পশ্চিমবঙ্গের মহিলাদের স্বার্থে নতুন প্রকল্প তথা Government Schemes চালু করেছে রাজ্য সরকার। মহিলাদের কল্যাণে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা Lakkhir Bhandar Scheme. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্প চালু করে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন। যার জেরে ২০২১ এর বিধানসভা ভোটেও প্রাণ ভরে আশীর্বাদ করেছেন মা বোনেরা।
Government Schemes
পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতিমাসে হাত খরচা ও সংসার চালানোর জন্য সরকারের তরফে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো হয়। সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে চলে আসে প্রকল্পের অর্থ।
কিছুদিন আগে Government Schemes এর অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বেশ খুশি মহিলারা। তবে এবার আরও বেশি খুশি হতে চলেছেন তাঁরা। কারণ এবার মহিলারা পাবেন ১ লক্ষ টাকা। অবাক হচ্ছেন নিশ্চয়ই? যা শুনছেন একদম ঠিক। মহিলাদের ১ লক্ষ টাকা দেওয়া হবে। কবে থেকে পাবেন, কিভাবে পাবেন, সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম কী? (WB Lakkhir Bhandar Scheme 2024)
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। প্রকল্পটি বঙ্গ লক্ষ্মীদের জন্য। এই প্রকল্পে প্রধানত মহিলারা উপকৃত হন। মহিলাদের স্বার্থে চালু হওয়া এই প্রকল্পে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাঁদের ব্যাঙ্ক একাউন্টে চলে আসে। এই অর্থ মহিলারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। বাংলার প্রত্যন্ত অঞ্চলের অনেক মহিলা প্রকল্পের অর্থ সাংসারিক ক্ষেত্রে ব্যবহার করেন। মোটকথা এই প্রকল্পের ফলে সব মহিলারাই উপকৃত হয়েছেন।
আরও পড়ুন: LIC Policy Status – এজেন্ট ছাড়াই এবার তুলতে পারবেন ম্যাটুরিটির টাকা, জানুন বিস্তারিত।
আর সবচেয়ে ভালো কথা হল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল শ্রেণীর মহিলারা আবেদন জানাতে পারেন। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা আর তপশিলি শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে পাঠানো হতো। কিছুদিন আগেই সরকারের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে 1000 টাকা করে পাবেন, আর তপশিলি শ্রেণীর মহিলারা প্রতিমাসে 1200 টাকা করে পাবেন। নিঃসন্দেহে এই ঘোষণার পর সবার মুখেই হাসি ফুটেছে। খুশি রাজ্যবাসী মহিলারা।
ভারতের অন্যান্য রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প (Schemes for women in other states 2024)
শুধু যে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য Government Schemes রয়েছে তা নয়। ভারতের অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য Government Schemes চালু করেছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য মধ্যপ্রদেশের ‘লাডলি বেহনা যোজনা’ ও কর্ণাটক রাজ্যের ‘গৃহ লক্ষ্মী যোজনা’। এই দুটি Government Schemes যথেষ্ট জনপ্রিয়। রাজ্যের প্রত্যেক মহিলাকে সরকারের তরফে সাহায্য পাঠানো হয়।
টাকার পরিমাণ খুব বেশি না হলেও, মহিলারা তাঁদের প্রয়োজন মতো সাহায্য পান। তবে এবার একটি নতুন প্রকল্পের আভাস পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নানান প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে নতুন প্রকল্পের সুবিধা হয়তো পেতে চলেছে রাজ্যবাসী মহিলারা।
পশ্চিমবঙ্গের মহিলাদের দেওয়া হবে ১ লক্ষ টাকা (1 lakh rupees will be given to the women of the state of West Bengal)
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় সুখবর। কারণ এবার আর ১০০০ টাকা মাসিক সাহায্য নয়। সরাসরি এক লক্ষ টাকা করে পাবেন তাঁরা। অন্তত তেমনটাই ঘোষণা করা হয়েছে ভোটের মাঝে। এই ঘোষণা করলেন কারা? আসলে লোকসভা ভোট পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রতিশ্রুতির বন্যা বয়েছে।
রাজ্য সরকার, বিজেপি সরকারের মতো দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এই আবহে বলা হয়েছে, ২০২৪-এর অষ্টাদশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গবাসীকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, বিজেপিকে হারিয়ে কংগ্রেস যদি দেশের সরকার গঠন করতে পারে, তবে সকল মহিলাদের জন্য ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করা হবে।
পশ্চিমবঙ্গের মহিলারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। প্রকল্পের হাত ধরে মহিলারা নিজেদের ব্যাংক একাউন্টে বার্ষিক এক লক্ষ টাকা করে পাবেন। এবছর লোকসভা নির্বাচনে বারংবার এই প্রতিশ্রুতির স্মরণ করিয়েছে কংগ্রেস। তবে মহিলাদের মনে রাখতে হবে, প্রকল্পের ঘোষণা আপাতত প্রতিশ্রুতির পর্যায়ে রয়েছে। কংগ্রেস যদি সরকার গঠন করতে পারে তবেই প্রকল্প কার্যকরী হবে। আর দেশের মসনদে কে বসবেন তার ফল জানা যাবে আগামী ৪ জুন।