪) এছাড়া, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশনের খরচ ইত্যাদি ক্ষেত্রে করের ছাড় পাওয়া যায়।

Electricity Bill 2024: আর চিন্তা নেই! এই ছয়টি উপায় মানলেই কমবে বিদ্যুতের বিল। জেনে নিন সিক্রেট

বর্তমানে ভারতের আয়কর সম্পর্কে ধারণা

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার একটি অন্তর্বর্তী কালীন বাজেট পেশ করে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ২০২৪ সংসদে পেশ হয় সেই বাজেট। কেন্দ্রীয় বাজেট অনুসারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান অর্থ-বছর (২০২৩-২০২৪)-এ ভারতীয় আয়কর কাঠামো থাকবে সম্পূর্ণরূপে অপরিবর্তিত।

সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে তৃতীয় কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে। আর সরকার গঠনের পর এও আগের মতোই রয়েছে 80C ধারা। এখনো পর্যন্ত এই ধারা অনুসারে বিনিয়োগ কারীরা বিশেষ বিনিয়োগের ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন।

Budget 2024: অপেক্ষার অবসান! দেশে লাগু হতে চলেছে অষ্টম বেতন কমিশন? বকেয়া ডিএ পাবেন কর্মীরা! মোট সাতটি দাবি জমা পড়লো সরকারের কাছে

80C ধারার অধীনে কোন কোন ক্ষেত্রে ছাড় মেলে?

একজন ভারতীয় বিনিয়োগকারী তাঁর যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে এই কর ছাড়ের সুবিধা পান না। এই ছাড় পেতে হলে নির্দিষ্ট বেশ কিছু স্কিমে বিনিয়োগ করতে হবে। এবার একনজরে দেখে নেওয়া যাক সেই স্কিমগুলি কি কি।

  • প্রথমত- একজন বেসরকারি কর্মী এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF এর মাধ্যমে আর্থিক সঞ্চয় করলে এই সুবিধা পাবেন। সংশ্লিষ্ট আর্থিক সঞ্চয় প্রকল্পে 80C ধারায় আয়কর ছাড়ের সুবিধা মেলে।
  • দ্বিতীয়ত- বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুবিধা দেওয়া হয়। যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC। এই সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে ব্যক্তি কর ছাড় পাবেন।
  • তৃতীয়ত- যারা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমাচ্ছেন, সেই সকল গ্রাহকরা 80C ধারার অধীনে আয়কর ছাড়ের সুবিধা পাবেন।
  • চতুর্থত- এর পাশাপাশি, ইক্যুইটি লিংক্ট সেভিংস বা ELSS এর ক্ষেত্রেও এই কর ছাড়ের সুবিধা মেলে।

বিনিয়োগের সীমা সম্পর্কে জানুন

বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধা পেতে বহু বিনিয়োগকারী উপরিউক্ত স্কিমগুলিতে টাকা জমান। উল্লিখিত স্কিমগুলির কোনোটিতে দেখা যায়, বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সীমা নির্ধারিত রয়েছে। উদাহরণ স্বরুপ বলা যায়, PPF স্কিমে বিনিয়োগ করতে চাইলে গ্রাহক এক অর্থবর্ষে বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা। আবার তিনি ELSS মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

সেক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করা হয়নি। বিনিয়োগ কারী নিজের ইচ্ছা মতো আর্থিক বিনিয়োগ করতে পারেন এবং আয়করে ছাড় পাবেন। অর্থাৎ, আপনিও যদি বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ধারার নিয়মকানুনগুলি সম্পর্কে অবহিত হয়ে নেবেন। আর ধারার নিয়ম অনুসারে ছাড় পাবেন।