Yuvashree Prakalpa – যুবশ্রী প্রকল্পে নাম থাকলেই পাবেন টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি।

সম্প্রতি রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য চালু হয়েছে যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa). রাজ্যের সাধারণ জনগণের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে যাঁরা আবেদন করেছেন, তাঁরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 1 হাজার 500 টাকার আর্থিক সুবিধা। তবে এর জন্য যুবশ্রী প্রকল্পের তালিকায় আবেদনকারীদের নাম থাকতে হবে।

Yuvashree Prakalpa know about Benefit

আপনি যদি এখনও যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) আবেদন না করে থাকেন তাহলে আজই আবেদন করে ফেলুন। ক্যাফেতে না গিয়ে বাড়িতে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। কীভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন? নুন্যতম বয়স সীমা, এবং বিশেষ কিছু শর্ত পূরণ এই সকল বিষয় জেনে নিন আজকের প্রতিবেদনে মাধ্যমে বিস্তারিত।

দাঁড়াতে হবে না দুয়ারে সরকারে লম্বা লাইনে, 1 জানুয়ারি থেকে বাড়িতে বসেই মিলবে এই সরকারি সুবিধা।

যুবশ্রী প্রকল্পে (Yuvashree Prakalpa) আবেদন করার শর্তাবলী

আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে।
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ বা কোন প্রশিক্ষণ নিতে হবে।আবেদনকারীর নামে Employment Exchange Card থাকতে হবে।

যুবশ্রী প্রকল্পে (Yuvashree Prakalpa) আবেদন করার পদ্ধতি

এই প্রকল্পে আবেদন করার জন্য সবার প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর (Yuvashree Prakalpa) লেখা লিংকের ওপর ক্লিক করতে হবে। তারপর Jobseeker অপশন থেকে New Enrollment বেছে নিতে হবে। এরপর আবেদনকারীকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে।

এরপর সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করতে হবে। এরপর প্রার্থী অনলাইন মারফত একটি রশিদ পাবেন। সেখানে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড লেখা থাকবে। রেজিস্ট্রেশন ফর্ম ও রশিদটি প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। এরপর রেজিস্ট্রেশন ফর্ম ও রশিদ সহ আবেদনকারী কে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে।

 উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফেরত দিতে হবে ট্যাবের টাকা! হটাৎ এমন নির্দেশ

সেখানে রেজিস্ট্রেশন ফর্ম আর রশিদটি জমা করলে প্রার্থীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে। OTP ভেরিফিকেশনের পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীকে এমপ্লয়মেন্ট নম্বর ও পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে। তাহলেই কাজটি সম্পন্ন হবে। আপনি জানিয়ে রাখি, যুবশ্রী প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া এখনও চলছে। 4 th ফেব্রুয়ারি, 2024 এর মধ্যে আবেদন করতে হবে।

Scroll to Top