Lakshmir Bhandar 2024: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে দেরি হচ্ছে? তাহলে ‘এই’ কাজটি করতে হবে। মা, বোনেরা জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের নামকরা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). প্রত্যেক বছর প্রচুর মহিলা নতুন করে এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেন। মাসে মাসে মহিলাদের ব্যাংক একাউন্টে চলে আসে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের টাকার পরিমান দ্বিগুণ করেছে। আগে রাজ্যের সাধারন শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন ৫০০ টাকা। আর সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পেতেন এক হাজার টাকা।

কিন্তু লোকসভা ভোটের মরশুম থেকে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন। কিন্তু অনেক মহিলা অভিযোগ করছেন যে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে (Lakshmir Bhandar). সেক্ষেত্রে কী করনীয়? কিভাবে টাকা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না?আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য।

লক্ষ্মীর ভান্ডারে বাড়ছে সুবিধা! পুজোর পরেই আসছে বড় চমক! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Lakshmir Bhandar Scheme 2024

বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar) যথেষ্ট নাম করেছে। শহরের মহিলাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মহিলাদের জন্যও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বিশেষ গুরুত্বপূর্ণ। মহিলারা নিজ হাত খরচা চালানোর পাশাপাশি, সংসারেও যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মহিলাদের স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল। ‌ আর সেই মতোই কাজ করছে সংশ্লিষ্ট প্রকল্পটি।

সাধারণত অন্যান্য প্রকল্পের মত লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)-এর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হয়, আবেদনপত্র পূরণ করতে হয় ও অন্যান্য নিয়মগুলো মানতে হয়। কিন্তু রাজ্যের বহুম মহিলা যাদের মধ্যে এখনও অনেকে আছেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি। আবার অনেকে KYC ঠিক রয়েছে বলেও দাবি জানাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে Kyc করে রাখা সত্ত্বেও অনেকের টাকা ঢুকছে না। এক্ষেত্রে সবার একটাই প্রশ্ন, এখন তাহলে কী করা যায়? ঠিক কী করলে একজন মহিলার একাউন্টে ঢুকবে টাকা?

লক্ষ্মীর ভাণ্ডার অতীত, মহিলারা বছরে এবার পাবেন ১ লক্ষ টাকা! বিরাট প্রতিশ্রুতি

লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢুকলে কি করবেন?

যদি আপনিও একই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টেও যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকে, অথবা টাকা ঢুকতে সমস্যা হয়, তাহলে আপনাকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে ও কি কি উপায়ে যোগাযোগ করা যায়? আসুন জেনে নেওয়া যাক।

  • লক্ষ্মীর ভান্ডার স্কিমের হেল্পলাইন নম্বরের দ্বারা আপনি যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল- 9137091370, 033-23341563,
  • পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার স্কিমের হেল্পলাইন ইমেল আইডিটি হল- support.lakhsmirbhandar -wb@nic.in।
  • এছাড়া, পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজ কল্যাণ হেল্পলাইন নম্বরটি হল- 033-23341563, 033-23371797
  • পশ্চিমবঙ্গ নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের হেল্প লাইন ইমেইল- secy.wcdsw@gmail.com।
  • আপনি সরাসরি ঠিকানায় গিয়েও যোগাযোগ করে নিতে পারেন। ঠিকানাটি হল- মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ,পশ্চিমবঙ্গ সরকার,বিকাশ ভবন, 10 তলা, ডিএফ ব্লক,সেক্টর 1, সল্টলেক সিটি,কলকাতা, ভেট বেঙ্গল, 700091।