সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্য সরকারের তরফে যে সমস্ত জনদরদী প্রকল্প কার্যকর করা হয়েছে সেই সমস্ত জনদরদী প্রকল্পের অধীনে টাকা দিতে দেরি করা হবে বলেই মনে করা হয়েছিল সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে। এমনকি নাগরিকরাও মনে করেছিলেন চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের ১৫ তারিখের আগে কোনভাবেই লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পগুলির অধীনে অনুদানের টাকা পাওয়া যাবে না। তবে অন্যান্য সমস্ত প্রকল্প নিয়ে সেভাবে প্রশ্ন না উঠলেও লক্ষ্মীর ভান্ডারের আওতায় কবে অনুদান পাওয়া যাবে তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মহিলারা। আর সেই প্রশ্নের উত্তরেই রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকে অবাক করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে জুলাইয়ের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, বিগত ৬ই জুলাই, ২০২৩ তারিখে অর্থাৎ বিগত বৃহস্পতিবার থেকেই রাজ্য সরকারের তরফে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। যদিও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বহু সংখ্যক মহিলা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান পাননি। একই সাথে সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মহিলাদের অনুদান প্রদান সম্ভব নয় বলেই জানানো হয়েছিল প্রকল্পের কর্মকর্তাদের তরফে। আর তাই ধীরে ধীরে এই প্রকল্পের অধীনে অনুদান বিতরণের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। সুতরাং আপনিও যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদানের টাকা না পেয়ে থাকেন তবে চিন্তা করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদানের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আরও পড়ুন:- আবাস যোজনার লিস্ট চেক করবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি।
এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, যেসমস্ত মহিলারা ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডারের সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছিলেন তারা চলতি মাসে অনুদানের টাকা পাবেন না। এই সমস্ত মহিলাদের সমস্যার সমাধান হলে তবে তারা পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের নির্বাচনের পর তৃণমূল শিবিরের মূল প্রচার মাধ্যম হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এমনকি এই প্রকল্পের মাধ্যমে সমগ্র রাজ্যে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছে রাজ্য সরকার। তবে চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একইভাবে তৃণমূলের সহায় হবে এমনটাই আশা রাখছেন ঘাসফুল শিবিরের কর্তৃপক্ষ। আর তাতেই পঞ্চায়েত নির্বাচন শুরু হবার ঠিক আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকর করে সমগ্র রাজ্যের মহিলাদের তথা সমগ্র রাজ্যের সাধারণ জনগণের মন জিততে মরিয়া রাজ্যের শাসক শিবির।