বর্তমানে আমরা ডিজিটাল দুনিয়ায় বসবাস করি। টেকনোলজি আমাদেরকে এগিয়ে দিয়েছে অনেক টাই। এখন প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আর এই স্মার্টফোনে কানেকটেড ইন্টারনেট (Internet). কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায়, ইন্টারনেটের সমস্যায় ভুক্তভোগী গ্রাহক। অর্থাৎ ঠিকঠাক ভাবে নেট চলছে না ফোনে। আর এই বিষয়টি নিয়ে বেশ তিতিবিরক্ত সকলেই। বারবার রিফ্রেস করেও কোন লাভ হচ্ছে না? মোবাইল ফোনে নেট (Internet) ঠিকঠাকভাবে না চললে সেক্ষেত্রে আপনার কি করনীয়? জানেন? আসুন সেই বিষয়ে জানা যাক।
রেল যাত্রীদের মুশকিল আসান! সুপার অ্যাপ আনছে সরকার! কি কি সুবিধা পাওয়া যাবে?
What to do to get fast Internet
বর্তমান যুগে টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে ঠিকই। কিন্তু 4G, 5G আসার পরেও বেশ কিছু সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। বিশেষ করে স্লো ইন্টারনেটের (Internet) সমস্যার জন্য ভুক্তভোগী হয়েছে সবাই। বর্তমানে আপডেটেড 5G মোবাইল নেটওয়ার্কের আসলেও, অনেকেই কানেক্টিভিটি সমস্যার সম্মুখীন। অনেকেই সমস্যা সমাধানের জন্য কোম্পানির কাস্টমার কেয়ার হেল্পলাইন নম্বরে কল করছেন অথবা দোকানে গিয়ে অভিযোগ করছেন। কিন্তু জেনে রাখুন, যদি ফোনে ইন্টারনেট না চলে তাহলে এই দুটি কাজই করার দরকার নেই।
আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের এই সেটিংস চেক করুন ও কিছু ছোটখাটো পরিবর্তন করুন। তাহলেই কেল্লাফতে। এই পদ্ধতির অনুসরণ করার ফলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্টারনেটের সমস্যার সমাধান করা যেতে পারে। একটা বিষয় মনে রাখবেন, প্রায় প্রতিটি টেলিকম অপারেটর যেমন Jio, Airtel, Vi, BSNL, সবকটি কোম্পানি -রই নেটওয়ার্কের সমস্যার সমাধান করতে পারে, নির্দিষ্ট কিছু পদ্ধতি, আর সেই বিষয়ে জানা যাক।
দুরন্ত অফার! পাক্কা 1 বছরের রিচার্জ ফ্রিতে দিচ্ছে জিও! কিভাবে পাবেন এই সুবিধা? জেনে নিন
Steps for ensure fast internet in your phone
- প্রথম ধাপ: আপনার মোবাইল ডিভাইসটি রিস্টার্ট করুন।
- দ্বিতীয় ধাপ: যদি ডিভাইস রিস্টার্ট করলেও সমস্যার সমাধান না হয়, তাহলে একবার Wi-Fi চালু করে মোবাইল ডেটা বন্ধ করতে হবে।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপটি ওপেন করুন।
- এবার নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ চালু করুন
- Wi-Fi বন্ধ করুন এবং মোবাইল ডেটা চালু করে দিন।
- আপনার ডিভাইসটি এবার ইন্টারনেটের সাথে সংযুক্ত কিনা সেটি পরখ দেখুন।
- যদি তাও না হয় তাহলে ফোনের ডেটা বন্ধ করে ওয়াইফাই চালু করতে হবে।
- এরপর আবার চেক করুন আপনার মোবাইল ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত কিনা।
- এরপরেও যদি এটি কাজ না করে তবে সিগন্যালের গতিবেগ পরীক্ষা করতে হবে অথবা আপনার ফোনের এরোল্পেন মোড অন করতে হবে।
- এতগুলো কাজ করার পরেও যদি না ঠিক হয়, তাহলে জানবেন ফোনে নেটওয়ার্কের সমস্যা নেই, বরং সফটওয়্যারটি আপডেট করতে হবে।
- এছাড়া আপনি ইন্টারনেট প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ নেটওয়ার্কে কোনও সমস্যা থাকলে আপনাকে তাঁরাই সমাধানের পথ বলে দেবে।